Ismail Traveler

Ismail Traveler Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ismail Traveler, Digital creator, Khagrachhari.

মাসে মাত্র ১ হাজার টাকা কিস্তিতে স্বপ্নের বাড়ি নির্মাণ করুননিজের একটি স্বপ্নের বাড়ি বানানো অনেকের কাছেই যেন অধরা স্বপ্ন...
21/10/2025

মাসে মাত্র ১ হাজার টাকা কিস্তিতে স্বপ্নের বাড়ি নির্মাণ করুন

নিজের একটি স্বপ্নের বাড়ি বানানো অনেকের কাছেই যেন অধরা স্বপ্নের মতো মনে হয়। কিন্তু আপনি কি জানেন, একটু পরিকল্পনা ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে মাত্র ১ হাজার টাকা মাসিক কিস্তিতেই সেই স্বপ্ন পূরণ করা সম্ভব? চলুন দেখে নেই কিভাবে।

---

১. ছোট থেকে শুরু করুন

বাড়ি নির্মাণ শুরু করতে গেলে প্রথমেই বিশাল অঙ্কের টাকা প্রয়োজন—এমনটা নয়। আপনি চাইলে ছোট একটি বাড়ির নকশা দিয়ে শুরু করতে পারেন। ১ রুম, ১ রান্নাঘর ও ১ বাথরুমের একটি টিনশেড ঘর দিয়েও শুরু করা যায়। ভবিষ্যতে ধাপে ধাপে বাড়ি সম্প্রসারণ করা যাবে।

---

২. কিস্তিতে জমি বা প্লট কেনা

বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি ও কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে এখন খুব সহজেই কিস্তিতে জমি কেনা যায়। অনেক কোম্পানি আছে যারা মাত্র ১,০০০ টাকার কিস্তিতে প্লট দিচ্ছে। তবে ভালোভাবে যাচাই-বাছাই করে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা জরুরি।

---

৩. সাশ্রয়ী উপায়ে নির্মাণ

বাড়ি নির্মাণে খরচ কমাতে নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রাখতে পারেন:

সামান্য মজবুত ও সহজ নকশা: ঝামেলাবিহীন নির্মাণ ও কম খরচের জন্য সহজ ও কার্যকর নকশা বেছে নিন।

স্থানীয় উপকরণ ব্যবহার: স্থানীয়ভাবে পাওয়া যায় এমন ইট, কাঠ, বাঁশ, সিমেন্ট ব্যবহার করলে খরচ অনেক কমে।

নিজেই তদারকি করুন: নির্মাণ কাজ তদারকির জন্য আলাদা লোক রাখলে খরচ বাড়ে, নিজেরা সময় দিতে পারলে খরচ বাঁচে।

---

৪. গৃহঋণ সুবিধা

বিভিন্ন ব্যাংক ও এনজিও মাসিক কিস্তিতে গৃহঋণ দিচ্ছে। আপনি চাইলে ১,০০০ টাকা মাসিক কিস্তিতে ছোট একটি গৃহঋণ নিতে পারেন। শর্ত অনুযায়ী কিস্তির পরিমাণ ধীরে ধীরে বাড়লেও শুরুতে খুব সহজেই ম্যানেজ করা সম্ভব।

---

৫. জমা দিন ধাপে ধাপে

প্রতিমাসে ১,০০০ টাকা করে জমান। বছরে ১২,০০০ টাকা জমবে। ৩ বছরে ৩৬,০০০ টাকা দিয়ে সহজেই টিনের ছাউনি ও সিমেন্টের মেঝে দিয়ে একটি ছোট ঘর বানানো সম্ভব। সময়ের সঙ্গে সঙ্গে উপার্জন বাড়লে বাড়িটিও বড় করা সম্ভব হবে।

---

উপসংহার

স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য লাখ লাখ টাকা দরকার—এই ধারণা এখন আর প্রাসঙ্গিক নয়। ইচ্ছা, ধৈর্য, পরিকল্পনা এবং ধাপে ধাপে এগিয়ে চলার মানসিকতা থাকলে মাত্র ১ হাজার টাকার কিস্তিতেও আপনি নিজের মাথা গোঁজার ঠাঁই তৈরি করে নিতে পারেন। আজ থেকেই সঞ্চয় শুরু করুন, পরিকল্পনা করুন—স্বপ্নকে বাস্তবে রূপ দিন।

বাংলাদেশের সকল জেলায় সুদ ছাড়া মাসিক কিস্তিতে বাড়ি করতে চাইলে নিচে কোম্পানির ঠিকানা ও মোবাইল নাম্বার সহ দেওয়া হলো 🏠 সুদ ছ...
21/10/2025

বাংলাদেশের সকল জেলায় সুদ ছাড়া মাসিক কিস্তিতে বাড়ি করতে চাইলে নিচে কোম্পানির ঠিকানা ও মোবাইল নাম্বার সহ দেওয়া হলো

🏠 সুদ ছাড়াই মাসিক কিস্তিতে নিজের বাড়ি করার সুযোগ!
আপনি কি বাংলাদেশের যেকোনো জেলায় বাড়ি করতে চান? এখন ঘর হবে নিজের, কোনো সুদের চিন্তা ছাড়া!

👉 সুদবিহীন মাসিক কিস্তিতে বাড়ি করার সুযোগ
👉 সহজ শর্তে আবেদন
👉 দেশের সকল জেলা থেকে আবেদন গ্রহণযোগ্য

বিশ্বাস আর স্বপ্ন মিলিয়ে গড়ি নিজের ঠিকানা 🏡

যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে

01898802201-আব্দুল হালিম
01898802202- ফাতেমা
01898802211-নাইম
01898802224-অনিক
01898802223-সানজিদা
01898802221-হিমেল

🏢 অফিস ঠিকানা:
Level-2, House - 3/12, Block-B, Humayun Road, Mohammadpur, Dhaka-1207

সতর্কীকরণ:এখানে দেওয়া সকল তথ্য সংগৃত তাই নিজ দ্বায়িত্বে যাচাই বাছাই করে সিদ্ধন্ত নিন। টাকার লেনদেন থেকে বিরত থাকুন।

#বাড়ি #ঘর #সুদবিহীনকিস্তি #বাংলাদেশ

সাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নামবারকি কি খাবেন বিস্তারিত নিচে দেওয়া হলো :প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে সাজেক খাগ...
21/10/2025

সাজেকের ১৫টি রিসোর্টের তালিকা ও মোবাইল নামবার
কি কি খাবেন বিস্তারিত নিচে দেওয়া হলো :

প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে সাজেক খাগড়াছড়ি ভ্রমণ মাত্র ৩৫০০টাকা
যা যা প্যাকেজে থাকবে
✅+ ৫ভেলা খাবার
✅আপ-ডাউন বাস ভাড়া
✅২দিনের জন্য চাদের গাড়ি
✅ ১রাত রিসোর্টে থাকা
✅ সকল খরচ আমাদের

