25/10/2025
লক্ষীছড়ি উপজেলায় প্রথমবারের মতো বালিকাদের জন্য একমাত্র উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে “লক্ষীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোবারক হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, মো. মকবুল আহমেদ, উছাখই মারমা, নারী নেত্রী জয়মালা চাকমা, শিক্ষক রুপালি চাকমা, উথোয়াইচিং মারমা উত্তম, মো. মজিবুর রহমান গাজি, পাইচাউ মারমা, রুবেল বিন্দু চাকমা প্রমুখ স্থানীয় শিক্ষক ও উদ্যোক্তারা।
শুভেচ্ছা বক্তব্যে মো. রবিউল ইসলাম গাজী বলেন, লক্ষীছড়ি উপজেলায় শিক্ষার প্রসারে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা সময়োপযোগী পদক্ষেপ। তিনি শিক্ষার মানোন্নয়ন ও নারীদের শিক্ষা বিস্তারে সবার সহযোগিতা কামনা করেন।
পরে উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মোবারক হোসেনকে সভাপতি করে ১১ সদস্যের বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অংগ্য প্রু মারমা, রাজু চাকমা দিপান্তর, উছাখই মারমা, রুপালি চাকমা, জয়মালা চাকমা, মো. মকবুল আহমেদ, উথোয়াইচিং মারমা উত্তম, মো. মজিবুর রহমান গাজি ও সুবল বিন্দু চাকমা। পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
সভায় বিদ্যালয় পরিচালনার জন্য একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় স্থানীয় ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বিদ্যালয় ফান্ডে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। অন্য উপস্থিত ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে নির্বাচিত কমিটির দায়িত্ব প্রাপ্ত ও উদ্যোক্তারা বিদ্যালয়ের জমি নির্ধারণ, ভবন নির্মাণ, তহবিল সংগ্রহ এবং শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। সর্বসম্মতিক্রমে আগামী জানুয়ারি ২০২৬ সাল থেকে শিক্ষাকার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।