STV প্রতিদিন

STV প্রতিদিন সত্য প্রকাশে অঙ্গীকার বদ্ধ।

11/07/2025

যারা ফেল করেছো, তারা নিজে নিজেই করুন বোর্ড চ্যালেঞ্জ। ভিড়িওটি গুরুত্বপূর্ণ বিধায় সারা বাংলাদশে ছড়িয়ে দিন।
আজ থেকে ১৭ তারিখ লাষ্ট ডেট।

11/07/2025

দুই বন্ধু কোলাকুলি করে একদিকে চলেগেল। কিন্তু কেন? সুক্ষ্মভাবে দেখে বলুন, এখানে কার দোষ?

10/07/2025

এবার বেশীভাগ শিক্ষার্থী SSC ফেল করার আসল কারন এটি।

09/07/2025

বৃষ্টির মধ্যে তারাহুরা করতে গিয়ে একি হলো। লোকটার পরিচয় পেতে সহযোগিতা প্রয়োজন।
হে মাবুদ আপনি আমাদেরকে হেফাজত করুন

09/07/2025

এখানে দোষটা কার? মোড়ে আরো সতর্ক ভাবে গাড়ি চালানো দরকার ছিল না।

08/07/2025

পিঠা,পিঠা, পাছায় পিঠা। ওরা চাঁ'দা'বাজ

08/07/2025

আজকে সচিবালয়ের বারান্দায় বারান্দায় ঘুরপাক করতে দেখা গিয়েছে সদ্য স্থগিত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে।
তিনি
দুর্নীতি, ঘুষবাজি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

08/07/2025

পানি বাড়তেই— ঢেউয়ে ঢেউয়ে বড় মাছ উজানে এসে দুর্দান্ত নাচন!

07/07/2025

কিরে তু, অবশেষে ধরা খেলো নতুন নেতা। পরিচয় দিলাম না, আপনারাই বলুন

06/07/2025

এরাই মানুষ হত্যা করে সাগরে ফেলে দেয়। এই মানুষটাকেও চেয়েছিল। বাশঁখালী ছনুয়ার নিরীহ ইকবাল নামক এক ছেলেকে নির্যাতন করলেন স্হানীয় আরিফ উল্লাহ এবং তার ভাইয়েরা
# # # # # # # # # # # # # #

04/07/25 গতকাল আনুমানিক, বিকাল 4টা 35 মিনিটে, কোন কারণ ছাড়ায় আরিফ উল্লাহ এবং তাদের গংরা ছনুযা বাজার থেকে তুলে নিয়ে গিয়ে তাদের বাড়িতে হাত পা বেধেঁ রড এবং কাঠের লাঠি দিয়ে আঘাত করে, এবং পরে সাগরে হাত পা বেধেঁ সাগরে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখলে তাদের ভিডিও করতে নিষেধ করে,
এবং পরবর্তীতে স্হানীয় কিছু মানুষ গিয়ে ইকবালকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে, পরে আশংকা জনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে । এমনকি বাড়ির সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় , আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।
ঘটনার স্থান : বাশঁখালী উপজেলা, ১২ নং ছনুয়া ইউনিয়ন,4 নং ওয়ার্ড।

06/07/2025

Tarique Rahman কে যদি এই ভিড়িও দেখাতে পারতাম, তাহলে তিনি বুঝতেন Wadud Bhuiyan এর নের্তৃত্বধীন খাগড়াছড়ির মানুষ আপনাকে কত ভালোবাসে।

05/07/2025

আমি বিধবা! আমার কি বিধবা হওয়ার বয়স হইছে বলেন! আমার মাত্র ২২ বছর বয়স।

আমি একটা বড় বাসা নিয়ে থাকি। আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে। আমি ভাড়া কোত্থেকে দিবো! আমার বাচ্চার ভবিষ্যত কী হবে!

নুসাইরের আব্বু! আমরা কিভাবে বাচবো!

কেউ একজন বলেন এর বিচার করবেন, নয়তো আমি বডি বের করতে দিবো না!!

Address

Khagrachhari
4450

Website

Alerts

Be the first to know and let us send you an email when STV প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category