I’m Namira

I’m Namira " knowing when to leave is important " 🫰✨💫
(1)

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের স...
08/07/2025

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন, বিদায় নিলেন এমনভাবে যেন আর দেখা হবেনা কখনো। ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম। আব্বার কাছে মাফ চেয়ে নিলেন। রাত ৩ টার দিকে আমাকে আর মেজো ভাইয়াকে ডাকলেন। অনেক কথা বললেন। পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন কাল একটু থেকে যা। বিকেলের দিকে যাস।

এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আযানের আধা ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য। বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেয়ার চেষ্টা করো। তিনি বারবার বললেন না সেটার সময় শেষ। চলে যেতে হবে। এরপর উনি কালিমা পড়ে ইস্তিগফার করতে করতে সিজদায় চলে গেলেন। আমরা উনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় দাড়িয়ে ছিলেন। উনি মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি সূরা ইয়াসিন পড়ার সময় হয়েছে? একটু পরে ঘরের দক্ষিণ কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন। এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি। কল্পনাও করতে পারিনা।
Collect post

🤯🤯🤯আসল ছবি কমেন্টে
07/07/2025

🤯🤯🤯আসল ছবি কমেন্টে

১০ই মহররমের ঘটনাবলী১) দুনিয়া সৃষ্টি করা হয় এই দিনে।২) আকাশ হতে বৃষ্টি হয় এই দিনে।৩) আদম আঃ সৃষ্টি হয় এই দিনে।৪) নিষিদ্ধ ...
06/07/2025

১০ই মহররমের ঘটনাবলী

১) দুনিয়া সৃষ্টি করা হয় এই দিনে।

২) আকাশ হতে বৃষ্টি হয় এই দিনে।

৩) আদম আঃ সৃষ্টি হয় এই দিনে।

৪) নিষিদ্ধ ফল খাওয়ায় অপরাধে বেহেস্ত থেকে আদম আঃ কে দুনিয়ায় নামানো হয় এই দিনে।

৫) আদম আঃ এর দোয়া কবুল হয় এই দিনে।

৬) নূহ আঃ কে তুফান থেকে মুক্তি দেওয়া হয় এই

সোলেইমান আঃ কে বাদশাহী দেওয়া হয় এই দিনে।

৮) আইয়ুব আঃ রোগ থেকে মুক্তি পায় এই দিনে।

৯) ইব্রাহিম আঃ আগুন থেকে রক্ষা পায় এই দিনে।

১০) মূসা আঃ আল্লাহকে দেখতে তুর পাহারে যায় এই দিনে।

১১) ফেরাউন ডুবে মরে এই দিনে।

১২) ঈসা আঃ কে আসমানে উঠানো হয় এই দিনে।

১৩) ইমাম হুসাইন আঃ কে কারবালায় শহীদ করা হয় এই দিনে।

এই রকম ৩১৩টি বড় বড় ঘটনা এই দিনে ঘটে!

ইমাম হুসেন (রাঃ) শহীদ হওয়া ৩১৩ তম ঘটনা।©️

Assalamulaikum All I’m back with many more for alls 🫰🔥 জিমে এনার্জি না পেলে করণীয়:👇👇  1. ওয়ার্ম-আপে হালকা মিউজিক – মুড উ...
05/07/2025

Assalamulaikum All
I’m back with many more for alls 🫰
🔥 জিমে এনার্জি না পেলে করণীয়:👇👇

1. ওয়ার্ম-আপে হালকা মিউজিক – মুড উঠবে, এনার্জি আসবে।
2. লবণ+পানি – ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, ক্লান্তি কমে।
3. ডিপ ব্রিদিং ৫ মিনিট – অক্সিজেন বাড়ে, মাথা ঠান্ডা হয়।
4. ১৫ মিনিট পাওয়ার ন্যাপ – মস্তিষ্কে রিফ্রেশ বুস্ট।
5. কলা+মধু – ন্যাচারাল এনার্জি সোর্স।
6. ১ কাপ কালো কফি – ফোকাস + শক্তি বাড়ায়।আমি সাথে আলমনড বাদামের দুধ দিয়ে খাই
7. হাই-বীট মিউজিক – মন চাঙ্গা রাখে।
8. নিজেকে মোটিভেট করুন – মন থেকে বলুন, “আমি পারব!”পারবই ☺️

অবশ্যই,,

খালি পেটে নয়, আর ঘুম ঠিক রাখুন। জিমে এনার্জি আসবেই! 💥©️

আপা কিন্তু খুবই ক"ষ্টে আছে 🥺🤣( আসল ছবি কমেন্টে ) 🤣 fans
05/07/2025

আপা কিন্তু খুবই ক"ষ্টে আছে 🥺🤣( আসল ছবি কমেন্টে ) 🤣
fans

বয়সটা কিছুই নয় মনটাই আসল (আসল ফটো কমেন্টে)🥱
29/06/2025

বয়সটা কিছুই নয় মনটাই আসল (আসল ফটো কমেন্টে)🥱

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when I’m Namira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I’m Namira:

Share