Anisur Rhaman Azad

Anisur Rhaman Azad আমার অফিসিয়াল ফ্যান পেজ সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ ❤️

04/12/2025

সেন্টমার্টিন অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য Saint Martin Bangladesh

আমরা যদি সুন্দর রাখি আমাদের দেশটা তবে পুরো বাংলাদেশ সেন্টমার্টিনের মত সুন্দর হতে বাধ্য।
কত অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য সুবহানাল্লাহ।

04/12/2025

>>>এইমাত্র

পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।عَنْ أَبِي هُرَيْرَة...
23/11/2025

পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً

যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا

আমানতের মাল লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا

যাকাতকে জরিমানা মনে করা হবে,

وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ

ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,

وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ

পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে

وَعَقَّ أُمَّهُ

কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

وَأَدْنَى صَدِيقَهُ

বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,

وَأَقْصَى أَبَاهُ

কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,

وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ

মসজিদে কলরব ও হট্টগোল করবে,

وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ

পাপাচারীরা গোত্রের নেতা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ

নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ

কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ

গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

وَشُرِبَتِ الْخُمُورُ

মদ পান করা হবে,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا

এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏

তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১।

~ মাওলানা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ।

ভুমিকম্প আতঙ্ক ছড়িয়ে পরেছে সকলের মাঝে, বাড্ডাবাসী অনেকেই রাতে ভয়ে অবস্থান নিয়েছে DIT মাঠে। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে ...
23/11/2025

ভুমিকম্প আতঙ্ক ছড়িয়ে পরেছে সকলের মাঝে, বাড্ডাবাসী অনেকেই রাতে ভয়ে অবস্থান নিয়েছে DIT মাঠে। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে অনেকে অনেক মাদ্রাসা, মসজিদের মাঠে অবস্থান নিয়েছে।

ভাবা যায় ২ দিন আগে যেখানে মানুষ নিজেদের লাইফ স্টাইল নিয়ে ব্যাস্ত ছিলো আজ সেখানে সকলে মৃত্যুর ভয়ে কতটা আতঙ্কিত। যেসব ধ্বনীদের পা মাটিতে পরতো না তারা এখন খালি পায়ে, রিক্সাওয়ালাদের সাথে একসাথে মাটিতে নেমে গেছে। কি অদ্ভুত তাই না? ক্ষমতা টাকার পাওয়ার এখানেই শেষ।

22/11/2025

اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك.

21/11/2025

যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে। এবং ভূমি তার ভার বের করে দেবে, এবং মানুষ হতভম্ব হয়ে বলবে, তার কী হল? সে দিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। ( সূরা যিলযাল)

কুরআনের দৃষ্টিতেকুরআনে ভূমিকম্পকে সাধারণত আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, পরীক্ষা ও শাস্তির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।১...
21/11/2025

কুরআনের দৃষ্টিতে

কুরআনে ভূমিকম্পকে সাধারণত আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, পরীক্ষা ও শাস্তির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।

১. সতর্কবার্তা ও শিক্ষা হিসেবে

“আমি তাদেরকে বড়-বড় শাস্তির আগে ছোট শাস্তি আস্বাদন করাই, যাতে তারা ফিরে আসে।”
— সূরা আস-সাজদাহ 32:21

২. আল্লাহর শক্তি ও কুদরতের নিদর্শন হিসেবে

“যখন পৃথিবী প্রবল কম্পনে কাঁপবে...”
— সূরা যিলযাল 99:1
এই আয়াতে আল্লাহ জানান পৃথিবীর কাঁপানো তাঁরই নিয়ন্ত্রণে।

হাদীসের দৃষ্টিতে

রাসূল ﷺ ভূমিকম্পকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া কিছু গোনাহের ফলেও হতে পারে বলে সতর্ক করেছেন।

১. পাপাচার বেড়ে গেলে শাস্তি আসে
রাসূল ﷺ বলেছেন:

“যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্য হয়ে যায়, তখন তাদের মধ্যে ভূমিকম্প ও বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে।”
— (ইবনু মাজাহ)

২. তাকওয়ায় ফিরে আসার নির্দেশ
ভূমিকম্প হলে নবী ﷺ ইস্তিগফার, তওবা, দুয়া ও সৎকর্মে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।

সংক্ষেপে

ভূমিকম্পের কারণ:

আল্লাহর পক্ষ থেকে সতর্কতা

মানুষের গুনাহের কারণে শাস্তি

আল্লাহর শক্তি ও ক্ষমতার নিদর্শন

মানুষের তাওবা ও সংশোধনের আহ্বান।

01/11/2025

আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসুল সাঃ

28/10/2025

আমার ছেলেকে সাদা কাপড় দিয়ে সাজিয়ে নিয়ে আসছি জান্নাতে দেওয়ার জন্য।হাফেজ সাইফুর রহমান ত্বকীর বাবা

28/10/2025

মনে চাইলো তাই কাটগুলো মার্ক করে দিলাম। ৪৪ সেকেন্ডে ২০টা কাট।
এ জন্যইতো বলি রিয়েল ফেইক বানাইতে চাইলে আমাদেরকে ডাক দিয়েন, অন্তত এই ধরাটা খাবেন না। যতসব আউল-ফাউল রয়ে গেছে এখনো সরকারী গুদামে।
আচ্ছা ইত্তেফাকে কি ভালো এডিটর নাই? মনে করছে সাদা ব্যাকগ্রাউন্ডে কাট দিলে সব মিলে যাবে! জনগন কি এতো বোধাইরে?

জীবন মূলত একদিন কবরে যাওয়ারই পথচলা কেউ আগে, কেউ পরে। আজ সেই পথে পা বাড়ালেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (রহিমাহুল্ল...
28/10/2025

জীবন মূলত একদিন কবরে যাওয়ারই পথচলা কেউ আগে, কেউ পরে। আজ সেই পথে পা বাড়ালেন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (রহিমাহুল্লাহ)। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমাদের মাঝ থেকে। ফেলে গেলেন অগণিত অশ্রু, ভালোবাসা আর স্মৃতির ভার।
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন।

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকি আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলা...
28/10/2025

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকি আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Address

494/A Khilgaon Goran
Khilgaon
1219

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801914723294

Alerts

Be the first to know and let us send you an email when Anisur Rhaman Azad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisur Rhaman Azad:

Share