
14/09/2025
📢 📢 হালাল ইনভেস্টমেন্ট/বিনিয়োগ করার সুযোগ —
📦ব্যবসা প্রতিষ্ঠান- ওড়না ঘর
১৯৮৬ সাল থেকে ঝিনাইদহের অন্যতম বিশ্বস্ত দোকান "ওড়না ঘর"।
বর্তমানে ওড়না, হিজাব ও ইননারের বিশাল সংগ্রহ এবং শতাধিক নিয়মিত ক্রেতা নিয়ে সফলভাবে ব্যবসা করে আসছে।
✅ ইনভেস্টমেন্টের সুযোগ
প্রয়োজন: ১০ থেকে ১৫ লাখ টাকা
রিটার্ন:
১০ লাখ হলে মাসিক প্রফিট শেয়ার আনুমানিক- ৩০–৩৫ হাজার টাকা
(২৫-৩০% লাভের শেয়ার)
১৫ লাখ হলে মাসিক প্রফিট শেয়ার ৪৫–৬০ হাজার টাকা
✅ সর্বনিম্ন ১.৫ লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসায়িক অংশীদার হতে পারবেন-
1️⃣ ১.৫ লাখ টাকা বিনিয়োগ করলে মাসিক ৪-৫ হাজার টাকা লাভ পাবেন-
2️⃣ ৫ লাখ টাকা বিনিয়োগ করলে মাসিক ১৫-১৬ হাজার টাকা লাভ পাবেন-
3️⃣ ১০ লাখ টাকা বিনিয়োগ করলে মাসিক ৩০-৩৫ হাজার টাকা লাভ পাবেন-
চুক্তি: শরীয়াহ্সম্মত মুদারাবাহ চুক্তি
🤝 পুঁজির নিরাপত্তার জন্য সকল ধরনের আইনগত নিয়ম মেনে স্ট্যাম্পে চুক্তি করা হবে-
ও নিয়মিত বিক্রি রিপোর্ট শেয়ার করা হবে-
চাইলে বিনিয়োগকারি প্রতিটা সেলসের বিক্রির মেমো দেখতে পারবেন-
চুক্তির নিরাপত্তায়-
1️⃣ ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি
2️⃣ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কপি
3️⃣ প্রতিষ্ঠানের ডিড কপি
4️⃣ প্রতিষ্ঠানের মালিকের NID কপি
5️⃣ ২ জন জামিনদারের NID কপি
6️⃣ নির্দিষ্ট তারিখের মূলধনের সমপরিমাণ টাকার লিখিত চেক প্রদান করা হবে
7️⃣ সকল প্রকারের লেনদেন উভয়ের নিরাপত্তার স্বার্থে ব্যাংকে দেয়া হবে-
8️⃣ প্রতিমাসের ইনভয়েস প্রদান করা হবে-
-
💎 কেন ইনভেস্ট করবেন?
1️⃣ ৩৮+ বছরের পুরনো ব্যবসা প্রতিষ্ঠান -
2️⃣ এই ব্যবসার যাবতীয় সকল ধরনের ঝুঁকি ইতিমধ্যে মোকাবেলা করে সফলভাবে পরিচালনা করছি- তাই লসের ঝুঁকি নেই বললেই চলে-
3️⃣ দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান হওয়ায় বৃহৎ শ্রেণির রিপিট কাস্টমার আছে- তাই নিয়মিত সেলস নিশ্চিত করা যায়-
🎯 ঝিনাইদহের প্রধান ব্যবসায়িক লোকেশন-
কেপি বসু সড়ক (বুলবুল মার্কেট- পোস্ট অফিস মোড়)
📜রেগুলার মাসিক বিক্রি: ২-৩ লাখ টাকা
দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে - তাই হালাল বিনিয়োগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের আরো বৃদ্ধি করার ইচ্ছা পোষণ করছি।
📩 বিনিয়োগ করতে ইনবক্সে মেসেজ দিন