26/10/2025
তবলছড়িতে যারা এখনো টিসিবি পন্য পাননি, তারা আগামী মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তবলছড়ি বাজারের শরিফ কম্পিউটার দোকানে কার্ড জমা দিলে পন্যের ব্যবস্থা করা হবে। এছাড়াও যারা পন্য নিবেন না,তারা কার্ড এন্ট্রি করলে ১০০টাকা দেওয়া হবে। অনুরোধ ক্রমে, টিসিবি কর্তৃপক্ষ।