আমাদের অফিস ঢাকা সায়দাবাদ
যোগাযোগ 01643179211
WhatsApp 01643179211

সাজেকের সেরা ১৫ টি রিসোর্ট ও কটেজ | সাজেক রিসোর্ট মোবাইল নাম্বার

আলোচনার প্রথমেই দেখে এক নজরে নেই সাজেক রিসোর্ট তালিকা:

রিসোর্ট রুংরাং
সাজেক রিসোর্ট
রুন্ময় রিসোর্ট
মেঘপুঞ্জি রিসোর্ট
মেঘ মাচাং রিসোর্ট
লুসাই কটেজ
জুম ঘর ইকো রিসোর্ট
সাম্পারি রিসোর্ট
আদ্রিকা ইকো রিসোর্ট
ট্রিনিটি রিসোর্ট
মেঘাদ্রি ইকো রিসোর্ট
রুলুই রিসোর্ট
ছায়ানীড় ইকো রিসোর্ট
ম্যাডভেঞ্চার রিসোর্ট
চাঁদের বাড়ি রিসোর্ট

১। রিসোর্ট রুংরাং রিসোর্ট, সাজেক

সাজেকের বেস্ট রিসোর্ট বলা হয় রিসোর্ট রুংরাংকে। চমৎকার ডিজাইনে করা এই রিসোর্টে রয়েছে ৪টি কাপল রুম এবং ৪ টি ডাবল রুম। ছুটির দিন ভেদে এই রুমগুলোর ভাড়া উঠা-নামা করে। ছুটির দিনে কাপল রুমের ভাড়া পড়বে ৩০০০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা। আর অন্যান্য দিনে কাপল রুম গুলো ২৫০০ টাকায় এবং ডাবল রুম গুলো ৩০০০ টাকায় পেয়ে যাবেন।

সুবিধা:

চমৎকার রুমসজ্জা।
পূর্ব পাশে খোলা বারান্দা।
ইলেকট্রনিক সুবিধা।
উন্নতমানের ওয়াশরুম ব্যবস্থা।
রুম সার্ভিস।
রুম এবং বেলকনি থেকেই ভিউ দেখার চমৎকার সুযোগ।

আপনি যদি সাজেক যেয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

এছাড়া আপনি চাইলে সোশাল মিডিয়া ফেসবুকেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
২। সাজেক রিসোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট সাজেকের অন্যতম সুন্দর একটি রিসোর্ট। সেনাবাহিনী পরিচালিত বলে অন্যান্য রিসোর্টের তুলনায় ভাড়া বেশি হলেও সুযোগ সুবিধাও তেমন মানের। এই রিসোর্টের রুম গুলোর ভাড়া শুরু হয় ১০০০০ টাকা থেকে। সর্বোচ্চ ভাড়া ১৫০০০। এসি ও নন-এসি রুমভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।

তবে কখনো কখনো ভাড়ার পরিমাণ সামান্য কম বেশি হয়ে থাকে।

সুবিধা:

এসি ও নন-এসি রুম
রুম সার্ভিস
ওয়াই-ফাই নেটওয়ার্ক
খাবারের ব্যবস্থা।
প্রাইভেট বেলকনি।
নান্দনিক রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও ইলেকট্রনিক সুবিধা।
রুম ও বেলকনি থেকে চমৎকার ভিউ দেখার সুবিধা।

এইসব সুযোগ সুবিধার পাশাপাশি কোনো সেনা কর্মকর্তা বা প্রথম শ্রেণীর সরকারী অফিসারদের জন্য সাজেক রিসোর্টে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে।

আপনি যদি সাজেকের এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:

সাজেকের আরেকটি অনিন্দ্য সুন্দর রিসোর্ট হলো রুনময় রিসোর্ট। এটি বাইরে থেকে দেখতে যেমন অসাধারণ তেমনি এর আভ্যন্তরীণ সাজসজ্জাও নজর কাড়বে আপনার। দোতালা এই রিসোর্টটিতে রয়েছে ৫ টি রুম। প্রতিটি রুমে থাকতে পারবেন দুইজন করে। এই রিসোর্টটিও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত। রুনময়ের রুমভাড়া দোতালা এবং নিচতলা ভেদে ভিন্ন হয়। দোতালার কামরা গুলো আপনি ৪৯৫০ অর্থাৎ প্রায় ৫০০০ টাকায় পেয়ে যাবেন। আর নিচতলার কামরা গুলোতে থাকলে চাইলে আপনার গুণতে হবে প্রায় ৪৪৫০ টাকা। তবে আপনি যদি অতিরিক্ত বেড নিতে চান তাহলে দোতালা এবং নিচতলা উভয়ের জন্যই আপনার পকেট থেকে বেরিয়ে যাবে নগদ ৬০০ টি টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো এর সুযোগ সুবিধা ভিআইপি মানের। কিছু সুবিধা আমাদের লেখায় তুলে ধরছি:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা।
টেলিভিশন দেখার সুবিধা।
অত্যাধুনিক মানের রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
বেলকনি থেকে সাজেকের ভিউ দেখার সুযোগ।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার: ।
৪। মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি চমৎকার রিসোর্ট এর নাম মেঘপুঞ্জি রিসোর্ট। এই রিসোর্টটি এতই চমৎকার যে একবার গেলে মনে হবে থেকেই যাই। এর বিশেষ দিক হচ্ছে, রিসোর্টটি বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরী করা হয়েছে। অন্যান্য রিসোর্টের মতো ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স না বরং চারটি সুন্দর কটেজ দিয়ে এই রিসোর্টটি বানানো। কটেজ গুলোর নামও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যের মতো মায়া জড়ানো। মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ গুলো হলো: তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা।

এসব কটেজের ভাড়াও ছুটির দিন এবং অন্যান্য দিন ভেদে আলাদা হয়ে থাকে। মেঘপুঞ্জির কটেজ গুলোর মধ্যে তারাশা ব্যতিত বাকি তিনটি কটেজ ছুটির দিনে ৫৫০০ এবং অন্যান্য দিনে ৫০০০ এ পেয়ে যাবেন।

তারাশার জন্য ছুটির দিনে গুণতে হবে ৬০০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৫৫০০ টাকায় পেয়ে যাবেন।

তবে, এই রিসোর্টটি এতই জনপ্রিয় যে আপনি যদি সাজেক এসে এখানে থাকতে চান তাহলে বুকিং দিতে হবে প্রায়ই মাসখানেক আগে। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন যা কাঠ, বাঁশ এবং গ্লাস দিয়ে করা।
উন্নত মানের রেস্ট রুম।
ওয়েলকাম ড্রিংকস।
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
রুম সার্ভিস।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা।
ঘুরে দেখার জন্য বিশাল জায়গা।
রাতে চমৎকার লাইটিং এর ব্যবস্থা।
নিরাপত্তার নিশ্চয়তা।

