Dinesh Vlogs

Dinesh Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dinesh Vlogs, Digital creator, Khagrachhari.

Hi,this is Dinesh Tripura.I'm a Vlogger making vlog videos is basically trying to create natural and traveling videos,Please Follow my official page...

আজ মহান বিজয় দিবস। সরিষার হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ক্ষেতের আলপথ ধরে ছুটে চলা দুরন্ত শিশুদের পতাকা হ...
16/12/2023

আজ মহান বিজয় দিবস। সরিষার হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ক্ষেতের আলপথ ধরে ছুটে চলা দুরন্ত শিশুদের পতাকা হাতে শিশুতোষ মনের নির্মল উচ্ছ্বাস।

01/10/2023

সাউথ এশিয়ান প্রো বক্সিং চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমা, নেপালের লাইটওয়েট চ্যাম্পিয়ন মাহেন্দ্রা বাহাদুর চান্দকে হারিয়ে "এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট চ্যাম্পিয়ন" বেল্ট জিতেছেন।

অভিনন্দন Sura Krishna Chakma ❤️

পাহাড়ের প্রকৃতি মনোমুগ্ধকর বার বার ফিরে যেতে চাই.............
27/09/2023

পাহাড়ের প্রকৃতি মনোমুগ্ধকর বার বার ফিরে যেতে চাই.............

গ্ল্যান ম্যাক্সওয়েল কে ছাড়াও তাদের দল যথেষ্ট পরিপূর্ণ এবং তার রিপ্লেসমেন্ট ও আছে তারপরও অভিজ্ঞতা বিবেচনা তাকে রাখা হয়...
27/09/2023

গ্ল্যান ম্যাক্সওয়েল কে ছাড়াও তাদের দল যথেষ্ট পরিপূর্ণ এবং তার রিপ্লেসমেন্ট ও আছে তারপরও অভিজ্ঞতা বিবেচনা তাকে রাখা হয়েছে , উইলিয়ামসন কে ইঞ্জুরি সহ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে কিন্তু বাংলাদেশে যার রিপ্লেসমেন্ট এখনও তৈরি হয়নি তাকে ইঞ্জুরির দোহাই দিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো ইঞ্জুরির দোহাই কেনো বললাম কারণ তামিম নিজেই ভিডিও বার্তায় বলেছে তার ইঞ্জুরি বিশ্বকাপের আগে ঠিক হয়ে যেত তাছাড়া সর্বোচ্চ গেলে ২-৩ ম্যাচ মিস করত কিন্তু আরো ৬ টা ম্যাচের জন্য ও তাকে বিবেচনায় রাখা হলো না

কারণ একটাই সাকিব তামিম দ্ধন্দ

16/08/2023

Dhaka city is very Traffic Jam

15/08/2023

Dhaka to Gazipur
Journey
Field Trip 2023
Department entrepreneurs economics
University of Dhaka

15/08/2023

আদিবাসী উপলক্ষে গারো নৃত্য পরিবেশনা.......✅✅✅✅
Please share and comment this page....

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য মত বিনিময় সভা......
11/08/2023

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য মত বিনিময় সভা......

10/08/2023

আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩ উদযাপন।খাগড়াছড়ি থেকে আগত
ত্রিপুরাদের কাথারক নৃত্য পরিবেশনা..

Ucep-Standard Chartered Bank Partnership success story.....
07/08/2023

Ucep-Standard Chartered Bank Partnership success story.....

রাজধানী ঢাকা থেকে যে কোন যানবাহনে মাত্র ১৪/১৫ কিলোমিটার পথ পেরুলেই নদী পাড়ের জেলা নারায়ণগঞ্জ। শীতলক্ষ্যার কোল ঘেষে রূপগঞ...
21/07/2023

রাজধানী ঢাকা থেকে যে কোন যানবাহনে মাত্র ১৪/১৫ কিলোমিটার পথ পেরুলেই নদী পাড়ের জেলা নারায়ণগঞ্জ। শীতলক্ষ্যার কোল ঘেষে রূপগঞ্জের তারাব পৌরসভা। দেশের একমাত্র জামদানি পল্লীটি রয়েছে এখানেই।

গ্রামের রাস্তাটা বেশ আঁকাবাকা নদীর সঙ্গে খেই মিলিয়ে চলেছে। রাস্তার দু’ধারেই অসংখ্য তাঁত চোখে পড়বে। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই কোননা কোনোভাবে জামদানি শিল্পের সঙ্গে জড়িত। এক সময় এটি ছিল অজপাড়াগাঁ। জামদানী শিল্প এ গ্রামের চেহারা বদলে দিয়েছে।

এ গ্রামের অধিকাংশ মানুষ এক সময়ের বিশ্বখ্যাত মসলিন শাড়ি তৈরির সঙ্গে জড়িত ছিলেন। বৃটিশ শাসকরা এ শিল্পকে ধ্বংস করে দেয়ার পর গ্রামের মানুষ আবার ফিরে যান কৃষি পেশায়। বৃটিশদের পতনের পর মসলিন শিল্পের সঙ্গে জড়িতদের বংশধররা আবারো মসলিন তৈরির কাজে হাত দেন। কিন্তু তারা সেই মসলিনের জৌলস ধরে রাখতে ব্যর্থ হন। কিন্তু আদলেই তৈরি করেন নতুন এক শাড়ি। যা আজকের জামদানি। এ জামদানিও আজ জগত বিখ্যাত। লাভজনক হওয়ার কারণে গ্রামের অনেকেই এগিয়ে আসেন জামদানি তাঁত প্রতিষ্ঠায়।

30/06/2023

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when Dinesh Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share