হাসবিয়াল্লাহ শপ

হাসবিয়াল্লাহ শপ we give you 100% organic food

16/01/2024

কেউ বিয়ে করতে উদগ্রীব হয়ে থাকে, কেউবা ভ-য় পায়!!
পেশেন্টঃ- বিয়ে করতে প্রচুর ভয় পেতাম,আগে থেকেই মনে হতো আমি পারবোনা, আত্মবিশ্বাস ছিলোনা। কারন আমার বিভিন্ন বদভ্যাস ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সুপরামর্শের পর এবং প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি খাবার খাওয়ার পর বিয়ে করে খুব সুখে আছি,স্ত্রীও সন্তুষ্ট।

যে কোন পরামর্শের জন্য কল করুন 01854801592 অথবা ইনবক্সে নক দিন

👉গ্যাস্ট্রিকের সকল সমস্যার সমাধান হবেই ইনশাআল্লাহ।  কারণ রাসূল ( সঃ) এর শেখানো পদ্ধতিতে তৈরি করা একটি অমূল্য এই গ্যাস্ট্...
16/12/2023

👉গ্যাস্ট্রিকের সকল সমস্যার সমাধান হবেই ইনশাআল্লাহ। কারণ রাসূল ( সঃ) এর শেখানো পদ্ধতিতে তৈরি করা একটি অমূল্য এই গ্যাস্ট্রো ফুড পাউডারটি।
🌿 এটি সম্পূর্ণ প্রাকৃতিক দেশী এবং বিদেশী সি-ক্রে-ট কিছু ভেষজ উপাদান দ্বারা তৈরি । যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
👉এটি সেবনের পরে আপনি সহ আপনার পরিবারের কেউ ,গ্যাস্ট্রিক এর জন্য অযথা ডাক্তারের পিছনে বিভিন্ন রকমের ঔষধের পিছনে , টেস্টের নামে নানা রকম যন্ত্রণা , অতিরিক্ত অর্থ খরচ এবং চিকিৎসার জন্য আপনাকে আর কোনরকম দুশ্চিন্তা করতে হবে না ।

👉গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে স্থায়ী সমাধান পেতে অর্ডার করুন অথবা বিস্তারিত জানতে কল করুনঃ-01854801592

ম্যাকারুট / maca root.🌿এটি কামশক্তি বৃদ্ধি করে। 🌿ধ্বজভঙ্গ, এরেক্টাইল ডিসফাংশন প্রতিরোধ করে। 🌿শারীরিক শক্তি এবং সহনশীলতা ...
15/12/2023

ম্যাকারুট / maca root.
🌿এটি কামশক্তি বৃদ্ধি করে।
🌿ধ্বজভঙ্গ, এরেক্টাইল ডিসফাংশন প্রতিরোধ করে।
🌿শারীরিক শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করে।।
🌿মেনোপজের লক্ষণগুলি হ্রাস করে

এছাড়াও আরো কিছু ঔষধি গুণ রয়েছে এই ভেষজটিতে।
প্রয়োজনে আপনার চাহিদা জানাতে পারেন।

07/12/2023

এটা এক অন্যরকম ভালোলাগা।
দ্বীনের মধ্যেই রয়েছে সকল প্রশান্তি।
শায়েখের নাম মনে নেই, একটা লেকচারে শুনেছিলাম উনি আফ্রিকার দেশ মৌরতানিয়ার একটি গ্রামে গিয়ে মাসজিদে কোনো কুরআনের মুসহাফ না দেখে জিজ্ঞেস করলেন 'মুসহাফ কোথায়?'

