
20/01/2025
আমি পাবলিকে পড়ছি। ক্লাস ১০ থেকে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল৷ পরে ও চুয়েটে চান্স পায় আর আমি ঢাবিতে৷ ঢাবিতে আসার পরে এক সিনিয়র আমাকে অনেক হেল্প করেন, পড়াশোনা, হলে সিট পাবার ব্যাপারে৷
এভাবে ওই সিনিয়রের সাথে একটা ভাল সম্পর্ক গড়ে উঠে৷ তখন উনি আমাকে প্রেমের প্রস্তাব দেয়৷ আমি উনাকে জানাই যে আমার বয়ফ্রেন্ড আছে৷ তখন উনি আমাকে বলেন, " দেখো তোমার একটা সসম্পর্ক আছে৷ কিন্ত তার মানে এই না যে ওর সাথেই বিয়ে হবে৷ হতেও পারে ওই ছেলের সাথে তোমার ব্রেকআপ হয়ে যাবে আগামীতে৷ ততদিন না হয় আমি ওয়েট করব৷ আমার সাথে একটা সম্পর্কে থাক৷ যদি তোমার ওর সম্পর্ক টিকে থাকে, আমি পথ ছেড়ে দিব৷ আর যদি ব্রেকআপ হয়ে যায় তখন কমিটমেন্টে এস। এখন কমিটমেন্ট ছাড়া একটা সম্পর্ক কি হতে পারে না? "
এভাবে আমি এক সময়ে উনার সাথে কমিটমেন্ট বিহীন একটা সম্পর্কে জড়ায় পড়ি এবং সেটা নিয়মিত শারীরিক সম্পর্কেও গড়ায়। উনি আমার বয়ফ্রেন্ড সম্পর্কে সব জানতেন এবং অনেক সহনশীল ছিলেন৷ যেমন রাতে আমার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলে উনাকে সময় দিতাম৷
তবে একই ক্যাম্পাসে হওয়ায় উনার সাথে ঘুরাফিরা বেশি হত৷ উনার সাথে এক প্রকার একটা সম্পর্ক ছিল কিন্ত কমিটমেন্ট ছিল না৷
যাই হোক, উনি ফুল ফান্ড নিয়ে আমেরিকা চলে যাচ্ছে৷ এখন উনি আমাকে বলছে যে সিদ্ধান্ত নিতে, কাকে বিয়ে করব? আমি যদি না করি তবে উনি অন্য জায়গায় মেয়ে দেখবে৷
আমি আসলে দুজনের প্রতিই একটা মায়া অনুভব করছি, ওনার সাথে শারীরিক তৃপ্তি আর বয়ফ্রেন্ডের সাথে মানসিক শান্তি৷ কি করব বুঝতে পারছি না৷
আমার বয়ফ্রেন্ড যে চুয়েটে পড়ে সে অনেক ভালবাসে৷ তাকে ঠকাতে ইচ্ছা করছে না৷ আবার ওই সিনিয়রের প্রতিও একটা ভালবাসা তৈরি হয়ে গিয়েছে৷ উনি অন্য কারোর হবে তা ভাবতে খারাপ লাগছে৷
দয়া করে মতামত দিয়ে সাহায্য করুন।
(ইনবক্স থেকে )