Shanti Kunjo

Shanti Kunjo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shanti Kunjo, Digital creator, Bangladeshi, Khagrachhari.

হৃদয়ের দর্পণ কলুষিত—তাই সম্মুখেও দেখি অন্ধকার।সুমহান মর্যাদায় অধিষ্ঠিত, অন্তরের নিরীক্ষক, স্রষ্টার গুণে গুণান্বিত,ঐশ্বরি...
07/04/2025

হৃদয়ের দর্পণ কলুষিত—তাই সম্মুখেও দেখি অন্ধকার।
সুমহান মর্যাদায় অধিষ্ঠিত, অন্তরের নিরীক্ষক, স্রষ্টার গুণে গুণান্বিত,ঐশ্বরিক সৌন্দর্যের ধারক সেই প্রাণপ্রতিম মুর্শিদের পদতলে আমার মস্তিষ্ক অবলীলায় নত হয়ে আসে।
তবুও অন্তরের গহীন কুঠুরিতে আলো পৌঁছায় না।
হৃদয়ের হাহাকার যেন বিস্ফোরণের আগে জমে থাকা এক অদৃশ্য শব্দ—
স্পষ্টভাবে শুনতে পাই প্রতিটি কম্পন।
অভাগা আমি, হতভাগা—সম্মুখে আলো থাকা সত্ত্বেও বক্ষের এই অন্ধকার নিভাতে পারিনি।
নির্বোধ, কপট, অপবিত্র এই সত্তা
স্রষ্টার সৌন্দর্য ধারণে বারবার ব্যর্থ হয়ে
কেবলই কপটতার মুখোশ উন্মোচন করে।
স্রষ্টা—তাঁর সৃষ্টিতে অনুপম, অতুলনীয়।
তবে এই সৃষ্টির অন্তর্নিহিত কৌশল,
তাঁর নিপুণ চক্রের বোধ আমি আয়ত্ত করতে পারিনি।
এই ব্যর্থতা, এই নিষ্ফল জীবন—
নিজেই নিজেকে দগ্ধ করবে, ভস্ম করে দেবে।
এই অন্তর্জ্বালার দাবদাহ হবে অসহনীয়—
প্রখর এক নৈঃশব্দ্যে জ্বলবে প্রতিটি অণু।
অধম কাঙ্গাল,
মো.রায়হান ইসলাম।

আলহামদুলিল্লাহ আজ ১৫/২/২৫ ইংরেজি রোজ শনিবার  বখ্তপুর সৈয়দ বাড়ীতে অবস্থিত  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বখ্তপুর...
15/02/2025

আলহামদুলিল্লাহ
আজ ১৫/২/২৫ ইংরেজি রোজ শনিবার বখ্তপুর সৈয়দ বাড়ীতে অবস্থিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বখ্তপুর ঝর্ণা দিঘির পাড় শাখার দায়রা শরীফে তশরিফ আনেন আওলাদে রাসুল (স:) আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী রাহবারে আলম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম)।

25/01/2025

আজ হিজরীর ২৫শে রজব নবীবংশের সপ্তম নক্ষত্র ইমাম মুসা বিন জাফর আল কাযিম (আ.)এর শাহাদাত দিবসে সকল অনুসারীদেরকে জানাই আন্তরিক শোক-সমবেদনা ও মহান সত্তার শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম।

নদীমপুর নিবাসী ইনস্পেক্টর মৌলভী মুহাম্মদ ইউনুচ মিয়া ও নানুপুর নিবাসী মৌং সৈয়দ আবু তাহের মিয়া কলিকাতা আলিয়া মাদ্রাসার অবস...
24/01/2025