উনাকে উত্তর দেয়া হল- গ্রামের সবাই হাফেজে কুরআন তাই মাসজিদে মুসহাফ নেই। আলহামদুলিল্লাহ অর্থনীতিতে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে পার করলেও আফ্রিকার মুসিলম দেশগুলোতে কুরআনের চর্চা মাশা'আল্লাহ চোখে পড়ার মতো।

ক্যাপশন : আরিফুজ্জামান নয়ন (ঈষৎ পরিমার্জিত)।

🍀পরিসংখ্যান বলছে এদেশে বিয়ের পরে ডিভোর্স হয়ে যাওয়ার প্রবণতা দিনে দিনে বাড়ছে। এই বিবাহ বিচ্ছেদের কারণগুলোর অন্যতম কারন প...
07/12/2023

🍀পরিসংখ্যান বলছে এদেশে বিয়ের পরে ডিভোর্স হয়ে যাওয়ার প্রবণতা দিনে দিনে বাড়ছে। এই বিবাহ বিচ্ছেদের কারণগুলোর অন্যতম কারন পুরু/ষের শারী/রিক অ/ক্ষমতা দিনের পর দিন দাম্পত্য জীবনে বাড়ছে হতাশা।

🍀অধিকাংশ পুরুষ তাঁর স্ত্রীর যৌ/ন ইচ্ছা সম্পর্কে উদাসীন। নিজের পরিতৃপ্তি আদায় করাই তাঁদের প্রধান উদ্দেশ্য। গবেষণা বলছে ঔষধ নয় প্রাকৃতিক ভাবেই এই শারীরিকভাবে অসুস্থতাকে কাটিয়ে তোলা সম্ভব। তাই শতভাগ প্রাকৃতিক সেবা নিয়ে হাসবিয়াল্লাহ শপ আছে আপনার পাশে।

🍀যে কোন প্রয়োজনে ইনবক্স করুন অথবা কল করুন 01854801592

- একা একা মধু খাইতে যাবি আর.!🤨
22/11/2023

- একা একা মধু খাইতে যাবি আর.!🤨

বচ খুবই গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। উত্তরের শীতের দেশগুলোতে এই গাছ প্রাকৃতিকভাবেই জন্মে। সেখান থেকে প্রায় আড়াইশ বছর আগে পর...
21/11/2023

বচ খুবই গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। উত্তরের শীতের দেশগুলোতে এই গাছ প্রাকৃতিকভাবেই জন্মে। সেখান থেকে প্রায় আড়াইশ বছর আগে পর্তুগিজরা আমাদের দেশে নিয়ে আসে। ভারতের কাশ্মীর, হিমাচল, নাগা পাহাড়, বাংলাদেশের সিলেটসহ শ্রীলংকার ২০০০ মিটার উচ্চতায়ও বচ এখন প্রাকৃতিকভাবে জন্মে।
চক্রদত্তে বলা হয়েছে, উন্মাদরোগে বচের রস বা চূর্ণ এবং কুড়চূর্ণ মধুসহ খেলে উপকার হয়। দুগ্ধান্ন সেবনপূর্বক মধুসহ বচ খেলে মৃগীরোগে আরোগ্য হয়। হার্নিয়া রোগে বচ ও সরিষার প্রলেপ দিলে বৃদ্ধি প্রশমিত হয়। বাংলাদেশ আয়ুর্বেদিক ফর্মুলারি ১৯৯২তে ৬৫টি ওষুধে বচ ব্যবহারের কথা বলা হয়েছে।

এর মধ্যে অন্যতম হলো পেটফাঁপা, স্মৃতিশক্তি, স্বরভঙ্গ, মৃগী, উন্মাদ, বাতরোগ, অনিদ্রা, কৃশতা ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি ১৯৯৩তে ৯টি ওষুধের উপাদান হিসেবে বচ ব্যবহারের উল্লেখ দেখা যায়।

 ্বল    বিলম্ব রজঃ স্রাব ও কষ্টদায়ক রজস্রাব রোগে অত্যান্ত কার্যকরী একটি ভেষজ এটিওলোট কম্বল-অনিয়মিত ঋতুস্রাব ও বন্ধাত্বর...
21/11/2023

