Prince Naim

Prince Naim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prince Naim, Digital creator, Khagrachhari.

😱😱আমেরিকার কাছে নিশ্চিত খবর অবশ্যই ছিলো যে ইরানের ফোর্ডো, নাতানজ এবং এসফাহান নিউক্লিয়ার প্ল্যান্টে কোনও রেডিওএক্টিভ ম্য...
23/06/2025

😱😱আমেরিকার কাছে নিশ্চিত খবর অবশ্যই ছিলো যে ইরানের ফোর্ডো, নাতানজ এবং এসফাহান নিউক্লিয়ার প্ল্যান্টে কোনও রেডিওএক্টিভ ম্যাটেরিয়াল নাই, থাকলে ট্রাম্পকে অবশ্যই বি-২ হামলা থেকে ঠেকানো হতো। ইরান ইজরায়েলের হামলার আগেই এসব ম্যাটেরিয়াল দ্রুত দেশের এমন অঞ্চলে সরিয়ে ফেলেছে যার অবস্থান খুব অল্প লোক জানে।

এই হামলা গুলো এক ঢিলে দুই পাখি মেরেছে, একদিকে আমেরিকা ইজরায়েলের পাশে একটিভ আক্রমণে থেকেছে, যার জন্য ট্রাম্প দায়বদ্ধ; অপরদিকে বিশ্বকে ট্রাম্প তার ক্ষমতা দেখিয়েছে। ট্রাম্পের মুখের কথার কোনও মূল্য নেই। ট্রাম্পকে কন্ট্রোল করে তার ইগো আর টাকার আর কুকর্মের জন্য সে যার কাছে দায়বদ্ধ।

শর্ট টার্মে এর গেইন যা হোক না কেন লং টার্মে এর এফেক্ট উল্টো হবে। ইরান সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো, বিশেষ করে সৌদী আরব আর তুরস্ক এখন নিশ্চিতভাবে নিউক্লিয়ার বোমা প্রোগ্রাম অত্যন্ত গোপনে ফুলফিল করবে। এর জন্য তারা সময় নিবে না, বরং অত্যন্ত দ্রুত আগাবে। নিজেরা তৈরি করে হোক, কিংবা রাশিয়া-চিন-উত্তর কোরিয়া-কিংবা পাকিস্তান থেকে হোক, বিজ্ঞানী এনে কিংবা একেবারে নিউক্লিয়ার ওয়ার হেড এনে তাদের স্টক রাখবে।

শুরু হলো মধ্যপ্রাচ্যের নতুন মাত্রার আর্মড রেইস। এটা হওয়ারই কথা ছিলো।

😎😎

এবার জরুরী ভিত্তিতে ইস*রা'ইল থেকে সমস্ত নাগরিক সরিয়ে নিতে বলল চীন! বিশ্লেষকদের দাবি এতে বেড়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে...
23/06/2025

এবার জরুরী ভিত্তিতে ইস*রা'ইল থেকে সমস্ত নাগরিক সরিয়ে নিতে বলল চীন! বিশ্লেষকদের দাবি এতে বেড়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। তাহলে কি জেন জি প্রত্যক্ষ করবে তৃতীয় বিশ্বযুদ্ধ!
মধ্যপ্রাচ্যের আকাশ এখন ঘন অন্ধকারে ঢাকা। শুধু ধোঁয়া নয়, অজানার শঙ্কাও জর্জরিত ।
টানটান উত্তেজনার এই সময়েই হঠাৎ একটি আকস্মিক ও চমকে দেওয়া ঘোষণা পাঠিয়েছে চীন! সম্প্রতি ইসরা*য়েলের চীনা দুতাবাস ইসরা'ইলে অবস্থানরত সব চীনা নাগরিক অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছে। এবং সেটা কোনো বিমানে করে নয়, বরং জর্ডানের সীমান্ত পেরিয়ে স্থলপথে পালিয়ে যেতে বলা হয়েছে।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কাঁপন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে। বিশ্লেষকদের দাবি বেইজিং কোনো আসন্ন সম্ভাব্য বড় কোনো ঘটনার খবর পৌঁছে গিয়েছে।
গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইরান ও ইসরা'য়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও ছায়াযুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসা হয়তো আর সহজ নয়।
ইসরা'য়েল এরই মধ্যে তার আকাশপথ বন্ধ করেছে। গাঁজায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা, হামলার তীব্রতা ছড়িয়েছে সীমান্ত পেরিয়ে।
এর মাঝেই চীন যেভাবে তার নাগরিকদের ‘তাৎক্ষণিকভাবে’ সরিয়ে নিতে বলছে, তাতে অনেকেই বলছেন—চীন এমন কিছু আঁচ করেছে যা এখনও বিশ্বজুড়ে প্রকাশ্যে আসেনি।😇🫡😫

Good news guys 💥💥
20/06/2025

Good news guys 💥💥

19/06/2025
19/06/2025

আজকে বড় কিছু করবে ইরান,, শুধু সকালের অপেক্ষা 💥💥

19/06/2025

মিসাইল গুলো পড়া দেখতেই শান্তি লাগে 😇🥰

এখন থেকে,আগামী ৪৮ ঘন্টার ভিতর কি হতে পারে এটাই দেখার অপেক্ষায়। আমেরিকা ইসরায়েলের পক্ষে। অন্যদিকে, পাকিস্তান,ইরান,কোরিয়া ...
19/06/2025

