
12/06/2025
দিনটা যেন এক রূপকথার গল্প থেকে উঠে আসা! পাহাড় বেয়ে ঝরে পড়া স্বচ্ছ জলরাশির কলতান, আর তারপাশ দিয়ে বয়ে যাওয়া নৌকার মৃদু দোল – সব মিলিয়ে এক স্বপ্নময় অভিজ্ঞতা!
বোটে বসে যখন চোখের সামনে বিশাল ঝর্ণা ধেয়ে আসে, মনে হয় প্রকৃতি যেন আপন করে নিচ্ছে। হাওয়ার ছোঁয়া, পানির ছিটে, আর দূরের সবুজ – সবকিছু মিলিয়ে হৃদয়ের গভীরে এক শান্তির সুর বাজতে থাকে। 🎶
এমন কিছু মুহূর্ত থাকে, যা কোনো ক্যামেরায় ধরা যায় না – শুধু মনের অ্যালবামে জমা থাকে সারাজীবন। আজকের দিনটা ঠিক তেমনই – প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নির্মল আনন্দে ভেসে যাওয়া এক অপরূপ অভিজ্ঞতা।
ঝর্ণা + বোট = মন ভালো করা ম্যাজিক!