্বল
বিলম্ব রজঃ স্রাব ও কষ্টদায়ক রজস্রাব রোগে অত্যান্ত কার্যকরী একটি ভেষজ এটি

ওলোট কম্বল-অনিয়মিত ঋতুস্রাব ও বন্ধাত্বরোধ করে।
কম ঋতুস্রাব ও অনিয়মিত ঋতুস্রাব রোগে ওলোট কম্বল পরীক্ষিত ওষুধ।
#ভেষজ

এটি ওষুধে অ্যাস্ট্রিঞ্জেন্ট এজেন্ট, কার্ডিয়াক টনিক এবং মূত্রবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। এবং একজিমা , বাত , জ্বর এবং মূত্র...
20/11/2023

এটি ওষুধে অ্যাস্ট্রিঞ্জেন্ট এজেন্ট, কার্ডিয়াক টনিক এবং মূত্রবর্ধক হিসেবে ব্যবহৃত হয়।
এবং একজিমা , বাত , জ্বর এবং মূত্রাশয় পাথরী নাশক। প্রদাহজনক প্রতিক্রিয়াকে সংশোধন করে।

জাতিগতভাবে হস্তিপদ, ক্ষত, নেফ্রাইটিস,
শোথ, বুকের ব্যথা, জ্বর, খোসপাঁচড়া, ঘা, কাশির টনিক, জ্বর, এবং ব্রঙ্কাইটিস
এবং হাঁপানির জন্য ব্যবহৃত হয়।

চীনারা হস্তিপদ এর
পাতা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য "চা"
হিসাবে বাজারজাত করে থাকে।

প্রয়োজনে যোগাযোগ করুন 01854801592
অথবা ইনবক্সে চট করে একটা নক করে ফেলুন

20/11/2023

স্নিগ্ধ বাতাসে ভেসে আসা চিরচেনা এক সুর ♥️♥️♥️

জটামানসি চুলের জন্য একটি বিশেষ থেরাপির মতো কাজ করে কারণ এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ম...
20/11/2023

জটামানসি চুলের জন্য একটি বিশেষ থেরাপির মতো কাজ করে কারণ এর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা মাথার ত্বকের প্রদাহ কমায় এবং মাথার ত্বকের সংক্রমণ থেকে রক্ষা করে। এছাড়াও, চুল পড়া রোধ করতে এবং চকচকে মজবুত রাখতে জটামানসির ভূমিকা অসাধারণ।

গোলাপ ফুলের সমুদ্র! 🤍
20/11/2023

গোলাপ ফুলের সমুদ্র! 🤍

কাবাব চিনি দেখতে অনেকটা গোলমরিচের মতো। কাবাব চিনির বোঁটা লম্বা ও ফলের সঙ্গে থাকে। ফলের খোসার আবরণ কোঁকড়ানো ও একটি বীজ ...
19/11/2023

কাবাব চিনি দেখতে অনেকটা গোলমরিচের মতো। কাবাব চিনির বোঁটা লম্বা ও ফলের সঙ্গে থাকে। ফলের খোসার আবরণ কোঁকড়ানো ও একটি বীজ হয়। এতে রয়েছে অনেক ঔষধি গুন এবং উপকারিতা
কার্যকারিতা / উপকারিতাঃ
কাবাব চিনি শরীরের প্রধান অঙ্গগুলো শক্তিবর্ধক হিসেবে কাজ করে
জীবনীশক্তি সতেজ করে
যৌনশক্তি বাড়ায়
যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক এবং বায়ুনাশক
মূত্রনালির প্রদাহ, গনোরিয়া, ক্ষত ও প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে
পুরনো মাথাব্যথা দূর করে
গলাব্যথা ও হৃৎকম্প দূর করে
দাঁতের মাড়ি মজবুত করে
মূত্রাশয়ের শক্তি ও প্রস্রাববর্ধক, পাথুরিনাশক হিসেবে কাজ করে
মুখের দুর্গন্ধ ও কণ্ঠস্বর পরিষ্কারক
রুচি বৃদ্ধি করে
বুক জ্বালা , পেট ফাঁপা দূর করে