সাজেকের চমৎকার এই রিসোর্টটাতে থাকতে চাইলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার :


ফেসবুক
ওয়েবসাইট লিংক

৫। মেঘ মাচাং রিসোর্ট, সাজেক

নাম শুনেই মনে হচ্ছে না মেঘ দিয়ে মাচা বানানো হয়েছে বসার জন্য। আসলেও এমনই! জি পাঠক, মেঘ মাচাং রিসোর্টটি সাজেকের আরেকটি জনপ্রিয় রিসোর্ট। সাজেকের রুইলুই পাড়ায় অবস্থিত এই রিসোর্টটিতে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে পাঁচটি কটেজ।

যার এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। এই ডিজাইনের উপর ভিত্তি করে কটেজের ভাড়া কম বা বেশি হয়ে থাকে। বাঁশ নির্মিত কটেজের ভাড়া সাধারণত ৩৫০০ যা ছুটির দিন গুলোতে বেড়ে দাঁড়ায় ৪০০০ এ। আর কাঠের তৈরী কটেজ গুলোর সাধারণ ভাড়া ৪০০০ যা ছুটির দিনে ৪৫০০ তে বৃদ্ধি পায়। এই রিসোর্টের সুবিধা গুলো হলো:

সুবিধা:

চমৎকার বাহ্যিক ও রুমসজ্জা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ এর ব্যবস্থা।
খাবারের ব্যবস্থা।
আধুনিক সুবিধা সম্পন্ন রেস্টরুম ফ্যাসিলিটি।
প্রাইভেট বেলকনি।
মিজোরাম মুখী বেলকনি থেকে সাজেকের অপূর্ব ভিউ দেখার সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক ঘুরতে গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:


ফেসবুক পেজ

৬। লুসাই কটেজ

সাজেকের আরেকটি সুন্দর কটেজ হলো লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট এর বিপরীত পাশেই এর অবস্থান। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ গ্রুপ ট্যুর গ্রুপ বিডি বা টিজিবি পরিচালিত রিসোর্ট এটি। অসাধারণ নান্দনিক ইন্টেরিয়র সজ্জার পাশাপাশি এই রিসোর্টের বিশেষত্ব হলো এর বিশাল খোলা বারান্দা যেখানে বসে সাজেকের ভিউ দেখার পাশাপাশি বন্ধুবান্ধব মিলে জমকে আড্ডা দেয়া যায়। এই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ছুটির দিন ভেদে এসব রুমের ভাড়া ৫০০ টা কম বেশি হয়। লুসাই কটেজের বিভিন্ন ক্যাটাগরির রুম ও তার রেগুলার ভাড়া:

লুসাই স্পেশাল রুম ৩৫০০
কাপল রুম ২৫০০
জলঘর কাপল রুম ৩৫০০
ফ্যামিলি রুম ৩০০০
গ্রুপ রুম ৪০০০
জলঘর বাইকার্স রুম ৩৫০০

এছাড়া কেউ যদি পুরো কটেজ ভাড়া নিতে চায় তাহলে তার জন্য রয়েছে বিশেষ ছাড়। এই কটেজের রয়েছে অনেকগুলো আকর্ষণীয় সুযোগ সুবিধা।

সুবিধা:

হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই কটেজে থাকতে চান তবে যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার:


ফেসবুক লিংক

৭। জুম ঘর ইকো রিসোর্ট, সাজেক

সাজেকের আরেকটি নান্দনিক রিসোর্ট হলো জুম ঘর ইকো রিসোর্ট। রিসোর্টটিতে কয়েকটি কটেজ রয়েছে। প্রতি কটেজেই প্রায় একই ধরনের ৬টি রুম রয়েছে। এসব রুমগুলোতে সাধারণত ৪ জন থাকতে পারে। যার ভাড়া ৪০০০ টাকা। এই রিসোর্টের একটি বিশেষ দিক হলো ছুটির দিন কিংবা সাধারণ দিন কখনোই ভাড়া তেমন উঠা নামা করে না। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি এই রিসোর্টে সাজেকের অপূর্ব ল্যান্ডস্কেপ দেখার জন্য রয়েছে বিশাল খোলা বারান্দা। এছাড়া পর্যটকদের ঘোরাঘুরির জন্য সুন্দর বাগান এবং দোলনা ও রয়েছে। এই রিসোর্টের সুবিধা সমূহ:

সুবিধা:

প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেক গিয়ে এই রিসোর্টে থাকতে চান তাহলে বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

যোগাযোগের ঠিকানা:


ফেসবুক পেইজ

৮। সাম্পারি রিসোর্ট, সাজেক

সাজেকের আরো একটি অসাধারণ রিসোর্ট এই সামপারি রিসোর্ট। এটি সম্পূর্ণ রূপে একটি ইকো রিসোর্ট। এখানে নানাবিধ আধুনিক সুবিধা না থাকলেও নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সবকিছুই রয়েছে। এই রিসোর্টটি বেশ বড় জায়গা নিয়ে নির্মিত। সব বয়সের মানুষের কথা বিবেচনা করে রিসোর্টের ইন্টেরিয়র ও এক্সটেরিয়র সাজানো হয়েছে। রিসোর্টটিতে নানা ধরনের কটেজ ও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।

কাপল কটেজ: কাপলদের হানিমুনের জন্য রয়েছে ৪ টি কাপল কটেজ। এই কটেজ গুলোর নাম গুলোও খুব সুন্দর। মেঘ, বৃষ্টি, রোদ, ছায়া নামের এই কটেজ গুলোর ভাড়া ৩৫০০ টাকা।
কাপল রুম: কটেজ ছাড়া কাপল রুম ও রয়েছে, এই রিসোর্টে। এই রুমের ভাড়া ২৫০০ টাকা।
দুই বেডের রুম: এই রিসোর্টে দুই বেডের রুমে চার জন থাকতে পারে। এগুলোর ভাড়া ৩৫০০ করে পড়বে।
তিন বেডের রুম: সামপারির এই রুম গুলোতে ৬ জন থাকতে পারে। এজন্য গুণতে হবে ৪৫০০ টাকা।

এই ভাড়াগুলো ছুটির দিনের জন্য। এছাড়া অন্য দিনে প্রতিক্ষেত্রেই ৫০০ টাকা ছাড় দেয়া হয়। কেউ যদি পুরো রিসোর্ট ভাড়া নিতে চায় তাহলে সাধারণত ৩৫০০০ টাকা এবং ছুটির দিনে ৪০০০০ টাকা গুণতে হবে। এই রিসোর্টের সুবিধা সমূহ উল্লেখ করা হলো:

