Shishir bindu শিশির বিন্দু

Shishir bindu  শিশির বিন্দু শিতের সকালে সবুজ ঘাসের পাতায় কুয়াশার শিশির বিন্দু।

26/09/2024

যেখানে দেখিবে ছাই,
উড়াইয়া দেখিবে তাই,
পাইলেও পাইতে পার
মানিক রতন।

এই লক্ষণ গুলো যার মধ্যে আছে সেই ভালো মানুষ।
22/05/2024

এই লক্ষণ গুলো যার মধ্যে আছে সেই ভালো মানুষ।

21/05/2024

কেমন হবে বিচার দিবস-??

১। সেদিন সকলে একত্রিত হবে। [সূরা আনআম-২২]

২। দুনিয়ার জমিন হবে রুটির ন্যায়। [মিশকাত-৫২৯৮]

৩। মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে। [বুখারি, মুসলিম]

৪। কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। [মিশকাত-৫৩০২]

৫। কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে। [মিশকাত-৫৩০৩]

৬। প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে। [বুখারি-৪৭৪১]

৭। ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে। [বুখারি]

৮। সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আ'মল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে। [বুখারি, মুসলিম]

৯। দুনিয়াতে যারা আল্লাহ্'র জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহ্-কে সিজদাহ্ দিতে পারবে না। [সূরা কালাম-৪২, ৪৩]

১০। মু'মিনদের হিসাব হবে মুখো-মুখি। [মিশকাত]

১১। যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে, সে ধ্বংস হবে। [মিশকাত-৫৩১৫]

১২। ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। [সূরা ইয়াসিন-৬৫]

১৩। হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। [সূরা নুর-২৪]

১৪। সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান। [মুসলিম মিশকাত~১৭৭৩]

১৫। তবে ঐ দিন মু'মিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের ন্যায় এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক।

02/05/2024

ইনশাআল্লাহ ০৩/০৫/২০২৪ খ্রি. তারিখ ভালো কিছু হবে।

ইনশাআল্লাহ উল্লেখকৃত মুদি মাল প্রস্তাবিত ০৪(চার) জনকেই বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনাদের সকলকে শিশির বিন্দু ...
02/05/2024

ইনশাআল্লাহ উল্লেখকৃত মুদি মাল প্রস্তাবিত ০৪(চার) জনকেই বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনাদের সকলকে শিশির বিন্দু এর পাশে থেকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আলহামদুলিল্লাহ ভোট গ্রহণ সম্পন্ন
01/05/2024

আলহামদুলিল্লাহ ভোট গ্রহণ সম্পন্ন

আলহামদুলিল্লাহ ০৪( চার) জনের নাম প্রস্তাব আসছে। শুধু মাত্র ০১( এক) জনকে এক মাসের মুদি মাল প্রদান  করা হবে। লটারির মাধ্যম...
30/04/2024

আলহামদুলিল্লাহ ০৪( চার) জনের নাম প্রস্তাব আসছে। শুধু মাত্র ০১( এক) জনকে এক মাসের মুদি মাল প্রদান করা হবে। লটারির মাধ্যমে৷ শনাক্ত করা হবে ইনশাআল্লাহ।

30/04/2024

ভালো কিছু শুরুর অপেক্ষায় ইনশাআল্লাহ।

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when Shishir bindu শিশির বিন্দু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shishir bindu শিশির বিন্দু:

Share