Fact Brainbites

Fact Brainbites আসসালামু-আলাইকুম, আমাদের এই পেইজে আপনাকে স্বাগতম! জীবন মানেই সংগ্রাম!

25/01/2025
আপনার একটি শেয়ারে বেঁচে যাইতে পারে অনেকগুলো প্রাণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব...
20/06/2024

আপনার একটি শেয়ারে বেঁচে যাইতে পারে অনেকগুলো প্রাণ।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)
দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

03/06/2024

The Power Of " সূরা মূলক
মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন - উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! কবর আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ' আলহামদুলিল্লাহ ' !

- ( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )

“So, surely with hardship comes ease.”(Qur'an 94 :5)
02/06/2024

“So, surely with hardship comes ease.”

(Qur'an 94 :5)

Amin❤️
26/05/2024

Amin❤️

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে এটা ভুল ধারণা আমাদের।মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক...
28/04/2024

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে
এটা ভুল ধারণা আমাদের।
মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে, তারপর ওকে লিখতে হবে।তবেই ১ টাকা তাদের দেশে যাবে।আপনি সারাদিন মোজো খেলেন তাতে কোন লাভ নেই।যতক্ষণ পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন না ততোক্ষণ পর্যন্ত তাদের একাউন্টে ১ টাকাও জমা হবে না। তাই যারা মোজো খাবেন অবশ্যই মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করে প্রসেস টা কমপ্লিট করবেন।

সবাইকে জানিয়ে দিতে শেয়ার করে দেন।


🟢 লেখাটা যিনি লিখেছেন তাকে ধন্যবাদ এত সুন্দরভাবে ব্যাপার‍টা ব্যাখা করার জন্য।  আমরা কবে যে আমাদের ভালটা বুঝবো!!✅ রেকর্ড ...
22/04/2024

🟢 লেখাটা যিনি লিখেছেন তাকে ধন্যবাদ এত সুন্দরভাবে ব্যাপার‍টা ব্যাখা করার জন্য। আমরা কবে যে আমাদের ভালটা বুঝবো!!

✅ রেকর্ড এবং এচিভমেন্টঃ
----------------------------------
রেকর্ড কাকে বলি আমরা?
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব?
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড।
দুটো রেকর্ড কি এক?

রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট?
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না।
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না।
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই।

কিন্তু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।

কেনো? কারণ ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায়নি।

কেনো? কারণ ওদের এত জনসংখ্যা নেই। চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।

তাহলে করে না কেনো?
কারণ চীনে এত ছাগল নেই যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।

আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি রেংকিং বের হয়েছে। এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের মাত্র ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

আবার আমরা আরেকটি রেকর্ড করেছি। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি। এর উদ্বোধনে ছিলেন আইসিটি মন্ত্রী। কারণ এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন।

যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মানজনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে মাত্র তিনটির স্থান পাওয়া? নাকি ১৪ কিমি আলপনা?

আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে। ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে পারে।

তবে তারা তা করে না কেনো?
কারণ ওদের দেশে গাধা জনগণের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য।

আমদের দেশের সত্যিকারের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গার্মেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে।

রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না।

(সংগৃহীত পোস্ট)

#গাছ_লাগাই

22/04/2024

فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ﴿۵﴾
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।"🌿

~ আল-ইনশিরাহ

ফ্রেন্ডশীপ 🤝 🫠মেনশন ইওর ভালো বন্ধু😁
19/04/2024

ফ্রেন্ডশীপ 🤝 🫠
মেনশন ইওর ভালো বন্ধু😁

এমন নাটক, সিনেমায় আমি অভিনয় করি না, যেখানে অভিনয় করলে, আমি আমার নাটক বা সিনেমা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দেখত...
18/04/2024

এমন নাটক, সিনেমায় আমি অভিনয় করি না, যেখানে অভিনয় করলে, আমি আমার নাটক বা সিনেমা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারবো না।

অভিনয় করি বলে কি, আমার সামাজের প্রতি কোন দায়িত্ব নাই, অভিনয় করি বলে কি আমার সামাজিক মূল্যবোধ নাই, আমি কি চেষ্টা করবো না, ভালো মানের দর্শক তৈরি করার।

অল্প কথায় বলি, অনেক মানুষকে নিয়ে নিচে নামা সহজ কিন্তু উপরে ওঠা কঠিন।

শুধু মাত্র টাকার জন্য আমি মানুষের রুচি বোধ নস্ট করে সবাইকে নিয়ে, নিচে নামতে পারবো না।

বিখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু 🗣️

Well said 👍👏🏻

18/04/2024

رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

"রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা"

অর্থ: হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fact Brainbites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share