Jannatul Ferdous Suruchi

Jannatul Ferdous Suruchi I love myself more than anybody❤️. I love to Travel and Food. I’m also a Makeup Artist. Stay with me.
(1)

24/07/2025

জানি না নিজেকে ঠিক করতে কত সময় লাগবে।যতই ভুলে থাকার চেষ্টা করছি না কেনো বাচ্চা গুলোর কথা বেশি মনে পড়ছে ।একদিন সব ঠিক হবে কিন্তু বাচ্চা গুলো মায়ের বুকে ফিরবে না ।

আমার ভবিষ্যৎ 😝😝😝
24/07/2025

আমার ভবিষ্যৎ 😝😝😝

They always do the sarcasm in an epic way.!এবারও বেশ বলেছে...তবে এসব বিমান বিমান খেলা সবসময় ক্রাউডেড এরিয়ার উপরই হবে আর...
23/07/2025

They always do the sarcasm in an epic way.!
এবারও বেশ বলেছে...
তবে এসব বিমান বিমান খেলা সবসময় ক্রাউডেড এরিয়ার উপরই হবে আর সচি_বালয়ের এলিটরা বাসায় বসে দেখবে! স্কুইড গেম ভিআইপিজ ইন রিয়েল লাইফ 🙂

চার জনের ছোট্ট ফ্যামিলি,হ্যাপি ফ্যামিলি। ছবির বাচ্চা মেয়েটার নাম 'নাজিয়া', মাইলস্টোনের দুর্ঘটনায় সে দুনিয়া থেকে বিদায় নে...
23/07/2025

চার জনের ছোট্ট ফ্যামিলি,হ্যাপি ফ্যামিলি।
ছবির বাচ্চা মেয়েটার নাম 'নাজিয়া', মাইলস্টোনের দুর্ঘটনায় সে দুনিয়া থেকে বিদায় নেয়। দুই ভাই বোনের মধ্যে বাকি থাকে ছোট ভাই টা। তার নাম 'নাফি', সবচেয়ে 'শোকের' খবর কি জানেন? সে ও গতোকাল রাতে দুনিয়া থেকে চলে গেছে!

অনেক শুনতাম যে একজন সন্তান চলে গেলে মা বাবা রা আরেক সন্তান কে জড়িয়ে অন্য সন্তানের কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করে! এই ফ্যামিলি টা কি করবে? 'ফ্যামিলি' ই তো আর নাই! দুই সন্তান একই স্কুলে পড়তো, দুজনেই শেষ! তারা এখন কি নিয়ে বাঁচবে? কিভাবে বাঁচবে?

এই দুনিয়ার জীবনে কিছুই রইলো না আর তাদের! আদরের সন্তান এক দুর্ঘটনায় শেষ! সকাল সকাল এই নিউজ আরেকবার 'শোক' উপহার দিলো!

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়া...
22/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি। এই ছবিটা কে তুল...
22/07/2025

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি।
এই ছবিটা কে তুলেছে জানিনা। তবে আমার পাশে যেই মা দাঁড়িয়ে আছেন তার ১৫ বছর বয়সী মেয়ে গতকাল রাতে মারা গেছেন। আর ৯ বছর বয়সী ছেলেটার ৯৫% বার্ন, আইসিইউতে ভর্তি। উনি সকাল থেকে একটাই প্রশ্ন সবাইকে হাজারবার করেছেন, "বাচ্চাটার শ্বাস আছে তো?" যদি কেউ বলে হ্যাঁ আছে উনি তাতেই খুশি। মাঝেমধ্যে বলছেন ওর হাত পা অনেক ঠান্ডা হয়ে আছে ওকে জেনো ঠিকমতো কম্বল গায়ে দিয়ে দেওয়া হয়। তাকে শেষ পর্যন্ত স্বান্তনা দেওয়ারও কোনো ভাষাই আমাদের কারও কাছে ছিল না।
আরেকজন মা ছিলেন। তিনি মাহতাবের মা। মাহতাবও অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ও মায়ের খুব সম্ভবত এই একটাই সন্তান। আইসিইউ থেকে ডাক্তাররা যদি কোনো কারণে পরিবারের খোঁজ করেন তখন তাদের চোখে যে আতঙ্ক তা দেখার মতো না।
এইযে এনাদের মতো আরও মায়েরা যারা এখানে আছেন, এনারা শুধু এটুকুতেই খুশি যে তাদের সন্তানদের শরীরে প্রাণ আছে। তারা হয়তো বুঝতে পেরেছেন, এই দেশে শুধু দেহে প্রাণ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন!

©Raunak Tabassum

ক্লাসঃ থ্রি। সেকশনঃ Sky।ধারনা করা হচ্ছে এই সেকশনের কেউ বেচে নেই 😔
22/07/2025

ক্লাসঃ থ্রি। সেকশনঃ Sky।
ধারনা করা হচ্ছে এই সেকশনের কেউ বেচে নেই 😔

21/07/2025

ধন্যবাদ ডাঃ ফারজানা❤️ বিপদে মানুষ মানুষের জন্য ❤️

মাইলস্টোন কলেজের ভেতর থেকে খবর পেলাম দুইটা ক্লাসরুমের একজনও বাঁচেনি। প্রতিটা ক্লাসরুমে ৩০ জনের মতো স্টুডেন্ট থাকে। এই দু...
21/07/2025

মাইলস্টোন কলেজের ভেতর থেকে খবর পেলাম দুইটা ক্লাসরুমের একজনও বাঁচেনি। প্রতিটা ক্লাসরুমে ৩০ জনের মতো স্টুডেন্ট থাকে। এই দুইটা রুমসহ আরো অনেকগুলো রুম বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে ১০০ এর ওপরে মারা গেছে। কিন্তু সরকার থেকে মৃতের সংখ্যা না জানানোর বিষয়ে মাইলস্টোনকে সতর্কতা দেওয়া হয়েছে।

বাচ্চাগুলোর লাশ নিয়ে অন্তত বানিজ্য করবেন না। এই কষ্ট আর মেনে নেওয়া যায় না। টিভিতে ১৯ জন কে নিহত দেখাচ্ছে 😔। কোনো সরকার কি সত্যি মানুষ হবে না?

আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই আপাতত।

২১/৭/২০২৫ আমার দেখা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ স্যার (৭৬ বাফা)আমি যখন একাডমীতে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এ ছিলাম...
21/07/2025

২১/৭/২০২৫
আমার দেখা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ স্যার (৭৬ বাফা)

আমি যখন একাডমীতে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এ ছিলাম তখন আমি তৌকির স্যারকে ফাইনাল টার্ম এ পেয়েছি। উনি খুব কোয়ালিফাইড ছিলেন, কারণ উনি একজন ক্রস বেল্ট হোল্ডার ছিলেন। তাছাড়াও উনি খুবই নম্র-ভদ্র, শান্ত-শিষ্ট স্বভাবের একজন মানুষ ছিলেন। আমাদের সময় স্যার ছিলেন নাম্বর ২ স্কোয়াড্রেনের। মাঝে মাঝে স্যারকে দেখতাম আমাদের ১ নং স্কোয়াড্রনে এসে ওনার কোর্সমেটদের সাথে গল্প করতে। একাডেমীতে সাধারণত সিনিয়র রা জুনিয়রদের বিভিন্ন কারণে পাঙ্গায়। তবে আমার দেখা এই এক বান্দা যিনি কখন জুনিয়রদের তেমন কিছু একটা বলতেন না। বরং কোন ফল্ট করলেও স্যার তা কারেকশন করে দিতেন ও মোটিভেশন দিতেন। স্যারের সামনে ট্রেনিং লাইফে অনেকবার পড়েছি। স্যার সবসময় জুনিয়রদের কথা ভাবতেন। মাঝে মাঝে হেয়ার কাট এ গেলে দেখতাম স্যার এসেছেন। ওই সময় আমরা বাইরে দাঁড়িয়ে থাকলে স্যার আমাদেরকে ভেতরে গিয়ে বসতে বলতেন। সাধারণত জুনিয়র রা বাইরেই দাঁড়িয়ে থাকে। তবে স্যার আমাদের কষ্ট হচ্ছে ভেবে ভেতরে নিয়ে বসতে দিতেন আর আমরা আগে গিয়েছে বিধায় উনি সিনিয়র হয়ে আগে অপরচুনিটি পাওয়ার অধিকার রাখা সত্ত্বেও আমাদেরকে আগে হেয়ার কাট এ পাঠাতেন। মাঝে মাঝে নিজেই বলতেন, জুনিয়রস একাডেমী তে কষ্ট পেয় না, মোটিভেশন নিয়ে থাকো। দেখবে দিন পার হয়ে গিয়েছে। একদিন তোমরা আমার যায়গায় আসবে একদিন কমিশন পাবে, সেদিন দেখবে এই দিন গুলো স্মৃতি হয়ে মনে গেথে থাকবে, বলেই একটা ছোট্ট হাসি দিতেন। স্যারের হাসিটা ছিল অনেক বেশিই সুন্দর। যা আমার চোখে এখনো ভাসছে।

আর আজ মোটিভেশন দেওয়া সেই লোকটাই দেশের একটি এ্যাসেট বাচাতে গিয়ে ইজেকশন করার অপশন থাকলেও ইজেক্ট না করে শেষ পর্যন্ত লড়াই করে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এটা অবশ্যই সাহসিকতার এক অনন্য উদাহরণ।
আজকের F7 বিমান টি যেখানে ক্রাস করেছে সেটা দেখে আমার মাথায় প্রথমেই কাজ করেছে যে, সামনেই একটা ফাকা মাঠ ছিল। স্যার হয়তো ওখানেই বিমানটাকে সাম হাউ নামাতে চেয়েছিলেন। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে, কোন স্থাপনার ক্রাস করলে মানুষের অনেক ক্ষতি হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। স্যার আর একটুর জন্য পারেননি। মাঠের সামান্য কিছু আগেই বিমানটি ক্রাস করে।

বুঝতেছেন, একটা মানুষ যে দেখতেছে সে মারা যাচ্ছে। আর এই সময় ও তার ব্রেন তাকে বলছে সামনে ফাকা জায়গায় ক্রাস কর, ইজেক্ট করিস না। কারণ তুই মোরলেও অন্য মানুষ বেচে যাবে। এটাই দেশপ্রেম, দেশের মানুষের প্রতি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ভালবাসা। মনের অন্তরের অন্তস্থল থেকে স্যারের জন্য স্যালুট, ভালোবাসা ও দোয়া। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। কারণ উনি শেষ পর্যন্ত আল্লাহর সৃষ্টি অন্য মানুষকে বাচানোর চেষ্ঠা করে গিয়েছেন।

একবার চিন্তা করে দেখুন, যার বয়স এখনো ৩০ পেরোয়নি, সেই ছেলেটি মাতৃভূমিকে কতটা ভালবাসে। 😓😓😓😓😓😓😓

এটা জুনায়েদে লাশ। বয়স ১০। ঢামেক মর্গে নেয়া হলো😭😭😭
21/07/2025

এটা জুনায়েদে লাশ। বয়স ১০।

ঢামেক মর্গে নেয়া হলো😭😭😭

Address

Khilgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul Ferdous Suruchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannatul Ferdous Suruchi:

Share