সুবিধা:

খোলা মাচা, দোলনা ও বাগান।
ফটোশুট করার ব্যবস্থা।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ।
উন্নত মানের রেস্ট রুম
খাবারের ব্যবস্থা
রুম সার্ভিস
সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি এই রিসোর্টে থাকতে চান তাহলে যোগাযোগ করুন নিচের ঠিকানায়:

রিসোর্ট মোবাইল নাম্বার:


৯। আদ্রিকা ইকো রিসোর্ট, সাজেক

এই রিসোর্টটিও অত্যন্ত চমৎকার একটি রিসোর্ট। আপনি সাজেক বেড়াতে যেয়ে যদি একটু নিরিবিলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আদ্রিকা ইকো রিসোর্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো পছন্দের একটি। এই রিসোর্টটি লুসাই রিসোর্টের পেছনেই অবস্থিত। এটিও বাংলাদেশের বিখ্যাত ভ্রমণ সংস্থা ট্রাভেল গ্রুপ বিডি’র আওতায় পরিচালিত।

এই রিসোর্ট রুম সংখ্যা মাত্র ২ টা। ছুটির দিনে ভাড়া ৪০০০ এবং অন্য দিনগুলোতে তা ৩৫০০ টাকা।

সুবিধা:

লুসাই হিল ভিউ প্রাইভেট বেলকনি।
সুবিশাল কমন বেলকনি।
খাগড়াছড়ি থেকে সাজেক ট্রান্সপোর্ট সুবিধা।
অত্যাধুনিক রেস্ট রুম।
২৪ ঘণ্টা পানি ও বিদ্যুৎ সার্ভিস।
রুম সার্ভিস।
খাবারের ব্যবস্থা।
বার-বি-কিউ এর সুযোগ।
নিরাপত্তার নিশ্চয়তা।

আপনি যদি সাজেকের জনপ্রিয় এই রিসোর্টটিতে থাকতে চান তাহলে আগে থেকে বুকিং করে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। বুকিং এর জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায় :

রিসোর্ট মোবাইল নাম্বার :

আমাদের অফিসিয়াল পেইজ Travel Guide BD

যোগাযোগ 01643-179211
01643179211
01831938657



#সাজেক

আপনার এলাকায় অ'পরাধ দমনে  সেনাবাহিনী কে সহযোগিতা করুন। আপনার এলাকায় নম্বর মোবাইলে সেভ করে রাখুন। সারা বাংলাদেশে সেনাবাহি...
21/10/2025

আপনার এলাকায় অ'পরাধ দমনে সেনাবাহিনী কে সহযোগিতা করুন। আপনার এলাকায় নম্বর মোবাইলে সেভ করে রাখুন। সারা বাংলাদেশে সেনাবাহিনী ক্যাম্প এর যোগাযোগের নাম্বার।
____________________

📌রাজশাহী বিভাগ
১। রাজশাহী- ০১৭৬৯১১২৩৮৬, ০১৭৬৯১১২৩৮৮।
২। চাঁপাইনবাবগঞ্জ- ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২৩৭২।
৩। পাবনা- ০১৭৬৯১২২৪৭৮, ০১৭৬৯১১২৪৮০।
৪। সিরাজগঞ্জ- ০১৭৬৯১২২৪৬২, ০১৭৬৯১২২২৬৪।
৫। নাটোর- ০১৭৬৯১১২৪৪৬, ০১৭৬৯১১২৪৪৮।
৬। নওগাঁ- ০১৭৬৯১২২১১৫, ০১৭৬৯১২২১০৮।
৭। জয়পুরহাট- ০১৭৬৯১১২৬৩৪।
৮। বগুড়া- ০১৭৬৯১১২৫৯৪, ০১৭৬৯১১২১৭০।

📌বরিশাল বিভাগ
১। বরিশাল- ০১৭৬৯০৭২৫৫৬, ০১৭৬৯০৭২৪৫৬
২। পটুয়াখালী- ০১৭৬৯০৭৩১২০, ০১৭৬৯০৭৩১২২।
৩। ঝালকাঠি- ০১৭৬৯০৭২১০৮, ০১৭৬৯০৭২১২২।
৪। পিরোজপুর- ০১৭৬৯০৭৮২৯৮, ০১৭৬৯০৭৮৩০৮।

📌চট্টগ্রাম বিভাগ
১। নোয়াখালী-০১৬৪৪৪৬৬০৫১, ০১৭২৫০৩৮৬৭৭।
২। চাঁদপুর- ০১৮১৫৪৪০৫৪৩, ০১৫৬৮৭৩৪৯৭৬।
৩। ফেনী- ০১৭৬৯৩৩৫৪৬১, ০১৭৬৯৩৩৫৪৩৪।
৪। লক্ষ্মীপুর- ০১৭২১৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০।
৫। কুমিল্লা- ০১৩৩৪৬১৬১৫৯, ০১৩৩৪৬১৬১৬০।
৬। ব্রাক্ষণবাড়িয়া- ০১৭৬৯৩২২৪৯১, ০১৭৬৯৩৩২৬০৯
৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা-০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২।
৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতীত)-০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪।

📌ঢাকা বিভাগ
১। মাদারীপুর-০১৭৬৯০৭২১০২, ০১৭৬৯০৭২১০৩।
২। কিশোরগঞ্জ- ০১৭৬৯১৯২৩৮২, ০১৭৬৯২০২৩৬৬।
৩। টাঙ্গাইল- ০১৭৬৯২১২৬৫১, ০১৭৬৯২১০৮৭০।
৪। গোপালগঞ্জ- ০১৭৬৯৫৫২৪৩৬, ০১৭৬৯৫৫২৪৪৮।
৫। রাজবাড়ী-০১৭৬৯৫৫২৫১৪, ০১৭৬৯৫৫২৫২৮।
৬। গাজীপুর- ০১৭৮৫৩৪৯৮৪২, ০১৭৬৯০৯২১০৬।
৭। মুন্সিগঞ্জ- ০১৭৬৯০৮২৭৯৮, ০১৭৬৯০৮২৭৮৪।
৮। মানিকগঞ্জ- ০১৭৬৯০৯২৫৪০, ০১৭৬৯০৯২৫৪২।
৯। নারায়ণগঞ্জ- ০১৭৩২০৫১৮৫৮।
১০। নরসিংদী- ০১৭৬৯০৮২৭৬৬, ০১৭৬৯০৮২৭৭৮।
১১। শরীয়তপুর- ০১৭৬৯০৯৭৬৬০,০১৭৬৯০৯৭৬৫৫।
১২। ফরিদপুর- ০১৭৬৯০৯২১০২, ০১৭৪২৯৬৬১৬২।

