Rajib Hossain

Rajib Hossain �আসসালামু আলাইকুম �

মোমবাতি টা,😒😒😒😒
24/07/2025

মোমবাতি টা,😒😒😒😒

শুভ সকাল ☀️  নতুন দিনের শুরু হোক শান্তি, সাহস আর আশার আলো নিয়ে।  আজকের দিনটা হোক সুস্থ, সুন্দর আর সার্থক।  নিজেকে ভালোব...
23/07/2025

শুভ সকাল ☀️
নতুন দিনের শুরু হোক শান্তি, সাহস আর আশার আলো নিয়ে।
আজকের দিনটা হোক সুস্থ, সুন্দর আর সার্থক।
নিজেকে ভালোবাসুন, আশেপাশের মানুষদের পাশে থাকুন।

#শুভ_সকাল #নতুন_শুরু 🌿💫

এই ছবিটা এখন আর শুধুই একটা দৃশ্য নয়, এটা শত কান্না, হাজার আর্তনাদ আর বুকফাটা এক শূন্যতার প্রতিচ্ছবি।যে মুখগুলো একসময় একস...
22/07/2025

এই ছবিটা এখন আর শুধুই একটা দৃশ্য নয়, এটা শত কান্না, হাজার আর্তনাদ আর বুকফাটা এক শূন্যতার প্রতিচ্ছবি।

যে মুখগুলো একসময় একসাথে শপথ নিয়েছিলো,
আজ তাদের অনেকেই নেই...
স্কুলব্যাগগুলো রেখে গেছে, কাঁধে না—জীবনের এক বিষাদ অধ্যায় হয়ে।

এই ছোট ছোট বুকে আগুন কেন লাগলো?
ওরা তো শুধু স্বপ্ন দেখছিলো, মা-বাবার হাসিমুখ, বন্ধুদের সাথে খেলা, আর কালকের সকাল!
🤲🤲🤲🤲🤲হে আল্লাহ,
যাদের তুলে নিয়েছো, তাদের জান্নাত দান করো।
আর যাদের বুক খালি হয়ে গেছে, তাদের তুমি শক্তি দাও—ধৈর্য দাও।

**একটি জাতির হৃদয়ে আজ শোকের ঘন অন্ধকার।
এই ফুলগুলো আর ফুটবে না, কিন্তু চিরকাল রয়ে যাবে আমাদের হৃদয়ে।** 🖤

#মাইলস্টোন_শিশু_ট্র্যাজেডি
#ভুলবো_না_কখনো
#শ্রদ্ধা_ও_ভালোবাসা**

🎇🎇🎇ভয় পেও না, আমি আছি✋✋একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পড়ান না, প্রয়োজনে হয়ে ওঠেন অভিভাবক, বন্ধু, কিংবা একজন বীর। মাইলস...
22/07/2025

🎇🎇🎇ভয় পেও না, আমি আছি✋✋

একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পড়ান না,
প্রয়োজনে হয়ে ওঠেন অভিভাবক, বন্ধু, কিংবা একজন বীর। মাইলস্টোন স্কুলের শিক্ষিকা

*মেহরিন চৌধুরী*

তার প্রমাণ। ২১ জুলাই, ২০২৫—এই দিনটা কখনো ভুলবে না বাংলাদেশ। বিমান দুর্ঘটনার আগুন যখন চারদিকে ছড়িয়ে পড়ছিল, তখন আতঙ্কে ছোটাছুটি করছিল শত শত শিক্ষার্থী।আর ঠিক তখনই দাঁড়িয়ে ছিলেন এক নারী একজন শিক্ষক।
নিজে ৮০% দগ্ধ হয়েও বারবার শুধু বলছিলেন:
*দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি *🚺

সেনাবাহিনীর সূত্র মতে, তাঁর সাহসিকতায় *২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা পেয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন:-
ম্যাডাম ভিতরে ঢুকে বাচ্চাগুলারে বের করে দিছেন, কিন্তু উনিই আর বের হতে পারেন নাই😥
এই আত্মত্যাগ, এই ভালোবাসা, এই দায়িত্ববোধ-শুধু একজন প্রকৃত শিক্ষকের মধ্যেই দেখা যায়। আজ তাঁর শরীর দগ্ধ কিন্তু হৃদয় জয় করেছে পুরো জাতির। 🇧🇩🇧🇩

🇧🇩🇧🇩 বাংলাদেশ গর্বিত কারণ মেহরীন চৌধুরীর মতো এক মহীয়সী নারী এই দেশে জন্মেছেন। একজন শিক্ষক কীভাবে নিজের জীবন দিয়ে সন্তানসম শিক্ষার্থীদের বাঁচাতে পারেন তা আজ পুরো বিশ্ব দেখলো।

*শত শত সালাম সেই মায়ের প্রতি* যাঁর গর্ভে জন্ম নিয়েছেন মেহরীন চৌধুরী।

🤲🤲 আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত !         💖আল্লাহ আপনি সবাইকে হিফাজত করুন 💖
21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত !

💖আল্লাহ আপনি সবাইকে হিফাজত করুন 💖

এ যেন শহরের প্রতিদিনের গল্প— ক্লান্ত পথচারী, ব্যস্ত রিকশা, গরমে ঘাম ঝরানো দুপুর। এই ভিড়ের মধ্যেও কেউ নিজের স্বপ্ন খুঁজে ...
21/07/2025

এ যেন শহরের প্রতিদিনের গল্প— ক্লান্ত পথচারী, ব্যস্ত রিকশা, গরমে ঘাম ঝরানো দুপুর।
এই ভিড়ের মধ্যেও কেউ নিজের স্বপ্ন খুঁজে ফেরে,
আবার কেউ খালি পকেটে সন্ধ্যার অপেক্ষা করে।
জীবন থামে না, শুধু চলে যায় শহরের কোলাহলে
🌨️🌎🌎

শুভ সকাল সকালের নাস্তা চলছে। াা
21/07/2025

শুভ সকাল

সকালের নাস্তা চলছে। াা

????????😒😔😔😔
28/05/2024

????????😒😔😔😔

মা সবচেয়ে ছোট শব্দ অথচ এর গভীরতা সবচেয়ে বেশি...সকল মায়েদের জানাই কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা
12/05/2024

মা
সবচেয়ে ছোট শব্দ
অথচ এর গভীরতা সবচেয়ে বেশি...
সকল মায়েদের জানাই কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা



19/01/2024

নতুন হাতের রান্না

17/01/2024

চালতার আচার 😝😝

Address

Khilgaon

Telephone

+8801619434315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajib Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajib Hossain:

Share