Home & Souls

Home & Souls Home is where love resides, memories are created, friends always belong, and laughter never ends.

15/08/2025

প্রত্যেকটা পারফেক্ট এবং অ্যাস্থেটিক ভিডিওর পিছনের গল্প।

ও হ্যাঁ মাইলস্টোনের ওই ঘটনার পর থেকে সামান্য একটু গরম চা হাতে লাগলেই , ওইসব বাচ্চাদের কথা মনে পড়ে, যারা কিনা বিমানের ভয়াবহ আগুনের কবলে পড়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিল!

আমরা সবাই সেই সব দিনের কথা গুলি ভুলে গেছি, শুধুমাত্র সেই বাবা-মা যারা তাদের সন্তান হারিয়েছে, তারা কিচ্ছু ভুলে নাই, কখনো ভুলতে পারবেও না।

শুভ রাত্রি।।

Me time with my cartoon...
15/08/2025

Me time with my cartoon...

15/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বাসায় থাকলে মোটামুটি একটা হেলদি ব্রেকফাস্ট করা হয় ।আর কয়টা দিন ধরে যে কি হয়েছে অফিসে ঢোকার আগেই গরম গরম সিঙ্গারা , স...
14/08/2025

বাসায় থাকলে মোটামুটি একটা হেলদি ব্রেকফাস্ট করা হয় ।

আর কয়টা দিন ধরে যে কি হয়েছে অফিসে ঢোকার আগেই গরম গরম সিঙ্গারা , সমুচা দেখে লোভ সামলাতে পারছি না।

প্রত্যেকদিন আটটা থেকে নয়টার মধ্যে একটা গরম গরম সিঙ্গারা , সমুচা খেয়ে নিচ্ছি ।

জানি ব্যাপারটা চরম লেভেলের আনহেলদি, কিন্তু কি করবো?

এতটাই টেস্ট যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না ওদেরকে দেখে। 😋 😋

14/08/2025

বিদায় কোন আনন্দের জিনিস নয়। বিদায় সবসময়ই কষ্টের।

কিন্তু আমি অবাক হয়ে ভাবি, আমার যেই পিচ্চি পোলাপান দুইটা ছুটির দিনে সকাল বেলা ঘুম থেকে উঠতে চায় না , ড্রয়িং ক্লাসে যেতে চায় না, ঘুমের জন্য।

তারা তাদের ইমন ভাইয়া চলে যাবে তাকে এয়ারপোর্টে বিদায় দিবে , সেজন্য ভোরবেলা ঘুম থেকে উঠে বাবার সাথে রেডি হয়ে তাকে শেষ একটু দেখার জন্য এয়ারপোর্টে চলে গেছে।।

এই অল্প কদিনে আহিল আফসা ইমন একে অপরের সাথে এত ভাবে মায়ায় জড়িয়ে গেছে, আমার এখন মনে হয় আসলে আমার তিনটাই বাচ্চা ছিল এই কয়দিন আমার সাথে।

একটা হয়তো দূরে চলে গেছে, জানি ইমন কখনোই তার খালামণিকে ভুলে যাবে না, অনেক ভালবাসি বাবা তোমাকে তুমি যেখানেই থাকো ভালো।

13/08/2025

কেমন হইলো??

13/08/2025

জার্মানি থেকে আসা তার খালামণিকে আফসু মনি কিভাবে ফুল মেকআপ করতে হয় সেটা বর্ণনা করছে।

ভিডিওটি দেখলে যারা মেকাপের ম ও জানেন না, তারাও কিছু না কিছু শিখে ফেলতে পারবেন।

আমারও মন খারাপ হয় , আমিও ভীষণ চাপে থাকি ।কিন্তু দিন শেষে আমার কাছে আমার ঘর ই শান্তি এবং সুখের জায়গা।।আর আমি নিজের সাথে...
13/08/2025

আমারও মন খারাপ হয় , আমিও ভীষণ চাপে থাকি ।

কিন্তু দিন শেষে আমার কাছে আমার ঘর ই শান্তি এবং সুখের জায়গা।।

আর আমি নিজের সাথে চায়ের সময়টা বিশেষ করে খুব এনজয় করি। এমন একটা মুহূর্তের জন্য আমি ভীষণ ভাবে বাঁচতে চাই।।

শুভ দুপুর সবাইকে।

Good morning !!Last night was pure magic with my best friend. We sat together, sharing our favorite juice, soaking in ev...
13/08/2025

Good morning !!

Last night was pure magic with my best friend. We sat together, sharing our favorite juice, soaking in every laugh, every story, every smile. The soft music in the background felt like the soundtrack to our friendship, making the evening even more special. Moments like these remind me how lucky I am to have a friend like you. 💛✨

আজ অনেক গরম ছিল। তাই রাতে পেট ঠান্ডা রাখার জন্য এটা খেয়ে নিলাম।শুভ রাত্রি ।
11/08/2025

আজ অনেক গরম ছিল। তাই রাতে পেট ঠান্ডা রাখার জন্য এটা খেয়ে নিলাম।

শুভ রাত্রি ।

11/08/2025

আজকাল কারো প্রেমে পড়ার সময় নেই ,

নিজের চায়ের প্রেমে নিজে পড়ি 😂 ☕☕


Address


Telephone

+8801723403072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home & Souls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Home & Souls:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share