R.K Mister Sawon

R.K Mister Sawon Welcome to ' R.K Mister Sawon'' YouTube channel
I Love To Vlog My Full Life Cause Only Videos Can Save My Childhood Memories Properly.

My Dream 5M Subscribers On My YouTube Channel . Inn Shaa Allah One Day I Will Achieve My Dream (5M Sub )

22/03/2023

লোকটা মারা যাওয়ার আগে তার নাতিকে তিনটা উপদেশ দিয়ে গেল....😴😴😴
১. ঘরের বউকে কখনও মনের কথা বলবি না!!🤐😶
২. বাড়ির সামনে কখনও বড়ই এর গাছ লাগাব না!!✌😑
৩. পুলিশের সাথে কখনও বন্ধুত্ব করবি না!!🙃🤐
দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা। দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল? নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো, সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে, এবং দেখবে কী ঘটে!😴😴🤥
যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো। মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা...🤭🤭🤭
সে বসে বসে প্লান করলো, বউকে মনের কোন কথাটা বলা যায়...😑
সে বাজারে গেল। তিনটা ডাব কিনলো। তিনটা গামছা কিনলো। তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো। রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমনভাবে পেচিয়ে ফেললে যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা...🥴🥴🥴
তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই ভং ধরে বউকে বললো, আমি তো তিনটা মানুষকে খুন করে ফেলছি! তুমি এই কথা কাউকে বইলো না প্লিজ...😰🙏
তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো, সেই গর্তে তিনটা ডাব ( পড়ুন কাটা মাথা ) পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল। কোনো প্রকার সমস্যায় হল না...😯😯
নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে। শালা বুইড়া সবই তো করলাম। কিছুই তো হল না। হা হা হা....😂🤣
সবকিছুই ঠিকঠাক যাচ্ছিলো। ব্যাপারটা একসময় সে ভুলেই গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হল। রেগে গিয়ে বউ বললো, তোর গোপন কথা ফাঁস করে দিবো ওয়েট...🥴😐😐
বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো...🤒
পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বললো, এখানে তিনজন মানুষের মাথা আছে, আমার স্বামী এদের খুন করছে...
গর্ত থেকে পুলিশ গামছা পেঁচানো তিনটা মুন্ডু বের করলো। গামছা খুলে দেখা গেল, তিনটা ডাব! বউ তখন বললো, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেইঞ্জ করে ডাব পুঁতে রাখছে! আমি সাক্ষী...
পুলিশ সঙ্গে সঙ্গে বললো, এরেস্ট হিম!
লোকটি দৌড় দিতে যাবে ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। পালাতেও পারলো না...
পুলিশ তাকে ধরে ফেললো, মার

16/03/2023
10/03/2023

রেলওয়ে কতৃপক্ষকে এক যাত্রীর টুইট.

"আপনাদের ট্রেনের অন্যসব সার্ভিসের কথা
না-ই বা বললাম, টয়লেটের মগ যে শেকলে
বাঁধা তা একটু লম্বা রাখলে মগটি "মঞ্জিলে
মাকসুদে" পৌঁছাতে সহজ হতে পারতো।

টুইটের জবাবঃ
মগটা বাঁধা আছে আপনি তো আর বাঁধা নেই!
"মঞ্জিলে মাকসুদকে" একটু টেনে মগের কাছে
আনলেই তো হয়।

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ ক...
06/03/2023

কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে।

কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো।নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে।

তার কান্না শুনে আবারও জলপরী এলো তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক
মেয়েকে পানি থেকে তুলে বলল, "এই কি তোমার স্ত্রী?"

কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।" জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"

কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"

জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ
হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"

তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন।

আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন।এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী।

আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো
কীভাবে?আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে।

এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো। 🙂

26/02/2023

1920 Evil Return Best Horror Movie Scenes | 1920 Climax Scene | Reaction video !! new move hindi

23/02/2023
একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা: ১। চাউল ১ বস্তা = ৩৫০০/-২। তৈল ৫ লিটার = ১০০০/-৩। বাসা ভাড়া      = ১...
21/02/2023

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম
মাসিক খরচের তালিকা:

১। চাউল ১ বস্তা = ৩৫০০/-
২। তৈল ৫ লিটার = ১০০০/-
৩। বাসা ভাড়া = ১৫০০০/-
৪। তরকারী =৩৫০০/-
৫। মাছ =৫০০০/-
৬।গ্যাস সিলিন্ডার = ১৮০০/-
৭।প্রসাধনী = ১০০০/-
৮।মুদি বাজার =৫০০০/-
৮। বিদ্যুৎ বিল = ২০০০/-
৯।মোবাইল খরচ = ১০০০/-
------------------------------------------------
সর্বমোট = ৩৮,৮০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত একটা খরচ আরও কিছু নাই বা বললাম।।

যাদের বেতন ১৫০০০
যাদের বেতন ২০০০০
যাদের বেতন ২৫০০০
যাদের বেতন ৩০০০০
যাদের বেতন ৩৫০০০

কি করবে তারা???

হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲

দাবি আমাদের একটাই
""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন, দেশের মানুষ বাচাঁন!!""

#এক মধ্যবিত্ত পরিবারের (নিজ) বাস্তব জীবনের সত্য কথা।
# সংগৃহীত পোস্ট

16/02/2023
15/02/2023

এরা কারা কোথেকে এলো এরা। 🤔ভালোবাসা দিবস 🤣

14/02/2023

Ayub Bacchu Best Songs,ayub bachchu bangla song,ayub bachchu,lrb,বাচ্চু,shei tumi keno eto ochena hole,sei tumi,সেই তুমি কেন এতো অচেনা হলে,sei tumi keno eto ochena hole lyrics,shei tumi female version,status,guitar lesson,whatsapp status,live

12/02/2023

কত সুন্দর ঢাকা শহর 🥰 কিন্তু এ সুন্দর শহর আমাদের কারনে আজ নষ্ট হয়ে যাচ্ছে 🤕

03/01/2023

বাংলাদেশের সবথেকে বড়ো সস্তা মার্কেট 😲bongo bazar ladies market 2022! ladies t-shirt wholesale market

01/01/2023

HAPPY new year 2023

28/12/2022

আমার কিউট বেবি 😇😇

Address

Dhaka
Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when R.K Mister Sawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.K Mister Sawon:

Share