13/09/2025
মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে। সুখে নাকি অসুখে ঠিক জানি না! হাপিয়ে উঠি খুব। ইচ্ছে করে কোন সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দেই। তা আর হয় না। মধ্যবিত্তের বিষণ্ণতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায়। এতোসবের ভীড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয়। কেমন যেনো কোনো কিছুতেই টান নেই, সবকিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সময় ঠিকই চলে যাচ্ছে। তবুও মনে হয় আমি যেনো আটকে আছি জীবনের কোনো এক অচেনা কানাগলিতে। জীবনের এমন একটা নড়বড়ে সিচুয়শনে আছি যেখান এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়!