📌ঢাকা মহানগর
১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন-০১৭৬৯০৫১৮৩৮, ০১৭৬৯০৫১৮৩৯।
২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী- ০১৭৬৯০১৩১০২, ০১৭৬৯০৫৩১৫৪।
৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ০১৭৬৯০২৪২১০, ০১৭৬৯০২৪২১১।
৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা- ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫৪১৯।

📌ময়মনসিংহ বিভাগ
১। শেরপুর- ০১৭৬৯২০২৫১৬, ০১৭৬৯২০২৫২৪।
২। নেত্রকোণা-০১৭৬৯২০২৪৭৮, ০১৭৬৯২০২৪৪৮।
৩। জামালপুর- ০১৭৬৯১৯২৫৪৫, ০১৭৬৯১৯২৫৫০।
৪। ময়মনসিংহ- ০১৭৬৯২০৮১৫১, ০১৭৬৯২০৮১৬৫।

📌খুলনা বিভাগ
১। বাগেরহাট- ০১৭৬৯০৭২৫১৪, ০১৭৬৯০৭২৫৩৬।
২। কুষ্টিয়া- ০১৭৬৯৫৫২৩৬২, ০১৭৬৯৫৫২৩৬৬।
৩। চুয়াডাঙ্গা- ০১৭৬৯৫৫২৩৮০, ০১৭৬৯৫৫২৩৮২।
৪। মেহেরপুর- ০১৭৬৯৫৫২৩৯৮, ০২৪৭৯৯২১১৫৩।
৫। নড়াইল- ০১৭৬৯৫৫২৪৫৬, ০১৭৬৯৫৫২৪৫৭।
৬। মাগুরা- ০১৭৬৯৫৫৪৫০৫,০১৭৬৯৫৫৪৫০৬।
৭। ঝিনাইদহ- ০১৭৬৯৫৫২১৫৮, ০১৭৬৯৫৫২১৭২।
৮। যশোর- ০১৭৬৯৫৫২৬১০, ০১৭৬৯০০৯২৪৫।
৯। খুলনা- ০১৭৬৯৫৫২৬১৬, ০১৭৬৯৫৫২৬১৮।
১০। সাতক্ষীরা- ০১৭৬৯৫৫২৫৩৬, ০১৭৬৯৫৫২৫৪৮।

📌রংপুর বিভাগ
১। রংপুর-০১৭৬৯৬৬২৫৫৪, ০১৭৬৯৬৬২৫১৬।
২। দিনাজপুর- ০২৫৮৯৯২১৪০০, ০২৫৮৯৬৮২৪১৪।
৩। নীলফামারী- ০১৭৬৯৬৮২৫০২, ০১৭৬৯৬৮২৫১২।
৪। লালমনিরহাট- ০১৭৬৯৬৮২৩৬৬, ০১৭৬৯৬৮২৩৬২।
৫। কুড়িগ্রাম- ০১৭৬৯৬৬২৫৩৪, ০১৭৬৯৬৬২৫৩৬।
৬। ঠাকুরগাঁও- ০১৭৬৯৬৬৬০৬২, ০১৭৬৯৬৭২৬১৬।
৭। পঞ্চগড়- ০১৯৭৩০০০৬৬২, ০১৭৬৯৬৬২৬৬১।
৮। গাইবান্ধা- ০১৬১০৬৫২৫২৫, ০১৭৫৪৫৮৫৪৮৬।

📌সিলেট বিভাগ
১। সিলেট- ০১৭৬৯১৭৭২৬৮, ০১৯৮৭৮৩৩৩০১।
২। হবিগঞ্জ- ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬১৬।
৩। সুনামগঞ্জ- ০১৭৬৯১৭২৪২০, ০১৭৬৯১৭২৪৩০।
৪। মৌলভীবাজার- ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া তালিকা নিয়ে বিস্তারিত দেওয়া হলো :ফ্লাইটের সময়সূচি ও ভাড়া:....।।।।।।।বিমান বাংলাদেশ এয়ারল...
21/10/2025

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া তালিকা নিয়ে বিস্তারিত দেওয়া হলো :

ফ্লাইটের সময়সূচি ও ভাড়া:....।।।।।।।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৪টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১১:১৫, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০

ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)

ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৭টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ৯:৩০, দুপুর ১২:৩০, দুপুর ২:০০, বিকেল ৩:৪৫, বিকেল ৫:১৫, সন্ধ্যা ৬:৩০

ভাড়া: ৪,৫০০ থেকে ৯,০০০ টাকা (পরিবর্তনশীল)

নভোএয়ার (NOVOAIR)।।।।

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৩টি ফ্লাইট

সময়সূচি: সকাল ১১:০০, দুপুর ১২:০০, বিকেল ৪:৩০

ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)

এয়ার অ্যাস্ট্রা (Air Astra)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৫টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১০:০০, দুপুর ১:০০, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০

ভাড়া: ৫,৫০০ থেকে ৮,৫০০ টাকা (পরিবর্তনশীল)

---

যোগাযোগের তথ্য:।।।।।।।।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মোবাইল: 01777715577

ফোন: 02-996687097/98

ইমেইল: [email protected]

ইউএস-বাংলা এয়ারলাইন্স

মোবাইল: 01777777800 থেকে 01777777806

ইমেইল: [email protected]

নভোএয়ার

ফোন: 13603, 09638-013603, 09666722224

ইমেইল: [email protected]

এয়ার অ্যাস্ট্রা

ফোন: 09678222888

ইমেইল: [email protected]

বিঃদ্রঃ ফ্লাইটের সময়সূচি ও ভাড়া পরিবর্তন হতে পারে। টিকিট বুকিংয়ের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।

শ্রীমঙ্গলের জনপ্রিয় ২০টি হোটেল/রিসোর্ট তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো:👇🟩সুলতান টি রিসোর্ট এন্ড গলফস...
21/10/2025

শ্রীমঙ্গলের জনপ্রিয় ২০টি হোটেল/রিসোর্ট তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো:👇

🟩সুলতান টি রিসোর্ট এন্ড গলফ

সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে (Grand Sultan Tea Resort & Golf) আট ধরণের বিভিন্ন শ্রেণীর মোট ১৩৫ টি কক্ষ রয়েছে। গ্র্যান্ড সুলতানের সর্বনিন্ম রুম ভাড়া কিং ডিলাক্স ৩১,১০০ টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিডেন্সিয়াল সুইট ১,১০,০০০ টাকা। তবে বিভিন্ন সময় এবং উপলক্ষে রুম ভাড়ার উপর ডিসকাউন্টের ব্যবস্থা।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
রিজার্ভেশন এর জন্যেঃ +88 09678785959, +88 01730 793501-4,
কর্পোরেট অথবা গ্রুপ ইভেন্টের জন্যেঃ +88 01730 793555
আমেরিকাঃ +17182456765
যুক্তরাজ্যঃ +447024060680
জাপানঃ +819098182749
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩দুসাই রিসোর্ট এন্ড স্পা

