24/04/2024
"মানুষ মানুষের জন্য,
মানবতার সেবাই,সেচ্ছায় রক্তদান।
তুচ্ছ নয় রক্তদান,
বাঁচাতে পারে একটি প্রাণ"।
সম্মানীত সুধী,,,
মানবতার সৈনিকবৃন্দ, শুরুতেই সকলেই "Unity Blood Donor Society" বাংলাদেশ-এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা গ্রহন করুন। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নবগঠিত ( ইউনিটি ব্লাড ডোনার সোসাইটি) একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন সংগঠনটি বিগত-২৭/০২/২০২২ ইং তারিখে আত্ম-প্রকাশিত হয়। তাই এরই মধ্যে এডমিন প্যানেল বা আমরা যারা (UBDS)-এ কাজ করছি সকলের পরামর্শক্রমে আমাদের আর-ও কিছু সংখ্যক সেচ্ছায় মানবিক শ্রম দিয়ে পরোপকার হিত-সাধন করার লক্ষ্যে এমন চেতনায় উদ্ভুদ্ধ সংকল্প বদ্ধপরিকর যারা (UBDS) সদস্য/ সদস্যা প্যানেল-এ কাজ করার ইচ্ছুক আপনাদের সকলের প্রতি সবিনয়ে আহ্বান করছি।আমরা এমনই সহৃদয়বান সেচ্ছায় মানবিক গুণাবলির সদস্য/ সদস্যা পেলে আমরা আশাবাদী এডমিন প্যানেল-এর মহৎ চেতনার উদ্দেশ্য জনগণের সার্বিক সেবা দেওয়া, সেই অবিষ্ট লক্ষ্য "সকলের তরে সকলে আমরা প্রত্যেকের পরের তরে" হাতে হাত রেখে এই স্লোগান নিয়ে আমরা আমাদের সেবায় সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকিব।
👉 এখানে আরও সকলকে অবগত করতে চাই যে, রোগীদের সুবিধার্থে রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে অনেক সময় অতীব জরুরি রক্তের প্রয়োজন হয়ে পড়ে, যা তাৎক্ষণিকভাবেও রক্ত না পেলে রোগীটির মৃত্যুর সামিল হতে পারে। সে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক মানবিক রক্ত দাতা দূর দূরান্ত থেকে ব্লাড দিতে এসে গাড়িভাড়া ➕ পুষ্টিকর ভিটামিন জাতীয় ফলমূলের ব্যবস্থাও ভালোমত না পাওয়ার কারণে ব্লাড দিতে অনীহা প্রকাশ করে। হইতো বা রোগীদের আর্থিকভাবে অস্বচ্ছলতার কারণেও সেভাবে রক্ত দাতাকে সেবা দিতে সক্ষম হয় না। তাই রোগীদের সুবিধার্থে আমরা UBDS উদ্যোগ নিয়েছি যে, আমরা যারা সদস্য/সদস্যা থাকবো বা সেচ্ছায় কোন সহৃদয়বান মানবিক গুণাবলীর সদস্য যদি আমাদের সাথে মাসিক অর্থ-ফান্ডে যোগ দিতে চান আমরা সাদরে গ্রহণ করব। কেননা উপরে উল্লেখ করেছি যে, তাদের বিশেষভাবে অর্থ প্রয়োজন কাজের অগ্রগতির জন্য সেই অর্থ দিয়ে আমরা রোগী পরিবারের যদি দূর থেকে আসা রক্ত দাতা গাড়িভাড়া + ফলমূলের ব্যবস্থা সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আমাদের UBDS- ফান্ড থেকে যাবতীয় খরচপত্র বহন করবে। যাহাতে করে রোগীটি সঠিক সময়ে সেবাদান পায়। তাই মানসিক দাতা সদস্য/সদস্যা সেচ্ছাই যদি এগিয়ে আসে আমরা সকলেই উপকৃত হব এবংকি সকলের কাজের প্রতি সাধুবাদের সহিত মঙ্গল সাধিত হইবে।
ভর্তি ইচ্ছুক সদস্য/সদস্যারা নিচে দেওয়া তথ্যগুলো পাঠান-
নামঃ-
ঠিকানাঃ-
পেশাঃ-
যোগ্যতাঃ-
ফোন নাম্বারঃ-
ব্লাড গ্রুপঃ-
জাতীয়তাঃ-
ধর্মঃ-
আপনি কি সত্যিই সেচ্ছায় মানবতার কাজ করতে ইচ্ছুক??? হ্যাঁ ✔️/ না❌।
☑️ ভর্তি সংক্রান্ত তথ্যগুলো UBDS পেইজের পাবেন Like, Comment, Follow ও Shares দিয়ে আমাদের পাশে থাকুন সকল আপডেট মূহুর্ত্বে পৌঁছে যাবে আপনার নিকট নিচে দেওয়া লিংকে ক্লিক করুন 👉👉
https://www.facebook.com/ubdsbcht/
➡️ সরাসরি ভর্তি সংক্রান্ততথ্য জানতে যোগাযোগ করুনঃ-
বাবু:- বিপ্লব চাকমা(সহ-সাধারণ সম্পাদক)
☎️০১৫৭২৭৫৮০৪৮
ভদন্ত- সুমনা প্রিয় থেরো সাধারণ সম্পাদক☎️+880 1627-017736
বিদ্রঃ এই সংগঠনটি শুধুমাত্র ব্লাড ডোনার সংগ্রহ ক্ষেত্রে প্রযোজ্য।
এই পেইজটি শুধুমাত্র ব্লাড ক্ষেত্রে প্রযোজ্য.. দেশের যে কোন প্রান্তে ব্লাড প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।