নেক একাডেমী

নেক একাডেমী 💖لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ💖

13/01/2025

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব মাস শুরু হলে রজব ও শাবান মাসের বরকত এবং রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য দোয়া করতেন। উচ্চারণ: "আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান"। অর্থ: 'হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসের বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন।

31/03/2024

আয়েশা রা: রাসূলুল্লাহ সা:-কে জিজ্ঞেস করেন, ‘হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কী বলব? তিনি বলেন, ‘তুমি বলো—আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি; অর্থাৎ, ‘হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়ালু, আপনি ক্ষমা করতে ভালোবাসেন; সুতরাং আমাকে ক্ষমা করুন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৫১৩

14/12/2023

আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছেন।। সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার পেজ টি ফলো করুন ও সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল।।

⚠️সময় থাকতে সাবধান হোন ⚠️আমরা অনেকেই কথায় কথায় অনেক সময় বা*ল শব্দটা বলে থাকি। রেগে গেলে বা আমাদের মন মতো কিছু না হলে আমর...
22/08/2023

⚠️সময় থাকতে সাবধান হোন ⚠️

আমরা অনেকেই কথায় কথায় অনেক সময় বা*ল শব্দটা বলে থাকি। রেগে গেলে বা আমাদের মন মতো কিছু না হলে আমরা বলে বসি ধুর বা*ল,হের বা*ল ইত্যাদি। বা*ল শব্দটা এসেছে ইতিহাস থেকে মুছে যাওয়া শয়তান দেবতা থেকে। বা*ল এমন এক দেবতা যার নামে অনেক শিশু ও নারী বলি হয়েছে।
বা*ল কথাটা কুরআনেও উল্লেখ আছে, সূরা আস-সাফফত এর ১২৫ নং আয়াতে আল্লাহ তায়া’লা বলেন- তোমার কি বা*ল কে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বত্তোম সৃষ্টিকর্তা।
খৃষ্টাধর্ম ও বাইবেলে বলা হয়েছে - ভন্ড ঈশ্বর তিনি, প্রতিটি মন্দ কাজের জন্য তার পূজা করা হতো।

এটা জানার আগে পর্যন্ত যারা বা*ল শব্দটা উচ্চারণ করতেন,আশাকরি তারা আর কখনো ভুলেও মুখে আনবেন না। কারণ বা*ল কে ডাকার সাথে সাথে মানুষ আল্লাহর থেকে দূরে সরে যেতে থাকে।

14/06/2023

জিলহজ মাসের প্রথম ১০ দিন সম্পর্কে হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর কাছে জিলহজের প্রথম ১০ দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। সাহাবারা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! আল্লাহর রাস্তায় জিহাদও এই ১০ দিনের আমলের চেয়ে উত্তম নয়? রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে উত্তম নয়; তবে ওই ব্যক্তি ছাড়া, যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশগ্রহণ করল এবং কিছুই নিয়ে ফিরে এলো না।

’ (আবু দাউদ, হাদিস : ২৪৩৮, বুখারি, হাদিস : ৯৬৯)

জিলহজের প্রথম ১০ দিনের আমল

সিয়াম : রোজা রাখা অন্যতম একটি নেক কাজ। তাই এ দিনগুলোতে নফল রোজা রাখা খুবই পুণ্যময়। হুনাইদা বিন খালেদ তাঁর স্ত্রী থেকে, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর জনৈক স্ত্রী থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) জিলহজ মাসের ৯ তারিখ, আশুরার দিন ও প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করতেন।’ (আহমদ, আবু দাউদ ও নাসায়ি)

আরাফার দিন রোজা : আরাফার দিন রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি আল্লাহর কাছে আশাবাদী, আরাফার দিনের রোজা আগের ও পরের এক বছরের গুনাহের কাফফারা হবে।