এই একটি ভেষজ ই আপনার দেহকে অনেক জটিল ও কঠিন রোগ থেকে মুক্ত করতে সাহায্য করবে। 🟢 চোবচিনি রক্ত পরিস্কারক, হৃদপিন্ড, যকৃত ও...
19/11/2023

এই একটি ভেষজ ই আপনার দেহকে অনেক জটিল ও কঠিন রোগ থেকে মুক্ত করতে সাহায্য করবে।

🟢 চোবচিনি রক্ত পরিস্কারক, হৃদপিন্ড, যকৃত ও মস্তিস্কের শক্তিকারক।
🟢 প্রফুল্লতা আনয়ন কারক ও জীবনী শক্তি বর্ধক। বলগম জনিত রােগে উপকারী এবং বলগম জনিত পুরানাে মাথা ব্যথা দূর করে ও নিদ্রা আনয়ন করে।
🟢 বাত ব্যথা, সন্ধি ব্যথা, পক্ষাঘাত, লাকোয়া, রাশা এবং সর্ব প্রকার অম্লজনিত উন্মাদ, মালেখুলিয়া ও মৃগী রােগে উপকারী।
রক্ত দোষ জনিত ফোড়া, অর্বুদ, কুষ্ঠ, সিফিলিস, গনােরিয়া ও গন্ডমালার রােগে এবং শ্বেতকুষ্ঠ রােগে উপকারী। শুক্রকীট ও ডিম্বকোষ বৃদ্ধির মাধ্যমে গর্ভের সঞ্চার করে এবং বাত ব্যথা,জরায়ুর বিভিন্ন রোগে ব্যবহার হয়

ক্ষীর কাকুলী, ক্ষীর বল্লীকা, ধীরা❤️ এটি শুক্র সৃষ্টির কারক🌿শরীরের পুষ্টি সাধন কারক💚 বাত ব্যথা, শরীরের জ্বালাপোড়া গায়ে ...
19/11/2023

ক্ষীর কাকুলী, ক্ষীর বল্লীকা, ধীরা

❤️ এটি শুক্র সৃষ্টির কারক
🌿শরীরের পুষ্টি সাধন কারক
💚 বাত ব্যথা, শরীরের জ্বালাপোড়া গায়ে পানি আসা, শোথ রোগের ঔষধ।
এবং জ্বর নাশক ।

(মাত্রাঃ ৮ গ্রাম)

কেয়ামূল নারীদের বিশেষ উপকারে ব্যবহৃত হয় । সাদাস্রাব ভালো হয় । অনিমিয়ত মাসিক ভালো হয় পিরিওডের ব্যাথা কমাতে সহায়ক   #কেয়াম...
18/11/2023

কেয়ামূল
নারীদের বিশেষ উপকারে ব্যবহৃত হয় ।
সাদাস্রাব ভালো হয় ।
অনিমিয়ত মাসিক ভালো হয়
পিরিওডের ব্যাথা কমাতে সহায়ক
#কেয়ামূল

গোক্ষুর বীজের পাউডার 💪Muscles /পেশীর বৃদ্ধিতে 💪শারিরীক গঠন উন্নত করতেএটি বলকারক, কামোদ্দীপক। মহিলাদের কামোত্তেজনা বৃদ্ধি...
17/11/2023

গোক্ষুর বীজের পাউডার
💪Muscles /পেশীর বৃদ্ধিতে
💪শারিরীক গঠন উন্নত করতে
এটি বলকারক, কামোদ্দীপক।
মহিলাদের কামোত্তেজনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
রক্ত সংবহন তন্ত্র গুলো প্রশস্ত করে যৌনাঙ্গে এবং হৃদপিণ্ডে রক্তসঞ্চাল বৃদ্ধি।
একজিমা, চুলকানি দুর করে।

