JAHID স্বপ্ন আকাশ ছোঁয়ার 💫
গন্তব্য বহুদূর 👣 https://bangladeshbarta.tv/archives/37573

06/05/2025

জাইমা রহমানের মধ‍্যস্থতায় পরবর্তীতে bro finally hugged his wife 💞

20/04/2025

বাপ মায়ের এই আহাজারি তোমার আরশ ছুঁইতে পারলেই হয় আল্লাহ!

20/04/2025

বাংলাদেশে দশ জন সুখী মা'নুষ' থাকলে তার মধ্যে একজন আমাদের Ripon Mia ❤️

19/04/2025

প্রিয় মেয়র,
এই সন্তান যতক্ষণ আপনার না, ততক্ষণ আপনি এই সন্তান হারানো মায়ের আর্ত*নাদ উপলব্ধি করতে পারবেন না।

আপনি দায়িত্বে বসেছেন মাস ছয়েক হতে চলল। বর্ষা আসার আগেই কি নালা, খাল পরিষ্কার করার উদ্যোগ নেয়ার দরকার ছিলো না! এই কাজটাই কি আপনার প্রথম কাজ হওয়ার কথা ছিলো না!

আগে যারা ছিলো, তারা কিচ্ছু করে যায়নি! এই অযুহাতে কি এই দায় এড়িয়ে যাওয়া সুযোগ আছে! প্লিজ, এমন কিছু করুন, যাতে এক বেলার বৃষ্টিতে নালার পালি রাস্তা ডুবিয়ে না দেয়।

একই সাথে বেপরোয়া অটোরিকশা নিয়ন্ত্রণে কঠিন সিদ্ধান্ত নিন। যাতে রাস্তায় চলতে গিয়ে অটোরিকশা দেখে কারো বুক না কেঁপে উঠে।

প্রিয় নগরবাসী,
এই সন্তানের মৃ*ত্যু*র দায় আমাদেরও। প্লাস্টিক, পলিথিন আমরা ইচ্ছেমতো যেখানে সেখানে ফেলছি। এই বাচ্চার চারপাশে জমে থাকা প্লাস্টিক, পলিথিন খালেবিলে আপনার আমার ফেলা আবর্জনার ফল। এই মৃ*ত্যু*র দায় আপনার আমারও।

উল্লেখ্য: গতকাল রাতে নালায় পড়ে হারিয়ে যাওয়া বাচ্চাটি চৌদ্দ ঘণ্টা পর মৃ*ত উদ্ধার।

গতকাল রাজশাহীর  মর্মান্তিক ঘটনা..ওই বৃদ্ধ বাবার সহধর্মিনী ৮ মাস  আগে মারা যায়। এরপর থেকে দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন  বা...
16/04/2025

গতকাল রাজশাহীর মর্মান্তিক ঘটনা..
ওই বৃদ্ধ বাবার সহধর্মিনী ৮ মাস আগে মারা যায়।
এরপর থেকে দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগড়া। এই বৃদ্ধ বাবার অনেক রাত এমন গেছে সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি।
মৃত্যুর দিন সকালে দু ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, ছেলেরাও তার জিনিসপত্র উঠানে ফেলে দেয়।
এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল, কিছুই খায়নি, দুপুরে আ*ত্মহত্যা করে।

আল্লাহ তুমি আমাদের সবাইকে পিতা-মাতার হক আদায় করার তাওফিক দান কর।

10/04/2025

This is called proper duty🔥

10/04/2025

And i think to myself what a wonderful world!

Agargaon, Dhaka

09.04.25

06/04/2025

ইন্না-লিল্লাহ
রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে! 💔
চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই! 😪
ইয়া রব, আপনি অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান!

29/03/2025

"এই সাগরের একমাত্র মালিক আমরা"- এইটা বলতে কলিজা লাগে❤️

25/03/2025

তোমার কি ভয় করে না সময় যে ফুরিয়ে যাচ্ছে ।

Address

Khagrachhari
4400

Alerts

Be the first to know and let us send you an email when JAHID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JAHID:

Share