
29/07/2025
শ্রীমঙ্গল সকল 5স্টার হোটেল তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে দেওয়া হলো :
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ
সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে (Grand Sultan Tea Resort & Golf) আট ধরণের বিভিন্ন শ্রেণীর মোট ১৩৫ টি কক্ষ রয়েছে। গ্র্যান্ড সুলতানের সর্বনিন্ম রুম ভাড়া কিং ডিলাক্স ৩১,১০০ টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিডেন্সিয়াল সুইট ১,১০,০০০ টাকা। তবে বিভিন্ন সময় এবং উপলক্ষে রুম ভাড়ার উপর ডিসকাউন্টের ব্যবস্থা।
যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
রিজার্ভেশন এর জন্যেঃ +88 09678785959, +88 01730 793501-4,
কর্পোরেট অথবা গ্রুপ ইভেন্টের জন্যেঃ +88 01730 793555
আমেরিকাঃ +17182456765
যুক্তরাজ্যঃ +447024060680
জাপানঃ +819098182749
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
দুসাই রিসোর্ট এন্ড স্পা
দুসাই রিসোর্ট এন্ড স্পা (DuSai Resort & Spa) তে হোটেল ও ভিলা নামের ২ ক্যাটাগরির রুম চালু আছে। হোটেল ক্যাটাগরির রুম এক রাতের জন্য বুকিং দিতে শ্রেনীভেদে নূন্যতম ১৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮,০০০ টাকা খরচ করতে হয়। আর ভিলায় এক রাত কাটাতে শ্রেনীভেদে নুন্যতম ১৬,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত লাগে।
যোগাযোগ
নিতেশ্বর, গিয়াশনগর, মৌলভীবাজার
ফোন: +880 861 64100
হটলাইন: +8801617 005511
ই-মেইল : [email protected]
Website | Facebook
Google Map Location
নভেম ইকো রিসোর্ট
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রেখে তৈরি নভেম ইকো রিসোর্টের (Novem Eco Resort) যেকোন একটি কক্ষ ভাড়া নিতে খরচ হবে ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
বিষমনি, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01709882001, 01709882000
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location
বালিশিরা রিসোর্ট
বালিশিরা রিসোর্ট (Balishira Resort) শ্রীমঙ্গল এর রাধানগর এ অবস্থিত একটি পরিবেশ বান্ধব ও বিলাসবহুল রিসোর্ট। এটি শ্রীমঙ্গলের পাহাড়, সংরক্ষিত বন এবং চা বাগান এলাকায় নিয়ে অবস্থিত। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ৫,৯০০ টাকা থেকে ৯,৭০০ টাকা। বিভিন্ন সিজন ও দিবস উপলক্ষে প্রায়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। মোটামুটি বাজেটের কোন রিসোর্টে থাকতে চাইলে বেছে নিতে পারেন বালিশিরা রিসোর্ট।
যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01766557760
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location
টি ভিলা লাক্সারি রিসোর্ট
টি ভিলা লাক্সারি রিসোর্ট (Tea Villa Luxury Resort) শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ভৈরবগঞ্জ বাজার এ অবস্থিত একটি লাক্সারি রিসোর্ট। টি ভিলা লাক্সারি রিসোর্টে ৪ ক্যাটাগরির রুমে ২ জনের জন্য প্রতি রাত থাকতে খরচ হবে ৬,০০০ টাকা থেকে ২৭,০০০ টাকা পর্যন্ত। এছারাও এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, জাকুজি, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বার্বিকিউ করার সুবিধা সহ অন্যান্য সকল আধুনিক সুবিধা।
যোগাযোগ
মাজদেহী ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01712993633, 01716833636
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
রয়েল গ্রীন রিসোর্ট
রয়েল গ্রীন রিসোর্ট (Royal Green Resort) সিলেট-মৌলভীবাজার হাইওয়ের কাছে রাজাপুর গ্রামে অবস্থিত একটি প্রকৃতি বান্ধব রিসোর্ট। শহুরে জীবন থেকে মুক্তি পেতে এই রিসোর্ট হতে পারে আদর্শ গন্তব্য। রয়েল গ্রীন রিসোর্টে প্রতি রাত থাকার জন্য খরচ হবে ৫,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা।
যোগাযোগ
রাজাপুর, সিলেট-মৌলভীবাজার হাইওয়ে, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01306 319931
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
রাঙ্গাউটি রিসোর্ট