বিশেষ করে শরিরের ম্যাসল বৃদ্ধি
এবং মহিলাদের কামোত্তেজনা বৃদ্ধির
জন্য গোক্ষুরা ঐতিহ্যগত ভাবে পরিচিত একটি ভেষজ।

গোক্ষুর সম্পর্কে বিশদভাবে জানতে নিচের লেখাটি পড়ুন।

গোক্ষুরা একটি শক্তিশালী ঔষধি ভেষজ এবং বিভিন্ন চিকিৎসাতে একে ব্যবহার করা হয়েছে। এই উদ্ভিদের ফল এবং শিকড় ভারতীয় আয়ুর্বেদে এবং চিন দেশের প্রথাগত চিকিৎসাতে ব্যবহার করা হয়েছে। গোক্ষুরার ফলের মূত্রবর্ধক, কামোদ্দীপক এবং প্রদাহ-বিরোধী গুণ আছে। এই উদ্ভিদের শিকড় ব্যবহৃত হয় হাঁপানি, কাশি, রক্তাল্পতা এবং দেহের অভ্যন্তরের প্রদাহের চিকিৎসার জন্য। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের চিকিৎসায় এই উদ্ভিদের পোড়া ছাই ব্যবহার করা হয়।

চরক, ভারতীয় চিকিৎসাবিদ্যার জনক, জানিয়েছিলেন যে এই উদ্ভিদটি কামোদ্দীপক, অর্থাৎ যৌন কামনা বৃদ্ধিকারী, মূত্রবর্ধক এবং দেহ থেকে মূত্রের মাধ্যমে টক্সিন বার করে দেয়।

গোক্ষুরার পুষ্টি সংক্রান্ত তথ্য - Gokshura nutrition facts in Bengali
সমগ্র ট্রিবিউলাস প্ল্যান্টের বিভিন্ন অংশে অনেকগুলি রাসায়নিক উপাদান রয়েছে যা নিরাময়কারী এবং পুষ্টিকর হিসাবে মূল্যবান।

এর পাতায় রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট, লোহা, প্রোটিন, ইত্যাদি যা হারকে শক্ত করে। গোক্ষুরার বীজ চর্বি এবং প্রোটিন সমৃদ্ধ, এবং গোক্ষুরার ফল হল ওলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লুকোজ সমৃদ্ধ।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ হোম সায়েন্স অনুযায়ী গোক্ষুরা চূর্ণতে এই পুষ্টিগুলি বর্তমান:

পুষ্টি মান/100 গ্রাম
শক্তি 73.48 কিলো ক্যালোরি
কার্বোহাইড্রেট 15.9 গ্রাম
প্রোটিন 1.3 গ্রাম
ফ্যাট 0.25 গ্রাম
ফ্ল্যাভোনয়েডস 19.92
ভিটামিন
ভিটামিন সি 14.2 মিলিগ্রাম
খনিজ পদার্থ
ক্যালসিয়াম 59 মিলিগ্রাম

শরীরচর্চা এবং পেশী বৃদ্ধিতে ……
পেশির শক্তি বৃদ্ধি এবং দেহের গঠনের জন্য গোক্ষুরা ব্যবহার করা হয় এবং এটি স্টেরয়েডের একটি প্রাকৃতিক বিকল্প হতে পারে।
মানসিক স্বাস্থ্যের বিশৃঙ্খলায়: গোক্ষুরা তে স্যাপিওনিনস থাকায় এর অবসাদ বিরোধী এবং উদ্বেগ নাশক গুণ আছে। কাজেই অবসাদ এবং উদ্বেগের ব্যবস্থাপনাতে একে ব্যবহার করা যেতে পারে।

হৃদযন্ত্রের জন্য: ……
গোক্ষুরা তে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এর কার্ডিয়ো-প্রোটেকটিভ গুণ আছে। গোক্ষুরা রক্তচাপ এবং কোলেস্টেরল হ্রাস করতে সহায়তা করে, তাই এথেরোস্ক্লেরোসিস এবং হৃদযন্ত্রের অন্যান্য সমস্যা প্রতিরোধ করতে পারে।

