Sheuly's Poem

Sheuly's Poem "Crafting tales that weave imagination with emotion, I am a storyteller who breathes life into worlds, one word at a time."

03/07/2025

পৃথিবীর সকল নিরবতা ভেঙে ফুটে উঠুক ফুল। গন্ধ ছড়িয়ে পড়ুক চারপাশে।

06/06/2025

শিউলি স পয়েমের পক্ষ থেকে সবাই কে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই পেজ টা ফলো দিয়ে পাশে থাকুন। ঈদ মোবারক।

31/05/2025

তোমার জন্য বৃষ্টি হয়েছি বহুবার,কিন্তু তুমি আমার জন্য আকাশ হতে পারোনি।তোমার জন্য চাঁদ হয়েছি কিন্তু তুমি পূর্ণতা দিতে পারোনি।
বেখেয়ালি মন তোমাকে খোঁজে, তুমি অজুহাতে খোঁজ না-ও নি।
পাশাপাশি হাঁটছি আঙুল ধরেছি, তুমি কল্পনা বলে দূরে চলে গেলে।
শুধুই নিরবতা।
শিউলির কবিতা।

29/05/2025

গ্রীষ্মের তাপদাহে তুমি অঝোর ধারায় এসো,
ঘন বরিষণে।পত্র পল্লবে লেগেছে ছোঁয়া, হিজল জারুন যেন প্রেমে মাতোয়ারা, সখা তুমি নেই আজ এ-ই দিনে বিরহীনির দ্বারে।
শিউলির কবিতা।

16/05/2025

তোমার বুক পকেটে সুগন্ধি রুমাল রেখে বলেছিলাম, যদি কখনো মনে পড়ে আমায় তাহলে রুমাল টা হাতে নিও, খানিকটা শুকে নিও ঘ্রাণ,
শিউলির কবিতা।

11/05/2025

ভালো থাকুক শূন্যতা গুলো তার পূর্ণতা নিয়ে।

11/05/2025

হঠাৎ থমকে দাঁড়িয়েছি।এ-ই থমকে দাঁড়ানো আমাকে মানুষ চিনতে শিখিয়েছে।গোলকধাঁধার এ-ই পৃথিবী খুবই বিচিত্র।

04/05/2025

তোমার নামে রঙিন চিঠি উড়িয়ে দিলাম মেঘের খামে। সময় পেলে পড়ে নিও, অবসরে আমায় লিখো।
তোমার যত কষ্টগুলো পাঠিয়ে দিও আমার জন্য,
তাতেই আমি সুখী হবো, তোমার লেখা রঙিন খামে।
শিউলির কবিতা।

27/04/2025

একটু যদি বুঝতে আমায় ভালোবাসার ছলে। রাঙা সকাল তোমায় দিতাম আলতো ছোঁয়ায় ছুয়ে দিতাম, বুনো ফুলের সুবাস দিতাম। ফুল পাতার সারাবেলা তোমার তরে রেখে দিতাম।

18/04/2025

কোনটা তোমায় বেশী পোড়ায় আমার উপস্থিতি নাকি আমার চলে যাওয়া, নির্দ্বিধায় বলতে পার তুমি আমায়।

02/04/2025

পথ চলছি একা সঙ্গে থাকে ছায়া, সবাই ছেড়ে গেলে ও সে যায় না আমায় ফেলে একা।

05/03/2025

হঠাৎ বৃষ্টি হলে জানলাম বাড়িয়ে দাও তোমার দুটো হাত,আমি বৃষ্টি ছোঁয়ার অজুহাতে খোঁজবো তোমার হাত।
Sheuly's poem.

Address

Khilgaon

Telephone

+8801718384110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheuly's Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share