নদীমপুর নিবাসী ইনস্পেক্টর মৌলভী মুহাম্মদ ইউনুচ মিয়া ও নানুপুর নিবাসী মৌং সৈয়দ আবু তাহের মিয়া কলিকাতা আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত মোদাররেছ কুতুবে জমান হযরত মওলানা শাহছুফী শফিউল্লাহ (রা.) সাহেবের খেদমতে হাজির হলে তিনি তাহাদের বাড়ী কোথায় জিজ্ঞেস করেন, তারা চট্টগ্রাম বলার উত্তরে শাহ সাহেব বলেন, "হযরত শাহ আহমদুল্লাহ (কঃ) কে চিন? তারা প্রতিউত্তরে বলেন, হুজুর চিনি।
তখন তিনি জজবার হালতে বলতে লাগলেন, "মিয়া চিন! কিরুপ চিন? ছয়শত বৎসরের মধ্যে তাহার মতো এইরুপ অলীউল্লাহ পৃথিবীতে আসেন নাই।"

হিসাব করিলে দেখা যায়, হযরত পীরানে পীর শাহে বাগদাদী (কঃ) এবং গরীবে নেওয়াজ হযরত সোলতানুল হিন্দ শাহে আজমিরী (কঃ) ছাহেবদ্বয়কে লক্ষ্য করে যেন ছয়শত বৎসর বলেছেন।
যা বেলায়তে ওযমার দায়রার দুরত্বের পরিপোষক।
- [বেলায়তে মোতলাকা]

আগামীকাল মহান ১০ মাঘ
আওলাদে রাসূল صلی اللہ علیہ وسلم, বাদশাহ-এ বেলায়তে মোতলাকায়ে আহমদী, ইলাহি বেহুরমতে মতলুবুত তুলেবিন, ছেরাজুস সালেকীন, যুবদাতুল আরেফিন, সুলতানুল মোক্বাররবিন, কুতবুস সামাওয়াতি ওয়াল আরদ্ধিন, নূরুল আলম, খাতেমুল বেলায়তে ওজমা, ফরদুল আফরাদ, চেরাগে উম্মাতানে আহমদী, গাউসুল আলামিন, ইমামুল আউলিয়া, গাউসুল আযম হযরত মওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৯তম পবিত্র উরশ শরিফ
হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)'র পারিবারিক আবাসস্থলের সম্প্রসারিত অংশ এবং হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারীর আওলাদগণের আবাসস্থলের মধ্যে ''বড়ঘর'' খ্যাত গাউসিয়া হক মনজিলে মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উন্মুক্ত দাওয়াত প্রদান করেছেন হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারীর বংশীয় ও আধ্যাত্মিক উত্তরাধিকারী আওলাদ সাজ্জাদানশীন শাহযাদা হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
আসুন, সকলে জেয়ারতের কাফেলায় সামিল হই, আওলাদে রাসুল (দ.) এর দোয়া লাভ করি এবং উন্মুক্ত তাবাররুকাত গ্রহনের মাধ্যমে শারীরিক ও আত্মিক শেফার নেয়ামত গ্রহন করি।
আল্লাহ পাক আমাদের সকলের হাজিরীকে কবুল করুন, আমিন।।

শায়খ গাউসুল আযম মুহিউদ্দীন আবদুল কাদের জিলানী কঃ এর পবিত্র যবান হতে নিঃসৃত বাণীতে তারই বন্ধুর (হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ...
20/01/2025

শায়খ গাউসুল আযম মুহিউদ্দীন আবদুল কাদের জিলানী কঃ এর পবিত্র যবান হতে নিঃসৃত বাণীতে তারই বন্ধুর (হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ক. এর) বর্ণনা -