বৃক্ক (কিডনি) 'র জন্য: ……
গোক্ষুরা একটি মূত্রবর্ধক। কাজেই শরীর থেকে অতিরিক্ত খনিজ পদার্থ বার করে দিয়ে বৃক্কে পাথর (কিডনি স্টোন) জমা হওয়া প্রতিরোধ করতে পারে। বৃক্কের কর্মক্ষমতাও উন্নত হয়।

মহিলাদের কামোত্তেজনায় ……
মহিলাদের স্বাস্থ্যের উন্নতিতে গোক্ষুরার বহুবিধ প্রভাব আছে। নিয়মিত সেবন করলে কামজ এবং যৌন ইচ্ছা বৃদ্ধি পায়। এছাড়া পিসিওএস (পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম) এবং ইউটিআই (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান) 'এর বিরুদ্ধেও কাজ করে।

অন্যান্য উপকার:……
ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, একজিমা, চুলকানি এবং ত্বকের অস্বস্তি দূর করে। চুল এবং ত্বকের বয়োবৃদ্ধির চিহ্নগুলি আসতে দেরি করায়। আধকপালে, অর্শ এবং ফিস্টুলা রোগেও উপকার দেয়।

মূত্রনালির সংক্রমণ ও গোক্ষুরা ……
গবেষণা অনুযায়ী মূত্রনালির সংক্রমণের চিকিৎস্যয় গোক্ষুরা সফল ভাবে ব্যবহার করে যেতে পারে এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এর মূত্রবর্ধক গুণ থাকায় গোক্ষুরা প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করে। ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে প্রস্রাবের সাথে বার করে দিয়ে মূত্রনালির সংক্রমণ কমাতে পারে।

বিশ্বাস করা হয় যে গোক্ষুরার পুনর্জন্ম দেওয়ার মত বৈশিষ্ট্য আছে। গোক্ষুরা খেলে দেহের টক্সিন হ্রাস পায় এবং মূত্রনালির এবং ব্লাডারের সংক্রমণ হ্রাস করে। যেহেতু গোক্ষুরাকে নিরাপদ মনে করা হয়, এটি অ্যান্টি-বায়োটিকের ভাল বিকল্প হতে পারে।

(ছবি এবং লেখা গুগল থেকে নেওয়া)
এছাড়াও আপনার প্রয়োজনীয় যেকোনো ভেষজ এর চাহিদা আমাদের জানাতে পারেন।

লতাকস্তুরী বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। জঙ্গলের ধারে জন্মে। পশ্চিম ভারতের উপকূল, উত্তর নেপাল ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্র...
17/11/2023

লতাকস্তুরী বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। জঙ্গলের ধারে জন্মে। পশ্চিম ভারতের উপকূল, উত্তর নেপাল ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এটি বেশি পাওয়া যায়। পাতা রোয়াযুক্ত,ডগা ও কিনারা কাকরা কাটা। পাতার দুই পিঠই রোমশ। ফলের রঙ হলুদ, মাঝে বেগুনী। ফল লম্বায় ছয় সেন্টিমিটার, ডগা সূচালো ও রোমযুক্ত। ফলের মধ্যে কালো রঙের বীজ হয়। মৃগনাভী কস্তুরীর যে সুগন্ধ, লতাকস্তুরীর সুগন্ধও তেমনই। যারা যৌন দুর্বলতায় আক্রান্ত, নিয়মিত লতাকস্তুরী ব্যবহারে তারা উপকার পাবেন। লতাকস্তূরীতে সাধারণত বর্ষকাল থেকে শীতকাল পর্যন্ত ফুল ও ফল পাওয়া যায়।
#লতাকস্তুরী

Address

Khilgaon

Telephone

+8801854801592

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাসবিয়াল্লাহ শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share