রাঙ্গাউটি রিসোর্ট (Rangauti Resort) সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মনু নদীর শাখার পাশে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি নয়নাভিরাম রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের কারণে রাঙ্গাউটি রিসোর্ট সব সময়ই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। রাঙ্গাউটি রিসোর্টে ৪,৮০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা মূল্যের রুম পাওয়া যায়। এছারা বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষে রিসোর্টটিতে পাবেন বিশেষ মূল্য ছার।
যোগাযোগ
তালতলা বাজার, কুলাউড়া রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01780203350, 01612111388
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location
শ্রীমঙ্গল টি রিসোর্ট
প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত শ্রীমঙ্গল টি রিসোর্ট (Sreemangal Tea Resort)-এ ইকনমি রুমের নূন্যতম ভাড়ার পরিমাণ ৮,০০০ টাকা এবং এসি বাংলোর সর্বোচ্চ ভাড়া ১৭,০০০ টাকা। বাংলাদেশ চা বোর্ডের এই রিসোর্টটি চা বাগানের মাঝে অবস্থিত, যেখানে অতিথিরা চা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ইতিহাস জানতে পারেন।
যোগাযোগ
ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইলঃ 0862671207, 01712071502
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
প্যারাগন হোটেল & রিসোর্ট
প্যারাগন হোটেল & রিসোর্ট (Paragon Hotel & Resort) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক রিসোর্ট। রিসোর্টটি শ্রীমঙ্গলের প্রধান পর্যটন স্পটগুলোর কাছে অবস্থিত, যা পর্যটকদের জন্য সহজে ভ্রমণের করার সুযোগ করে দেয়। এই রিসোর্টে ডিলাক্স, সুপার ডিলাক্স ও এক্সিকিউটিভ মানের রুম রয়েছে। বিলাসবহুল এই রিসোর্টে থাকতে খরচ লাগবে হবে ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01325099966-67
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location
টি হেভেন রিসোর্ট
শ্রীমঙ্গলের টি হেভেন রিসোর্টে (Tea Heaven Resort) হামহাম, ছায়াবৃক্ষ আর ক্যামেলিয়া নামের এক্সিকিউটিভ রুম ছাড়াও ফ্যামেলি ডিলাক্স, টুইন শেয়ার, কাপল ডিলাক্স রুম রয়েছে। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ২,০০০ টাকা থেকে ৫,৫০০ টাকা।
যোগাযোগ
উত্তরসূর, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-033544, 01708033545,
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
পত্রস্নান ইকো রিসোর্ট
পত্রস্নান ইকো রিসোর্ট (Patrasnan Eco Resort) বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। পত্রস্নান ইকো রিসোর্টে প্রতি রাতের জন্য ২,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা খরচে করতে হবে।
যোগাযোগ
মোহাজিরাবাদ শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01784675166, 01777-140189, 01715393480
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
নিসর্গ ইকো-রিসোর্ট
নিসর্গ ইকো-রিসোর্ট (Nishorgo Eco Resort) “লিচিবাড়ী” ও “নীরব” নামে ২টি অংশে বিভক্ত। লিচিবাড়ী ও নীরব অংশে বিভিন্ন ক্যাটাগরির রুম নিতে খরচ হবে ২,০০০ থেকে ৪,৫০০ টাকা। এছারাও এখানে বিভিন্ন ধরনের ইকো কটেজ এবং এসি রুম রয়েছে, যা অতিথিদের আরামদায়ক থাকার ব্যবস্থা নিশ্চিত করে।
যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01766557760
ইমেইল: [email protected]
Website | Facebook
Google Map Location
লেমন গার্ডেন রিসোর্ট & স্পা
লেমন গার্ডেন রিসোর্ট & স্পা (Lemon Garden Resort & Spa) শ্রীমঙ্গলের লাউয়াছড়া রোডে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট, যা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি হানিমুন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে আদর্শ স্থান হিসেবে বিবেচিত। এই রিসোর্টে বিভিন্ন মানের লাক্সারি রুম পাওয়া যায়, ভাড়া লাগবে ৫,৮০০ থেকে ১৪,০০০ টাকা।
যোগাযোগ
লাউয়াছড়া রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01779626330
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location
গ্রীন লিফ রিসোর্ট
শ্রীমঙ্গল গ্রীন লিফ (Green Leaf Resort) প্রকৃতির কোলে অবস্থিত একটি মনোরম জায়গা যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন এবং নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই গেস্ট হাউসে ২ জনের এক রাতের জন্য থাকতে খরচ হবে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা।