'বাহজাতুল আসরার' গ্রন্থে পূর্ণ সনদ সহকারে বর্ণিত আছে, ৫৬১ হিজরীতে মুহাররাম মাসের শেষভাগে গাউসে আযম দস্তগীর মাহবুবে সোবহানী শায়খ আবু মুহাম্মাদ মুহিউদ্দীন আব্দুল ক্বাদের জিলানী আশ-শাফেয়ী আল-হাম্বলী আল-গিলানী رضي الله تعالى عنه কুরসি/চেয়ারে উপবেশন করে নিম্নোক্ত বক্তব্য প্রদান করেন। শায়খ আবুল কাসেম বিন আবুবকর আহমদ ইবনে আবি সা'আদাত আহমদ ইবনে কারাম ইবনে গালিব আল বুন্দালিজী (মূলত বাগদাদী) বর্ণনা করেন, শায়খ আবু মুহাম্মাদ মুহিউদ্দীন রাঃ বলেন,
—“আমার ক্বলব আল্লাহর ﷻ কুদরতি জ্ঞানের নিকট এমনভাবে গোপনীয় অবস্থায় রাখা আছে যেন তা সৃষ্টির এক কোণা । আর সেখানে আল্লাহ ﷻ এঁর দরজায় (আমার ক্বলব) একজন ফেরেশতা (স্বরূপে) আছে , আমার যুগের প্রত্যেক আগমনকারীর জন্য তাকে(ঐ ফেরেশতারূপী আমার ক্বলবকে) কিবলা হিসাবে প্রকাশ করা হয়েছে । আর আমি (আল্লাহর রহস্যের) বন্ধ দরজাগুলোর (দরজার অপর পাশে বা) ওই পাশে ভালবাসা ও নৈকট্যের বিছানায় গিয়ে বসে যাই এবং এমনভাবে (বসে আছি যেন) বাদশাহর মত । ঐ বাদশার (স্বরূপতা এমন যে তার) একজন (মু'আনিস গুণসম্পন্ন) বন্ধু রয়েছেন, যিনি মানুষের গুপ্ত রহস্য সম্পর্কে জ্ঞাত রয়েছেন এবং মানুষের অন্তরের দিকে দৃষ্টিপাতকারী। আল্লাহ ﷻ তাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখার (অর্থাৎ রব হিসেবে পরিগণিত করার) অপবিত্রতা হতে পরিচ্ছন্ন করে দিয়েছেন (ফলে সেই বন্ধুটি বেলায়তের সর্বোচ্চ দরজায় উন্নীত হয়েছেন)। অবশেষে তিনি (বন্ধুটি) নিজেই এমন একটি ফলকে পরিণত হয়েছেন, যার উপর লাওহে মাহফূযের লেখনী সমূহ মুদ্রিত হয় (অর্থাৎ আল্লাহ তাকে বিশেষ ইলহাম করেন)। তার যুগের লোকজনের বিভিন্ন বিষযয়াদির উপর নিয়ন্ত্রণের কর্মভার তাকে সোপর্দ করা হয়েছে। তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে — "যাকে ইচ্ছা প্রদান করুন এবং যাকে ইচ্ছা না বলুন"— এর। গায়বের ভাষায় তাকে বলেছেন, “তোমাকে আমি আমার নিকট মর্যাদার আসনে আসীন করিয়েছি, বিশ্বস্ত।” তাকে আহলে ইয়াকীনের রূহসমূহের সাথে ইহকাল ও পরকালের সাথে রাখা হয়েছে যেন সৃষ্টি ও স্রষ্টার মাঝখানে (তিনি সেতুবন্ধনকারী স্বরূপ), প্রকাশিত ও অপ্রকাশিতের মাঝখানে (সমন্বয়কারী স্বরূপ) এবং জ্ঞাত ও অজ্ঞাতের মাঝখানে (পার্থক্য স্বরূপ)।