
02/07/2025
আজকের দিনে ২ জুলাই ২০১০ আমার বড় চাচা বাংলাদেশ রেলওয়ের যান্ত্রিক বিভাগের কর্মকর্তা (এল,আই)আবুল হাশেম মল্লিক যার পরিচয় জানতে দুই বার বলা লাগে নাই আজ তার ষোলতম মৃত্যু দিবস। তার উপকার ভোগি এমন রেলওয়ের মানুষ নাই যিনি পান নাই। সবার কাছে হাস্যোজ্জ্বল আনন্দ উল্লাস মেতে থাকা মানুষ আজ পরপারে চলে গেছেন। সকলেই যেন তাদের পিতা-মাতার জন্য দু'আ করার সাথে আমার চাচার জন্য দু'আ করবেন যেন জান্নাত লাভ করেন আমিন।