Khalid Saifullah Aiyubi

Khalid Saifullah Aiyubi Official Page.

৩১৩ মাশায়েখে বাংলাদেশ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানবাংলাদেশে ইসলামের আহ্বান পৌঁছে দেয়া, ঈমান-আকিদার সংরক্ষণ ও ইসলামী শিক্...
04/07/2025

৩১৩ মাশায়েখে বাংলাদেশ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
বাংলাদেশে ইসলামের আহ্বান পৌঁছে দেয়া, ঈমান-আকিদার সংরক্ষণ ও ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং নিভৃতচারী বুজুর্গানেদীনের অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে- এই প্রজন্ম তাদের পূর্বসূরীদের অবদান ও ত্যাগের ইতিহাস সম্পর্কে জানেই না। এর অনিবার্য পরিণতিতে নানারকম মনগড়া ইতিহাস ছড়িয়ে পড়ার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি হচ্ছে। নিত্যনতুন তত্ত্ব ও তথ্যের কারণে আমাদের অঙ্গনেও অনেকেই নিজেদের শেকড় সম্বন্ধে হীনম্মন্যতায় ভুগছে।
এ বিভ্রান্তি থেকে বাঁচানো এবং নিজেদের ফেলে আসা মাশায়েখগণের অবদান সম্পর্কে জাতিকে অবগত করার দায়িত্বানুভূতি থেকে আমরা বাংলাদেশ মুসলিম কাউন্সিল’র পক্ষ থেকে ৩১৩ মাশায়েখে বাংলাদেশ নামে গ্রন্থ সংকলনের উদ্যোগ গ্রহণ করি। এই গ্রন্থে দেশের প্রত্যন্ত অঞ্চলে আলোচনার বাইরে থাকা ওলামায়ে কেরামের অবদান এবং জীবনী সম্পর্কে তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি।
আগামী ২৬ জুলাই, ২০২৫ শনিবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ৩১৩ মাশায়েখে বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। উক্ত মহতি অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।

হজ্ব পরবর্তী কিছু মিলনমেলায় প্রিয় হযরত ওয়ালা (হাফি.)
11/06/2025

হজ্ব পরবর্তী কিছু মিলনমেলায় প্রিয় হযরত ওয়ালা (হাফি.)

প্রিয় হযরত      কাবার পথে,,
31/05/2025

প্রিয় হযরত
কাবার পথে,,

25/04/2025

হেফাজুল ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুমা পরবর্তী গণ সমাবেশে হযরত ওয়ালার অগ্নিঝরা বক্তব্য।

সকলের কাছে দোয়া ও উপস্থিতি কাম্য, আল্লাহ তাআলা অত্র মারকাজ কে কবুল করেন, এবং মারকাজ কে পাড়ায়ে তাকমীল পর্যন্ত পৌঁছে দে...
13/04/2025

সকলের কাছে দোয়া ও উপস্থিতি কাম্য,
আল্লাহ তাআলা অত্র মারকাজ কে কবুল করেন, এবং মারকাজ কে পাড়ায়ে তাকমীল পর্যন্ত পৌঁছে দেন আমিন।

04/04/2025

০৪/০৪/২৫ ইং (শুক্রবার)

হযরত ওয়ালা (হাফি.) আজ জুম’আর নামাজ পরিয়েছেন হযরতের প্রিয় বাগান “মারকাজুত তারবিয়ার মসজিদ-আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ”য়.

হযরত ওয়ালার জুম’আর নামাজের তিলাওয়াতের অংশ বিশেষ এবং অশ্রুসিক্ত মুনাজাত দেওয়া হলো.

#উল্লেখ্য:- প্রতি ইংরেজি মাসের প্রথম জুম’আর নামাজ
হযরত ওয়ালা এখানেই পরান।

04/04/2025

০৪/০৪/২৫ ইং (শুক্রবার)

হযরত ওয়ালা (হাফি.) আজ জুম’আর নামাজ পরিয়েছেন হযরতের প্রিয় বাগান “মারকাজুত তারবিয়ার মসজিদ-আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ”য়.
হযরত ওয়ালার বয়ানের অংশ বিশেষ দেওয়া হলো.
#উল্লেখ্য:- প্রতি ইংরেজি মাসের প্রথম জুম’আর নামাজ
হযরত ওয়ালা এখানেই পরান।

30/03/2025

হযরত ওয়ালা (হাফি.) এর বাবার প্রতিষ্ঠিত বাগান “সিংগাইর কবরস্থান মাদ্রাসা”য় ইফতারির পূর্ব মুহূর্তে নসিহা পেশ করেন হযরত ওয়ালা এবং অন্যান ওলামায় কেরামগণ.

আল্লাহ তায়ালা দ্বীনের এই মারকাজকে কবুল করেন.

Address

Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when Khalid Saifullah Aiyubi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share