(আল্লাহ) তার জন্য চারটি চেহারা বানিয়েছেন যার একটি দিয়ে তিনি দুনিয়া দেখেন, একটি দিয়ে আখিরাত দেখেন, একটি দিয়ে সৃষ্টিজগৎকে দেখেন এবং অপরটি দিয়ে সৃষ্টিকর্তা দেখেন। তাকে আল্লাহর যমীনসমূহে এবং তার জীবদ্দশাতেই প্রতিনিধি বানানো হয়েছে । যখন তাকে দিয়ে কোনো কাজ করানোর ইচ্ছাপোষণ করানো হয়, তখন তাকে এক সুরত থেকে অন্য সুরতে, এক রূপ হতে অন্যরূপে বদলে দেয়া হয়। অতঃপর তাকে রহস্যের ভাণ্ডারগুলো সম্পর্কে জানানো হয়। কেননা তিনি বিশ্ব-রাজ্যে অনন্য (মর্যাদায় উন্নীত) এবং তার নবীর প্রতিনিধিও। তাকে আল্লাহর রাজ্যেসমূজের উপর নিজ যুগের আমানতদার বানানো হয়েছে। সর্বোপরি, প্রতি রাতে আল্লাহর ৩৬০খানা রহমতের দৃষ্টি তাঁর প্রতি নিবদ্ধ হয়ে থাকে।”
[বাহজাতুল আসরার ওয়ামা দীনূল আনওয়ার,আল্লামা শাত্বনুফী রহ.(৭০৩হি),৫৫পৃষ্ঠা,দারুল কুতুব ইলমিয়্যাহ]
এখানে একটা উক্তি লক্ষনীয়—
والملك الفرد له مؤانس
'আল-মালাক' দ্বারা 'বাদশাহ' বা ঐ ফেরেস্তাকে বুঝানো হয়েছে।
'ফরদ' শব্দের অর্থ একাকিত্ব বা একা, আল-ফরদ দ্বারা ঐ একা ব্যক্তিটিকে বিশেষায়িত করা হয়েছে। অর্থাৎ 'ঐ বিশিষ্ট ব্যক্তিটি'।
যেমন الْمَلَكِيَّةُ الْفَرْدِيَّةُ /'মালাকিয়াতুল ফরদিয়াহ' দ্বারা
একচ্ছত্র আধিপত্য বুঝায়।
আর 'মুওয়ানিস' শব্দের অর্থ করা হয়েছে লাত্বিফ/আলিফ (أَلِيف/لَطِيف)। 'বন্ধুসুলভ','বন্ধুভাবাপন্ন', 'অমায়িক আচরণ সম্পন্ন'। 'লাত্বিফ' এর এক অর্থ 'জামিল' বা 'সুন্দর' তথা 'সৌম্যতার প্রতীক'।
সুতরাং গাউসে আযম দস্তগীর রাঃ স্পষ্টভাবেই তার বিশেষ এক বন্ধুর কথা উল্লেখ করেছেন। সে বন্ধুর গুণাবলিও উল্লেখ করেছেন। এই বন্ধুর বৈশিষ্ট্যাবলি ছরকার সৈয়্যদি ওয়া সানাদী গাউছুল্লাহিল আযম মাইজভাণ্ডারী কঃ এর সাথে মিলে যায়। 'ফুসুস আল হিকম' গ্রন্থে শায়খুল আকবর মুহিউদ্দীন ইবনুল আরাবী রাঃ এর ভবিষ্যদ্বাণির সাথে মিল সম্পন্ন 'খাতিমুল বিলায়াত' এর মর্যাদা হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী কঃ এর পবিত্র সত্ত্বাতেই পূর্ণরূপে প্রতিফলিত হয়।
আবার গাউসে পাক শায়খ আব্দুল কাদির গিলানী কঃ কে কোনো আউলিয়া কখনো 'ভাই', 'বন্ধু' এসব ডাকে সম্বোধন করেননি।উনাকে সবাই শায়খুল মাশায়েখ, কুতুবে রব্বানী, গাউসে সামাদানী, কুতুবুল আউলিয়া ইত্যাদি নামেই ডেকেছেন। অথচ বন্ধুত্বের প্রগাঢ়তা দেখিয়ে হযরত গাউসে মাইজভাণ্ডারী কঃ বলেছেন—
''আমি মক্কা শরীফ গিয়া দেখিলাম রসুল ﷺ এর 'ছদর' মুবারাক (বক্ষস্থল) এক অনন্ত দরিয়া (আলাম নাশরাহ লাকা ছদরাকা)।আমি এবং আমার ভাই পীরানে পীর ছাহেব ঐ দরিয়াতে ডুব দিলাম"।
“রাসুলুল্লাহ ﷺ.এর কাছে দুটি টুপি ছিল। একটি আমার মাথায় অপরটি আমার ভাই পীরানে পীর সাহেবের মাথায় দিয়েছেন।”