দুসাই রিসোর্ট এন্ড স্পা (DuSai Resort & Spa) তে হোটেল ও ভিলা নামের ২ ক্যাটাগরির রুম চালু আছে। হোটেল ক্যাটাগরির রুম এক রাতের জন্য বুকিং দিতে শ্রেনীভেদে নূন্যতম ১৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮,০০০ টাকা খরচ করতে হয়। আর ভিলায় এক রাত কাটাতে শ্রেনীভেদে নুন্যতম ১৬,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত লাগে।

যোগাযোগ
নিতেশ্বর, গিয়াশনগর, মৌলভীবাজার
ফোন: +880 861 64100
হটলাইন: +8801617 005511
ই-মেইল : [email protected]
Website | Facebook
Google Map Location

🟩নভেম ইকো রিসোর্ট

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রেখে তৈরি নভেম ইকো রিসোর্টের (Novem Eco Resort) যেকোন একটি কক্ষ ভাড়া নিতে খরচ হবে ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
বিষমনি, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01709882001, 01709882000
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩বালিশিরা রিসোর্ট

বালিশিরা রিসোর্ট (Balishira Resort) শ্রীমঙ্গল এর রাধানগর এ অবস্থিত একটি পরিবেশ বান্ধব ও বিলাসবহুল রিসোর্ট। এটি শ্রীমঙ্গলের পাহাড়, সংরক্ষিত বন এবং চা বাগান এলাকায় নিয়ে অবস্থিত। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ৫,৯০০ টাকা থেকে ৯,৭০০ টাকা। বিভিন্ন সিজন ও দিবস উপলক্ষে প্রায়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। মোটামুটি বাজেটের কোন রিসোর্টে থাকতে চাইলে বেছে নিতে পারেন বালিশিরা রিসোর্ট।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01766557760
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩টি ভিলা লাক্সারি রিসোর্ট

টি ভিলা লাক্সারি রিসোর্ট (Tea Villa Luxury Resort) শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ভৈরবগঞ্জ বাজার এ অবস্থিত একটি লাক্সারি রিসোর্ট। টি ভিলা লাক্সারি রিসোর্টে ৪ ক্যাটাগরির রুমে ২ জনের জন্য প্রতি রাত থাকতে খরচ হবে ৬,০০০ টাকা থেকে ২৭,০০০ টাকা পর্যন্ত। এছারাও এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, জাকুজি, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বার্বিকিউ করার সুবিধা সহ অন্যান্য সকল আধুনিক সুবিধা।

যোগাযোগ
মাজদেহী ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01712993633, 01716833636
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩রয়েল গ্রীন রিসোর্ট

রয়েল গ্রীন রিসোর্ট (Royal Green Resort) সিলেট-মৌলভীবাজার হাইওয়ের কাছে রাজাপুর গ্রামে অবস্থিত একটি প্রকৃতি বান্ধব রিসোর্ট। শহুরে জীবন থেকে মুক্তি পেতে এই রিসোর্ট হতে পারে আদর্শ গন্তব্য। রয়েল গ্রীন রিসোর্টে প্রতি রাত থাকার জন্য খরচ হবে ৫,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা।

যোগাযোগ
রাজাপুর, সিলেট-মৌলভীবাজার হাইওয়ে, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01306 319931
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩রাঙ্গাউটি রিসোর্ট

রাঙ্গাউটি রিসোর্ট (Rangauti Resort) সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মনু নদীর শাখার পাশে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি নয়নাভিরাম রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের কারণে রাঙ্গাউটি রিসোর্ট সব সময়ই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। রাঙ্গাউটি রিসোর্টে ৪,৮০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা মূল্যের রুম পাওয়া যায়। এছারা বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষে রিসোর্টটিতে পাবেন বিশেষ মূল্য ছার।

যোগাযোগ
তালতলা বাজার, কুলাউড়া রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01780203350, 01612111388
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩শ্রীমঙ্গল টি রিসোর্ট

প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত শ্রীমঙ্গল টি রিসোর্ট (Sreemangal Tea Resort)-এ ইকনমি রুমের নূন্যতম ভাড়ার পরিমাণ ৮,০০০ টাকা এবং এসি বাংলোর সর্বোচ্চ ভাড়া ১৭,০০০ টাকা। বাংলাদেশ চা বোর্ডের এই রিসোর্টটি চা বাগানের মাঝে অবস্থিত, যেখানে অতিথিরা চা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ইতিহাস জানতে পারেন।

যোগাযোগ
ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইলঃ 0862671207, 01712071502
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩প্যারাগন হোটেল & রিসোর্ট

প্যারাগন হোটেল & রিসোর্ট (Paragon Hotel & Resort) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক রিসোর্ট। রিসোর্টটি শ্রীমঙ্গলের প্রধান পর্যটন স্পটগুলোর কাছে অবস্থিত, যা পর্যটকদের জন্য সহজে ভ্রমণের করার সুযোগ করে দেয়। এই রিসোর্টে ডিলাক্স, সুপার ডিলাক্স ও এক্সিকিউটিভ মানের রুম রয়েছে। বিলাসবহুল এই রিসোর্টে থাকতে খরচ লাগবে হবে ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01325099966-67
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩টি হেভেন রিসোর্ট

শ্রীমঙ্গলের টি হেভেন রিসোর্টে (Tea Heaven Resort) হামহাম, ছায়াবৃক্ষ আর ক্যামেলিয়া নামের এক্সিকিউটিভ রুম ছাড়াও ফ্যামেলি ডিলাক্স, টুইন শেয়ার, কাপল ডিলাক্স রুম রয়েছে। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ২,০০০ টাকা থেকে ৫,৫০০ টাকা।

যোগাযোগ
উত্তরসূর, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-033544, 01708033545,
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩পত্রস্নান ইকো রিসোর্ট

পত্রস্নান ইকো রিসোর্ট (Patrasnan Eco Resort) বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। পত্রস্নান ইকো রিসোর্টে প্রতি রাতের জন্য ২,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা খরচে করতে হবে।

যোগাযোগ

মোহাজিরাবাদ শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01784675166, 01777-140189, 01715393480
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩নিসর্গ ইকো-রিসোর্ট