এখন থেকে,
আগামী ৪৮ ঘন্টার ভিতর কি হতে পারে এটাই দেখার অপেক্ষায়।
আমেরিকা ইসরায়েলের পক্ষে।
অন্যদিকে, পাকিস্তান,ইরান,কোরিয়া ,সৌদি,লেবানন,হামাস ইরানের পক্ষে।

ইমারজেন্সি বৈঠক থেকে উঠে ট্রাম্প ওয়াশিংটনে চলে যাওয়া এটা বিশাল এক দিকে ইংগিত করে।
অন্যদিকে ইরান বলছে ই/স/রা/ই/ল খালি করতে।
ই/স/রা/ই/ল বলছে ইরান খালি করতে।

সমীকরণ :-
আমেরিকা যুদ্ধ করতে আসলে এই সুযোগে চিন,আর কোরিয়া আমেরিকাকে চরম ধোলাই দিবে।
হামাস পাকিস্তান ,আফগানিস্তান ও ইরান মিলে ই/স/রা/ই/লকে মিশিয়ে দিবে।
ফলাফল :-
ই/ই/স/রা/ই/ল পুরোপুরি বিদ্ধস্ত হলে এমেরিকা একা হয়ে যাবে।
ধোলাই খেয়ে সব ঘাটি নিয়ে লেজগুটিয়ে মিডেলিষ্ট থেকে পালাবে যেই ভাবে আ/ফ/গা/ন থেকে পালিয়েছে।

এমনটাই হোক আশাবাদী।
এই ধোলানিতে আব্রাহামবাদের অবসান ঘটবে।
মহান রব ইরানকে বিজয় দান করুক এবং ইসরায়েল আমেরিকা কে ধ্বংস করে দিন
আল্লাহ হুম্মা আমিন🤲🤲

আলহামদুলিল্লাহ এইটা গাজা নয়, এইটা তেল আবিব। হে আল্লাহ আপনি ইরানের মিসাইলগুলির ক্ষমতা বাড়িয়ে দেন।আমিন🤲🤲
18/06/2025

আলহামদুলিল্লাহ
এইটা গাজা নয়, এইটা তেল আবিব। হে আল্লাহ আপনি ইরানের মিসাইলগুলির ক্ষমতা বাড়িয়ে দেন।আমিন🤲🤲

👉সঠিক উওর কি হবে🤔
18/06/2025

👉সঠিক উওর কি হবে🤔

ইতিহাসে লেখা থাকবে🥰যখন ই'হু'দিদের ভয়ে মুসলিম দেশের শা'স'ক'রা চুপ হয়ে আছেন, তখনি এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি মা...
18/06/2025

ইতিহাসে লেখা থাকবে🥰
যখন ই'হু'দিদের ভয়ে মুসলিম দেশের শা'স'ক'রা চুপ হয়ে আছেন, তখনি এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি মাথা নত না করে একাই ল'ড়াই করে যাচ্ছেন ই'হু'দিদের বি'রু'দ্ধে.!
মহান আল্লাহ আপনার প্রতি সহায় হোক আমিন।,,বিজয়ী আমরাই হব ইনশাআল্লাহ 🤲🤲

👉ইরানের পাথুরে মরুভূমিতে মুখ থুবড়ে পড়ে আছে আমেরিকার গর্ব।🤣বিজয়ী মুসলমানই হবেই ইনশাআল্লাহ 😍 শুধু সময়ের অপেক্ষা 💞🤲
17/06/2025

👉ইরানের পাথুরে মরুভূমিতে মুখ থুবড়ে পড়ে আছে আমেরিকার গর্ব।🤣

বিজয়ী মুসলমানই হবেই ইনশাআল্লাহ 😍 শুধু সময়ের অপেক্ষা 💞🤲

আয়াতুল্লাহ খো'মে'নি আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে-এই যু//দ্ধে ই'রান অপ'রাজিত থাকবে। তিনি এটাও বলেছেন উনার বয়স হয়ে গিয়েছে উ...
17/06/2025

আয়াতুল্লাহ খো'মে'নি আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে-

এই যু//দ্ধে ই'রান অপ'রাজিত থাকবে। তিনি এটাও বলেছেন উনার বয়স হয়ে গিয়েছে উনি কেবল চেয়ারে বসে আছেন। সবকিছু পরিচালনা করতেছে তরুণরা। সেজন্য আমাকে
হ//ত্যা করলেও আমাদের ক্ষ-তি হবেনা।♥️🔥

এদিকে ই'রানের এয়ার ডিফেন্স গুলো নতুন করে সচল হয়েছে। গতকাল গা*যা-য় ই'স*'রা'য়েলের একজন ক'মা'ন্ডার সহ অনেকজন ন'রকে গিয়েছে।

খুব সম্ভবত ই'রান ইস''রায়-লের ডুকে পড়বে। স্থ'ল অভি'যান শুরু হবে। স্হ'ল অভি'যানে অপ্র'তিরোধ্য ই'রান কখনোই হা''র'বেনা ইনশাআল্লাহ।

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prince Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share