(বেলায়তে মোতালাকা,আয়না-ই-বারী প্রভৃতি দ্রষ্টব্য)।

ইমাম শেরে বাংলা (রহ.) বলেন,
"ছরওয়ারে কাওনাইন ﷺ এর নিকট দুইটি তাজ/ মুকুট ছিলো
নিশ্চয়ই তার মধ্যে একটি গাউসুল আযম মাইজভাণ্ডারী রাঃ এর শির/মস্তক মুবারকে পরানো হয়েছে।"

এরকম আরো বহু বহু উদাহরণ দ্বারা প্রমাণিত হয়, এবং যুগের বিদগ্ধ 'সাহিবুল কাশফ' এর অব্যর্থ কাশফের দ্বারা এটা স্পষ্ট হয় যে, নবীজী ﷺ এর ফয়েজ হতে গাউসুল আযম মাইজভাণ্ডারী কঃ 'গাউসুল আযমিয়ত' এর সম্মানে উপনীত এবং তার সাথে গাউসুল আযম জিলানী কঃ এর সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বের দ্বারা স্থাপিত।
শান্তিকুঞ্জ
Shanti Kunjo
Shanti Kunjo

© AR Raffehaan

Emdad Bin হুক

12/01/2025

১০ দিনব্যাপী কর্মসূচির ২য় দিবস ১০ জানুয়ারী ২০২৫ খ্রি. শুক্রবার:
মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী একাডেমীর উদ্যোগে আয়োজিত সপ্তদশ শিশু কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আশীষ বাণী প্রদান করেন-
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী
সাজ্জাদানশীন, গাউসিয়া হক মনজিল

ম্যানেজিং ট্রাস্টি, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট
মাইজভাণ্ডার শরিফ, চট্টগ্রাম।

Shahanshah Hazrat Syed Ziaul Huq Maizbhandari Trust
Shanti Kunjo
Shanti Kunjo

10/01/2025

গাউসুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)'র ১১৯ তম উরস শরিফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট এর ১০ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে অনুষ্ঠিত সপ্তদশ শিশু কিশোর সমাবেশে আগত সকল ব্যাক্তিদের উদ্দেশ্যে-দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী, গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি, ৩১ তম আওলাদে রাসূল (দ.), রাহবারে আলম, হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)'র শুভেচ্ছা বাণী।

Shanti Kunjo

12/10/2024

শাহানশাহের রাজকন্যার রাজকীয় বিদায় 🥲🥲🥲

সকল আউলাদে পাকের উপস্থিতি ও লাখো আশেক ভক্তের অংশগ্রহণের মাধ্যমে হুজুর গাউছুল আযম মাইজভাণ্ডারী কঃ এর শাহী ময়দান হতেই বিদায়ী সংবর্ধনা 🥲🥲🥲🥲

আহ রাজ কন্যার বিদায়ে মানুষের ঢল নেমেছিল সাথে লাখো চোখের জল।।মনে পড়তেই ভেতরে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে।।

আম্মাজানের বিদায়ের পর এই বিদায় আশেক ভক্তের অন্তর হু হু করে কেদেঁছে,ইতিহাস হয়ে থাকবে এই বিদায়ী সংবর্ধনা।।।

১৯৮৮ সালের ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ মাইজভান্ডারী (ক:) এর জানাজা শরীফ মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের ২৬ আশ্বিন শাহানশাহ মাইজভান্ডারীর ওরশ শরীফে তাঁহার বড় মেয়ে সৈয়দা জেবুন্নাহার বেগম (রা:) এর জানাজা শরীফ মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বাবা ও মেয়ের দুনিয়া থেকে পর্দা একই দিনে ২৬ আশ্বিনকে এক মহান উপলক্ষ্য করে ।

২০২৪ সালের ২৬ আশ্বিনের জানাজা শরীফের চিত্র ১৯৮৮ সালের ২৬ আশ্বিনের জানাজা শরীফকে স্মরণ করিয়ে দেয়।

আলোকসজ্জা বাব-এ-শাহানশাহ হক ভাণ্ডারী (ক.)
09/10/2024

আলোকসজ্জা বাব-এ-শাহানশাহ হক ভাণ্ডারী (ক.)

Address

Bangladeshi
Khagrachhari

Telephone

+8801683649741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanti Kunjo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanti Kunjo:

Share