নিসর্গ ইকো-রিসোর্ট (Nishorgo Eco Resort) “লিচিবাড়ী” ও “নীরব” নামে ২টি অংশে বিভক্ত। লিচিবাড়ী ও নীরব অংশে বিভিন্ন ক্যাটাগরির রুম নিতে খরচ হবে ২,০০০ থেকে ৪,৫০০ টাকা। এছারাও এখানে বিভিন্ন ধরনের ইকো কটেজ এবং এসি রুম রয়েছে, যা অতিথিদের আরামদায়ক থাকার ব্যবস্থা নিশ্চিত করে।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01766557760
ইমেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩লেমন গার্ডেন রিসোর্ট & স্পা

লেমন গার্ডেন রিসোর্ট & স্পা (Lemon Garden Resort & Spa) শ্রীমঙ্গলের লাউয়াছড়া রোডে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট, যা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি হানিমুন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে আদর্শ স্থান হিসেবে বিবেচিত। এই রিসোর্টে বিভিন্ন মানের লাক্সারি রুম পাওয়া যায়, ভাড়া লাগবে ৫,৮০০ থেকে ১৪,০০০ টাকা।

যোগাযোগ
লাউয়াছড়া রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01779626330
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩গ্রীন লিফ রিসোর্ট

শ্রীমঙ্গল গ্রীন লিফ (Green Leaf Resort) প্রকৃতির কোলে অবস্থিত একটি মনোরম জায়গা যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন এবং নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই গেস্ট হাউসে ২ জনের এক রাতের জন্য থাকতে খরচ হবে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা।

যোগাযোগ
কলেজ রোড (নিউ লাইফ হাসপাতালের পাশে), শ্রীমঙ্গল
মোবাইলঃ 01316551254
ই-মেইলঃ
Website | Facebook
Google Map Location

🟩শান্তিবাড়ি ইকো রিসোর্ট

শান্তি বাড়ি ইকো রিসোর্ট (Shanti Bari Eco Resort) শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখানে অবস্থিত একটি পরিবেশবান্ধব রিসোর্ট। এই রিসোর্টে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে খুবই চমৎকার অবসর কাটানোর সুযোগ পাবেন। এই রিসোর্টে ৪,২০০ টাকা থেকে ৫,৮০০ টাকা মূল্যের বিভিন্ন রুম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে জঙ্গল ভিলা, বেম্বু কটেজ সহ এসি রুম।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01716-189288
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩লিচিবাড়ী ইকো রিসোর্ট

লিচিবাড়ী ইকো রিসোর্ট (Litchibari Eco Resort) শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। এটি শহরের কোলাহল থেকে দূরে, সবুজে ঘেরা পরিবেশে নির্মিত, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এই রিসোর্টে থাকতে খরচ হবে ৩,৫০০ থেকে ৭,০০০ টাকা।

যোগাযোগ

জেরিন রোড, রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01322030429-30
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩অরণ্যের দিনরাত্রি রিসোর্ট

অরণ্যের দিনরাত্রি রিসোর্ট (Oronner Din Ratri Resort) শ্রীমঙ্গলের রাধানগর ভানুগাছ রোডে অবস্থিত। এখানে অতিথিরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরামদায়ক পরিবেশে রাত্রিযাপন করতে পারে। এই রিসোর্টে ৪ ধরনের রুম/কটেজ এ থাকতে খরচ হবে ২,৭০০ টাকা থেকে ৫,০০০ টাকা।

যোগাযোগ
রাধানগর, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-132522
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

🟩গ্র্যান্ড সেলিম রিসোর্ট

শ্রীমঙ্গল উপজেলার রামনগরে গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর (Grand Selim Resort & Tour) রিসোর্ট-টি অবস্থিত। থাকার জন্য গ্র্যান্ড সেলিম রিসোর্টের রুম নিতে খরচ করতে হবে ২,৯০০ থেকে ৫,৬০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
রামনগর, মনিপুরী পাড়া, শ্রীমঙ্গল
মোবাইল: 01709-883333, 01616-164066
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩সুইস ভ্যালি রিসোর্ট

বৃক্ষের শীতল ছায়ায় মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত সুইস ভ্যালি রিসোর্টের (Swiss Valley Resort) কটেজগুলোতে ২৫০০-১৫০০০ টাকা ভাড়ায় নানারকম কক্ষ আছে।

যোগাযোগ
শমশের নগর, মৌলভীবাজার
মোবাইলঃ 01786493700, 01753167216
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

🟩মাধবীলতা ইকো কটেজ

মাধবীলতা ইকো কটেজ (Madhabilota Eco Cottage) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। রিসোর্টটি প্রকৃতিপ্রেমী ও শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান, ভ্রমণকারীরা এখানে সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই রিসোর্ট এ থাকতে খরচ হবে ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01725-704507
Facebook
Google Map Location

🟩কম খরচের শ্রীমঙ্গলের বেস্ট আবাসিক হোটেল

হোটেল মেরিনা শ্রীমঙ্গল শহরে অবস্থিত হোটেল মেরিনায় এক রাত কাটাতে আপনাকে খরচ করতে হবে ৫০০ থেকে ৪০০০ টাকা। যোগাযোগ: মোবাইল: 01787-33 35 44

টি টাউন রেস্ট হাউস টি টাউন রেস্ট হাউসে এক রাতের জন্য গুনতে হবে ১০০০ থেকে ২৫০০ টাকা। মোবাইল: 01718-316202

হোটেল মহসিন প্লাজা শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত হোটেল মহসিন প্লাজায় রাত্রি যাপন করতে ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। মোবাইল: 01711-390039

হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়ালে এক রাত কাটাতে গুনতে হবে ৫০০ থেকে ২০০০ টাকা। মোবাইল: 01785509564

হোটেল আল রহমান হোটেল আল রহমানে ৮০০ থেকে ২০০০ টাকায় অনায়াসেই রাত্রিযাপন করতে পারবেন। মোবাইল: 01712-317515, 01611602108

আপনি যদি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে যে রিসোর্টেই থাকেন না কেন যাবার আগে অবশ্যই

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া তালিকা ও মোবাইল নাম্বার নিচে বিস্তারিত দেওয়া হলো:👇👇👇ফ্লাইটের সময়সূচি ও ভাড়া:....বিমান বা...
21/10/2025

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া তালিকা ও মোবাইল নাম্বার নিচে বিস্তারিত দেওয়া হলো:👇👇👇

ফ্লাইটের সময়সূচি ও ভাড়া:....

