
23/06/2025
😱😱আমেরিকার কাছে নিশ্চিত খবর অবশ্যই ছিলো যে ইরানের ফোর্ডো, নাতানজ এবং এসফাহান নিউক্লিয়ার প্ল্যান্টে কোনও রেডিওএক্টিভ ম্যাটেরিয়াল নাই, থাকলে ট্রাম্পকে অবশ্যই বি-২ হামলা থেকে ঠেকানো হতো। ইরান ইজরায়েলের হামলার আগেই এসব ম্যাটেরিয়াল দ্রুত দেশের এমন অঞ্চলে সরিয়ে ফেলেছে যার অবস্থান খুব অল্প লোক জানে।
এই হামলা গুলো এক ঢিলে দুই পাখি মেরেছে, একদিকে আমেরিকা ইজরায়েলের পাশে একটিভ আক্রমণে থেকেছে, যার জন্য ট্রাম্প দায়বদ্ধ; অপরদিকে বিশ্বকে ট্রাম্প তার ক্ষমতা দেখিয়েছে। ট্রাম্পের মুখের কথার কোনও মূল্য নেই। ট্রাম্পকে কন্ট্রোল করে তার ইগো আর টাকার আর কুকর্মের জন্য সে যার কাছে দায়বদ্ধ।
শর্ট টার্মে এর গেইন যা হোক না কেন লং টার্মে এর এফেক্ট উল্টো হবে। ইরান সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো, বিশেষ করে সৌদী আরব আর তুরস্ক এখন নিশ্চিতভাবে নিউক্লিয়ার বোমা প্রোগ্রাম অত্যন্ত গোপনে ফুলফিল করবে। এর জন্য তারা সময় নিবে না, বরং অত্যন্ত দ্রুত আগাবে। নিজেরা তৈরি করে হোক, কিংবা রাশিয়া-চিন-উত্তর কোরিয়া-কিংবা পাকিস্তান থেকে হোক, বিজ্ঞানী এনে কিংবা একেবারে নিউক্লিয়ার ওয়ার হেড এনে তাদের স্টক রাখবে।
শুরু হলো মধ্যপ্রাচ্যের নতুন মাত্রার আর্মড রেইস। এটা হওয়ারই কথা ছিলো।
😎😎