যোগাযোগ
কলেজ রোড (নিউ লাইফ হাসপাতালের পাশে), শ্রীমঙ্গল
মোবাইলঃ 01316551254
ই-মেইলঃ
Website | Facebook
Google Map Location
শান্তিবাড়ি ইকো রিসোর্ট
শান্তি বাড়ি ইকো রিসোর্ট (Shanti Bari Eco Resort) শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখানে অবস্থিত একটি পরিবেশবান্ধব রিসোর্ট। এই রিসোর্টে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে খুবই চমৎকার অবসর কাটানোর সুযোগ পাবেন। এই রিসোর্টে ৪,২০০ টাকা থেকে ৫,৮০০ টাকা মূল্যের বিভিন্ন রুম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে জঙ্গল ভিলা, বেম্বু কটেজ সহ এসি রুম।
যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01716-189288
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
লিচিবাড়ী ইকো রিসোর্ট
লিচিবাড়ী ইকো রিসোর্ট (Litchibari Eco Resort) শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। এটি শহরের কোলাহল থেকে দূরে, সবুজে ঘেরা পরিবেশে নির্মিত, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এই রিসোর্টে থাকতে খরচ হবে ৩,৫০০ থেকে ৭,০০০ টাকা।
যোগাযোগ
জেরিন রোড, রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01322030429-30
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
অরণ্যের দিনরাত্রি রিসোর্ট
অরণ্যের দিনরাত্রি রিসোর্ট (Oronner Din Ratri Resort) শ্রীমঙ্গলের রাধানগর ভানুগাছ রোডে অবস্থিত। এখানে অতিথিরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরামদায়ক পরিবেশে রাত্রিযাপন করতে পারে। এই রিসোর্টে ৪ ধরনের রুম/কটেজ এ থাকতে খরচ হবে ২,৭০০ টাকা থেকে ৫,০০০ টাকা।
যোগাযোগ
রাধানগর, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-132522
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location
গ্র্যান্ড সেলিম রিসোর্ট
শ্রীমঙ্গল উপজেলার রামনগরে গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর (Grand Selim Resort & Tour) রিসোর্ট-টি অবস্থিত। থাকার জন্য গ্র্যান্ড সেলিম রিসোর্টের রুম নিতে খরচ করতে হবে ২,৯০০ থেকে ৫,৬০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
রামনগর, মনিপুরী পাড়া, শ্রীমঙ্গল
মোবাইল: 01709-883333, 01616-164066
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
সুইস ভ্যালি রিসোর্ট
বৃক্ষের শীতল ছায়ায় মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত সুইস ভ্যালি রিসোর্টের (Swiss Valley Resort) কটেজগুলোতে ২৫০০-১৫০০০ টাকা ভাড়ায় নানারকম কক্ষ আছে।
যোগাযোগ
শমশের নগর, মৌলভীবাজার
মোবাইলঃ 01786493700, 01753167216
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location
মাধবীলতা ইকো কটেজ
মাধবীলতা ইকো কটেজ (Madhabilota Eco Cottage) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। রিসোর্টটি প্রকৃতিপ্রেমী ও শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান, ভ্রমণকারীরা এখানে সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই রিসোর্ট এ থাকতে খরচ হবে ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা।
যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01725-704507
Facebook
Google Map Location
কম খরচের শ্রীমঙ্গলের বেস্ট আবাসিক হোটেল
হোটেল মেরিনা শ্রীমঙ্গল শহরে অবস্থিত হোটেল মেরিনায় এক রাত কাটাতে আপনাকে খরচ করতে হবে ৫০০ থেকে ৪০০০ টাকা। যোগাযোগ: মোবাইল: 01787-33 35 44
টি টাউন রেস্ট হাউস টি টাউন রেস্ট হাউসে এক রাতের জন্য গুনতে হবে ১০০০ থেকে ২৫০০ টাকা। মোবাইল: 01718-316202
হোটেল মহসিন প্লাজা শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত হোটেল মহসিন প্লাজায় রাত্রি যাপন করতে ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। মোবাইল: 01711-390039
হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়ালে এক রাত কাটাতে গুনতে হবে ৫০০ থেকে ২০০০ টাকা। মোবাইল: 01785509564
হোটেল আল রহমান হোটেল আল রহমানে ৮০০ থেকে ২০০০ টাকায় অনায়াসেই রাত্রিযাপন করতে পারবেন। মোবাইল: 01712-317515, 01611602108
আপনি যদি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে যে রিসোর্টেই থাকেন না কেন যাবার আগে অবশ্যই অগ্রিম বুকিং দিয়ে যাবেন।।।