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৪টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১১:১৫, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০

ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)

ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৭টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ৯:৩০, দুপুর ১২:৩০, দুপুর ২:০০, বিকেল ৩:৪৫, বিকেল ৫:১৫, সন্ধ্যা ৬:৩০

ভাড়া: ৪,৫০০ থেকে ৯,০০০ টাকা (পরিবর্তনশীল)

নভোএয়ার (NOVOAIR)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৩টি ফ্লাইট

সময়সূচি: সকাল ১১:০০, দুপুর ১২:০০, বিকেল ৪:৩০

ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)

এয়ার অ্যাস্ট্রা (Air Astra)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৫টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১০:০০, দুপুর ১:০০, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০

ভাড়া: ৫,৫০০ থেকে ৮,৫০০ টাকা (পরিবর্তনশীল)

---

যোগাযোগের তথ্য:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মোবাইল: 01777715577

ফোন: 02-996687097/98

ইমেইল: [email protected]

ইউএস-বাংলা এয়ারলাইন্স

মোবাইল: 01777777800 থেকে 01777777806

ইমেইল: [email protected]

নভোএয়ার

ফোন: 13603, 09638-013603, 09666722224

ইমেইল: [email protected]

এয়ার অ্যাস্ট্রা

ফোন: 09678222888

ইমেইল: [email protected]

বিঃদ্রঃ ফ্লাইটের সময়সূচি ও ভাড়া পরিবর্তন হতে পারে। টিকিট বুকিংয়ের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববা...
20/10/2025

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পহেলা নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাত্রিযাপন করতে পারবেন কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নয় মাসের জন্য সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। এতে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচলও। যাতায়াত বন্ধ থাকায় জেটিঘাট এখন সুনসান নীরব, কর্মহীন সময় কাটাচ্ছেন জাহাজের কর্মচারীরা।

সরকার জানিয়েছিল, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক টেকসই পর্যটন অঞ্চলে রূপ দিতে কাজ চলছে।

আলহামদুলিল্লাহ ৩৭লক্ষ ভিউ তে *৮৫*ডলার* পেলাম এই ছবি থেকে
20/10/2025

আলহামদুলিল্লাহ ৩৭লক্ষ ভিউ তে *৮৫*ডলার* পেলাম এই ছবি থেকে

কক্সবাজার সকল হোটেল তালিকা ও মোবাইল নাম্বার নিচে বিস্তারিত দেওয়া হলো :হোটেলের নাম, ঠিকানা, রুম ভাড়া ও যোগাযোগ নম্বর:১. ম...
20/10/2025

কক্সবাজার সকল হোটেল তালিকা ও মোবাইল নাম্বার
নিচে বিস্তারিত দেওয়া হলো :

হোটেলের নাম, ঠিকানা, রুম ভাড়া ও যোগাযোগ নম্বর:

১. মোটেল প্রবাল।।।।
লাবণী পয়েন্ট, কক্সবাজার
ভাড়া: ৫০০–২,৫০০ টাকা
যোগাযোগ: ০৩৪১-৬২১১

২. মোটেল লাবনী।।
লাবণী বিচ রোড
ভাড়া: এসি ২০০০, নন-এসি ১৪০০
যোগাযোগ: ০১৩১২-৮৮৪৪২০

৩. মোটেল উপল।।
মোটেল রোড
ভাড়া: ১৫০০–২০০০
যোগাযোগ: ০৩৪১-৬৪২৫৮

৪. হোটেল এশিয়া রেসিডেন্সিয়াল।।।
বার্মিজ মার্কেট রোড
ভাড়া: ১২০০–২০০০
যোগাযোগ: ০১৭১৬-৫৬৪৪৯৫

৫. হোটেল সি ওয়েলকাম
কলাতলী রোড
ভাড়া: ১৫০০–৪০০০
যোগাযোগ: ০১৭০৭-৮৫৪৫৬৫

৬. হোটেল স্যুইট সাদাফ
মেরিন ড্রাইভ
ভাড়া: ২৫০০–৫০০০
যোগাযোগ: ০১৮৪৪-০১০২২১

৭. হোটেল কোরাল রীফ
সুগন্ধা পয়েন্ট
ভাড়া: ২৫০০–১৪০০০
যোগাযোগ: ০১৮১৮-০৮০৬৫১

৮. হোটেল অপেরা ওশান
সুগন্ধা পয়েন্ট
ভাড়া: ২৫০০–৩৫০০
যোগাযোগ: ০১৭২০-২৫৪৬৬৯

৯. হোটেল সি ওয়ার্ল্ড
লাবণী পয়েন্ট
ভাড়া: ৪০০০–১৮০০০
যোগাযোগ: ০১৯৩৮৮১৭৫০১

১০. হোটেল সি কক্স রিসোর্ট
নিউ বিচ রোড
ভাড়া: ৩৫০০–৬৭০০
যোগাযোগ: ০১৬১৬-২০০৫০০

১১. হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল
সি বিচ রোড
ভাড়া: ২৫০০–১৫০০০
যোগাযোগ: ০১৭১০-৩০৩০৯০

১২. হোটেল সি প্যালেস
কলাতলী
ভাড়া: ৩৫০০–১৬০০০
যোগাযোগ: ০১৭১৪-৬৫২২২৭

১৩. হোটেল সি ক্রাউন
নিউ বিচ রোড
ভাড়া: ২৫০০–৪৫০০
যোগাযোগ: ০৩৪১-৬৪৭৯৫

১৪. হোটেল সি প্রিন্সেস
সুগন্ধা
ভাড়া: ৬৫০০–১১০০০
যোগাযোগ: ০১৬২০৮৯৫৫৫১

১৫. হোটেল রিগ্যাল প্যালেস
সুগন্ধা পয়েন্ট
ভাড়া: ৩০০০–১০০০০
যোগাযোগ: ০১৮৭২-৩৬৬৩৬৬

১৬. হোটেল সি ভিউ
কলাতলী মেইন রোড
ভাড়া: ৩০০০–৬০০০
যোগাযোগ: ০১৮১৩০৬৬১৯৬

১৭. হোটেল সি ওয়ার্ল্ড (আবারো)
লাবণী পয়েন্ট
ভাড়া: ৪০০০–১৮০০০
যোগাযোগ: ০১৯৩৮৮১৭৫০১

১৮. হোটেল সি ক্রাউন (আবারো)
নিউ বিচ রোড
ভাড়া: ২৫০০–৪৫০০
যোগাযোগ: ০৩৪১-৬৪৭৯৫

১৯. হোটেল সি প্যালেস (আবারো)
কলাতলী
ভাড়া: ৩৫০০–১৬০০০
যোগাযোগ: ০১৭১৪-৬৫২২২৭

২০. হোটেল সি কক্স রিসোর্ট (আবারো)
নিউ বিচ রোড
ভাড়া: ৩৫০০–৬৭০০
যোগাযোগ: ০১৬১৬-২০০৫০০

ভ্রমণের আগে হোটেলের সাথে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করুন।
বন্ধুদের ট্যাগ করুন, প্ল্যান করুন কক্সবাজার ট্রিপ আর মজা করুন দারুণভাবে, তাও একদম বাজেট ফ্রেন্ডলি উপায়ে!।।।।। # # #

Address

Khagrachhari

Telephone

+8801643179211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ismail Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ismail Traveler:

Share