’ (মুসলিম)। তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয়। কেননা মহানবী (সা.) আরাফায় অবস্থান করেছিলেন রোজাবিহীন অবস্থায়।
হজ ও ওমরাহ সম্পাদন করা : হজ ও ওমরাহ এ দুটি হলো এ দশকের সর্বশ্রেষ্ঠ আমল। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘এক ওমরাহ থেকে আরেক ওমরাহ মধ্যবর্তী গুনাহের কাফফারাস্বরূপ আর কবুল হজের প্রতিদান কেবলই জান্নাত।’ (বুখারি, হাদিস : ১৭৭৩; মুসলিম, হাদিস : ৩৩৫৫)

তাকবির ও তাসবিহ পড়া : এই দিনগুলোতে তাকবির (আল্লাহু আকবার), তাহমিদ (আলহামদু লিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাসবিহ (সুবহানল্লাহ) পড়া সুন্নত। এ দিনগুলোয় জিকির-আজকারের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘এ ১০ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই। তাই তোমরা এ সময়ে তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ), তাকবির (আল্লাহু আকবার) ও তাহমিদ (আল-হামদুলিল্লাহ) বেশি বেশি করে পাঠ করো।’ (বায়হাবি, শুআবুল ঈমান, হাদিস : ৩৪৭৪)

জিলহজের চাঁদ উঠার পর করণীয় : জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে চুল, মোচ, নখ, বগল ও অন্য স্থানের লোম বা পশম না কাটা মুস্তাহাব। এ সম্পর্কে উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী করিম (সা.) বলেন, ‘যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে এবং কোরবানির ইচ্ছা করে, সে যতক্ষণ কোরবানি না করে, ততক্ষণ পর্যন্ত যেন চুল বা নখ না কাটে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৩৬৫৬)। তবে এ আমল মুস্তাহাব, ওয়াজিব নয়।

তাকবিরে তাশরিক পাঠ করা : জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ তারিখের আসরের নামাজ পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

নারী-পুরুষ সবার জন্য ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করা কর্তব্য। (ফাতাওয়ায়ে শামি)

এ তাকবির একবার পাঠ করবে। তাকবিরে তাশরিক হলো, ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।’

পশু কোরবানি করা : এ দিনগুলোর দশম দিন সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব ।

Dear,HSC Students ALL Boardআস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহু।পাস ফেল মানুষের জীবনে আসবেই। এই ক্ষণস্থায়ী জ...
07/02/2023

Dear,
HSC Students
ALL Board
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহু।

পাস ফেল মানুষের জীবনে আসবেই। এই ক্ষণস্থায়ী জীবনে পাস ফেল নিয়ে মাথা ব্যথা করনা । সরণ করো সেই দিন কে , যেদিন তোমাকে তোমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। আর সেই দিন ই দেখা যাবে কে পাস আর কে ফেল।

22/07/2022

সুরা: আল মুনাফিকূন
আয়াত: ৯

হে বিশ্বাসীগণ! তোমাদের ধন-সম্পত্তি ও সন্তান- সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে, যারা উদাসীন হবে, তারাই তো ক্ষতিগ্রস্ত।

তাফসির:

অর্থাৎ, মাল এবং সন্তান-সন্ততির ভালবাসা তোমাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার না করে ফেলে যে, তোমরা আল্লাহ কর্তৃক আরোপিত যাবতীয় বিধি-বিধান ও ফরয কার্যাবলী থেকে উদাসীন হয়ে যাও এবং তাঁরই নির্ধারিত হালাল ও হারামের সীমালংঘনের ব্যাপারেও একেবারে বেপরোয়া হয়ে যাও। মুনাফিকদের আলোচনার পরে পরেই এই সতর্কতার উদ্দেশ্য হল, এ কথা জানিয়ে দেওয়া যে, এটা হল মুনাফিকদের চরিত্র যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। ঈমানদারদের চরিত্র এর বিপরীত। আর তা হল, তাঁরা সব সময় আল্লাহকে স্মরণে রাখেন। অর্থাৎ, তাঁর যাবতীয় বিধি-বিধান ও অত্যাবশ্যকীয় কার্যাবলীর প্রতি যত্ন নেন এবং হালাল ও হারামের মধ্যে পার্থক্য খেয়াল করেন।

Address

Dhaka
Khilgaon

Telephone

+8801742411771

Website

Alerts

Be the first to know and let us send you an email when নেক একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নেক একাডেমী:

Share