
03/06/2024
আমার মনে হয় বোনের চেয়ে সুন্দর কোনো উপহার পৃথিবীতে আর দ্বিতীয় কিছু হতে পারে না একজন মানুষের জন্য। একটা বোন থাকা মানে জাগতিক সবচেয়ে বড় সুখটা বিধাতা আপনার ঝুলিতে দান করেছেন। মানুন বা না-মানুন বোনের চেয়ে একজন ভালো বন্ধু পৃথিবীর কোনো কোণায় খুঁজে পাবেন না।
যার সাথে চুল টানা-টানি লেগে থাকলেও কেউ কারো চোখের আড়াল হওয়ার কথা ভাবলেই বুক কেঁপে ওঠে সেটা বোনের সম্পর্ক। যাকে জড়িয়ে ধরে কাঁদতে দ্বিধা করা লাগে না, যার গায়ে সাচ্ছন্দ্যে হাসতে হাসতে ঢলে পড়া যায়, নিজের সব কথা রাখার সবচেয়ে নিরাপদ জায়গা যেই মানুষটা সে শুধুই আপনার বোনটা।
রুম থেকে চুলের ক্লিপ নিয়েও যার সাথে ভাগাভাগি চলে সেই মানুষটা আর কে হতে পারে? কখনো বকা খাওয়ানোর জন্য যে নিজেই উঠেপড়ে লাগে, দরকারে সে নিজেই ঢাল হয়ে দাঁড়ায় আপনার জন্য। মায়ের পরে তার স্থান যদি কেউ শক্ত হাতে সামলাতে পারে সেটা কেবল বড় বোনটাই। যে শাসনে মা, ভালোবাসায় বোন আর সম্পর্কে একদম ঠিক কাছের বন্ধুটার মতো।
বলা হয়ে থাকে পৃথিবীর সব সম্পর্কের মাঝে শত্রুতা হতে পারে। কিন্তু বোনের সাথে বোনের সামান্য মন কষাকষিও খুব বেশিদিন টিকতে পারে না। এখানে এত কীসের টান, কীসের জোর, কীসের ভরসা কেউ হয়তো ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু যার বোন আছে সে অন্তত এইটুকু জানে পৃথিবীর সবার চেয়ে ওই মানুষটাকে তার বেশি দরকার নিজের জন্য।