21/07/2025
ডাক্তার সামন্ত লাল সেন বাংলাদেশের সবচেয়ে বড় অগ্নিপোড়া বিশেষজ্ঞ। তাকে কাজে লাগান। তিনি আওয়ামী লীগ করলে করতেন, অসুবিধা কী? জ্ঞানী মানুষ আওয়ামী লীগ করলেও জ্ঞানী, বিএনপি করলেও জ্ঞানী। জ্ঞানীরা দলের নয়, দেশের সম্পদ।
আসিফ নজরুল সাহেব বিদেশ থেকে ডাক্তার আনবেন ভাল কথা আগে দেশের রত্নটাকে কাজে লাগান। চিকিৎসার অভাবে যদি একটি বাচ্চাও মারা যায়। আপনাদের এসব খাম খেয়ালীর জন্য পিঠে বস্তা বেধে রাইখেন। আর কোন আইনে কিভাবে ঢাকার মতো জনবহুল এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান উড়ানো হয় সেটা জনগনের সামনে জবাব দিন। এঘটনার জন্য বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে দায়িত্বশীল যারা আছেন তাদের ক্লিয়ার বক্তব্য চাই। নিষ্পাপ বাচ্চাদের জ্বলসে যাওয়া শরীর নিয়ে দয়া করে কোনো রাজনীতি দেখতে চাইনা।
゚viralfbreelsfypシ゚viral page