17/09/2025
অনেক ফ্যামিলির ছেলেমেয়েরা এতটাই রিচ যে, দেখা যাচ্ছে বেশ এক্সপেন্সিভ জামা কাপড় বাসাতেই পরে বসে থাকে। তাদের বাসায় প্রায় প্রতিদিনই তিনবেলা মজার মজার রান্না করা হয়। কোনো স্পেশাল মেহমান আসলে যে ধরণের খাবার রান্না করা হয় ঠিক ঐরকম। বাহিরে কেউ দাওয়াত দিলে সেখানে যাওয়া নিয়ে তেমন কোনো উৎসাহ তাদের থাকে না। কারন তাদের বাসায় বেস্ট খাবারটা প্রতিদিনই রান্না করা হয়।
উচ্চবিত্ত আর মধ্যবিত্তের মধ্যে অনেক ফারাক। আপনার টাকা আছে তাই আপনি দামী শাড়ি/ড্রেস বাসায়ই পরে থাকেন কিন্তু যাদের ওরকম সাধ্য নেই তারা একটা দুটো ড্রেসকেই খুব যত্নে তুলে রাখে। কোথাও বেড়াতে গেলে বা মেহমান আসলে সেটাই পরে। এটা কাউকে বড় দেখানোর জন্য নয়। আর আত্মীয় স্বজনরা তো জানেই কার কি অবস্থান। তবে অবস্থান যেমনই হোক তার জন্য শুকরিয়া। কাপড়টা কম বা বেশি মূল্যেরই হোক যা আছে সেটাই যত্নে রেখে পরতে হয়। সবচেয়ে দামী কাপড়টাও যে সবসময় আলমারিতেই থাকে তা নয়। প্রয়োজন ছাড়াও আমরা মাঝে মধ্যে পরি, ছবি তুলি, আবার রেখে দেই। মেহমান আসা ছাড়াও আমরা ভালো খাবার খাই। অবশ্যই তা প্রতিদিন না।
এইযে নিত্য নতুন এত্ত কাপড় কিনে প্রতিদিন পরা হয়, রেস্টুরেন্টে গিয়ে সপ্তাহে ৪/৫ দিন খাওয়া হয় তার মধ্যেও কিন্তু একরকমের বোরিং অনুভূতি কাজ করে! আস্তে আস্তে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে কোনো স্পেশাল দিনের জন্য জামাকাপড় কিনে অথবা মাসে/বছরে একবার হলেও মা বাবাকে নিয়ে বাইরে খাবার খাওয়ার মধ্যে যে আনন্দ বা উল্লাসটা থাকে সেটা কখনো তারা পায়না। কিন্তু আমরা এই সুন্দর অনুভূতিটা অনুভব করতে পারি। আমরাও নিজেকে অবশ্যই ভালোবাসি। আমাদের সাধ্য সবসময় কুলিয়ে উঠেনা।
জীবন বড়ই অদ্ভুত!🍂
~Ayesha