09/06/2022
Ya Shabab - A Wake-Up Call l Inspirational Nasheed l Ikram Zaman l TAL Production
Full HD version: https://youtu.be/UlM8BGmdCwg
⛔🚫Disclaimer ( Read Below)
Reuploading is only permitted on personal Accounts for Dawah purposes. Other than this, do not re-upload it on any Facebook , , or channel
Available on Facebook:
Credits:
Track: Ya Shabab
Lyric, Tune & Voice: Ikram Zaman
FB: https://www.facebook.com/ikram.zaman.55
Sound Design: Saad Mahmud
Video Production: The Awakening Luminaries - TAL Production
Edited by Ishmum
FB page: https://www.facebook.com/IshmumNaoar
Instagram: https://www.instagram.com/ishmumnaoar...
Lyrics :
আমাদের ছিলো এক সোনালী অতীত,
নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত।
আইন ছিলো শুধু ইনসাফের-ই
জুলুম রুখে দিতে হতো না দেরি।
আমাদের সে অতীত হারিয়ে গেছে,
মাজলুম আজ তাই কেঁদে মরে।
হারিয়েছি যা, তা কি পাবো ফিরে?
তুমি না জাগলে তাকে ফেরাবে কে?
ইয়া শাবাব, ইস্তায়িক্বিয।
হে যুবক, জেগে উঠো।
তুমি কি শুনোনি খালিদের কথা,
সালাহউদ্দিনের শত বীরগাঁথা?
যুগে যুগে তারা ছিলো উম্মাহর ত্রাতা
তবে কেন আজ মনে শোকাতুর ব্যাথা?
সিরিয়া-কাশ্মীরে, আরাকান-উইঘুরে
ডাকছে তোমারই ভাই,
মিটাবে জুলুম চিরতরে,
তাকে কোথা খুঁজে বলো পাই?
হারিয়েছি যা, তা কি পাবো ফিরে?
তুমি না জাগলে তাকে ফেরাবে কে?
ইয়া শাবাব, ইস্তায়িক্বিয।
হে যুবক, জেগে উঠো।
তুমি আজো মজে আছো ভোগ-বিলাসে,
ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে,
যাকে কভু দেখেনি সূর্যালোকে,
সে বোন আজ লাঞ্ছিত বারেবারে।
ভারত-ফিলিস্তিনে, উইঘুর-আরাকানে,
কাঁদছে তোমারই বোন,
তাদেরই ডাকে তুমি সাড়া দেবে,
বলো কবে নেবে এই পণ?
ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে,
আর কিভাবে বলো বিজয় আসে?
ইয়া শাবাব, ইস্তায়িক্বিয।
হে যুবক, জেগে উঠো।
তাদের বেঁধে দেয়া কাঁটাতার ভুলো,
জেনে রেখো মোদের সীমানা নেই কোন।
মুসলিম হলে তাকে ভাই বলে জেনো,
তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন।
আর কতকাল বলো থাকবো এ পদতলে,
কাটাবো দুঃখেরই কাল,
কবে বলো সব এক হয়ে
ধরবে উম্মাহ'র হাল?
হারিয়েছি যা, তা কি পাবো ফিরে?
তুমি না জাগলে তাকে ফেরাবে কে?
ইয়া শাবাব, ইস্তায়িক্বিয।
হে যুবক, জেগে উঠো।
✯Revolution✯ - ✯✯✯Tal Production✯✯✯
All videos: www.youtube.com/c/TALProduction_revol...
Creator and owner: Ishmum Naoar
FB page: https://www.facebook.com/tal.production/
Instagram : https://www.instagram.com/tal.production]
https://www.instagram.com/ishmums_pho...