22/07/2025
আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)
🕯️একটি নিঃসঙ্গ মুহূর্ত—মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি 🕯️
প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই আমাদের জীবনে একটি অলৌকিক ঘটনা হতে পারে—ভালো বা খারাপ। আমরা কেউ জানি না পরবর্তী মুহূর্তে কী হতে যাচ্ছে। মাইলস্টোন স্কুলের ছোট ছোট শিশুরা কি জানত, পরদিন তারা আর স্কুলে আসবে না?
আজকের এই ভয়াবহ বিমানের দুর্ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। কত নিষ্পাপ প্রাণ—ছোট্ট শিশুরা, শিক্ষক, স্টাফ—কারো আর ফেরা হবে না। যারা আহত হয়েছেন, তাঁদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি।
এই শোক শুধু একটি প্রতিষ্ঠানের নয়, আমাদের সবার। এই হারানো মানুষগুলোর জন্য আমরা কাঁদি, তাঁদের পরিবারের পাশে দাঁড়াই।
🌸 তাদের আত্মার শান্তি কামনা করি।
🌸 আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
🌸 আমাদের সকলের জন্য আল্লাহর রহমত চাই।
#দোয়া_ও_শ্রদ্ধা
।