Mini Agro life

Mini Agro life Trust your own judgment

1) Agro life Update
2) Eeasy solution life
4) Update Agro based issue

30/05/2025
29/05/2025

কিং বৃষ্টি পেলে যা করে

28/05/2025
27/05/2025

লেয়ার মুরগির পরিচর্যা ডে - ৩৫ +

10/03/2025
10/03/2025

মাইয়া আমার ভয় পায়। বিয়া দিয়া দিছি আজ চার মাস হইলো। শ্বশুরবাড়ি যাইতে চায় না। কয়— "মা, রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেইকা জড়াইয়া ধরে!"

আমি বুঝাইলাম, "ভয়ের কী আছে? জামাই আছিল হয়তো!"
(note: জামাই হলে মেয়ে চিনবে না?)

কিন্তু ভয় কাটে না মাইয়ার। তাই আমি ছোট মাইয়াটারে সাথে দিয়া দিলাম, আট বছরের ছোট মাইয়া, যাতে ভয় না লাগে বড়জনের।

দুই দিন পর বিয়াইনের ফোন—

"আপনার ছোট মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি আসেন হাসপাতালে!"

গিয়া দেখি, এই অবস্থা! (গলা কা%টা দাগ, ধ*র্ষ*ণ হয়েছে)

আমি বড় মাইয়ারে জিজ্ঞাস করলাম, "কী হইছে? কেমনে হইলো?"

বড় মাইয়া কয়, "মা, আমি জানি না। আমার পাশেই ঘুমাইছিল, আড়াইটার দিকে দেখি নিচে পড়া, এই অবস্থা!"

সাংবাদিক জিগাইলো, "আপনার কী মনে হয়, এইডা কে করতে পারে?"

"যে কাছে আছিল, হেয়! বহোনাই। দুলাভাই সজীব।'

শ্বশুরের ওপরও সন্দেহ আছে!"

"বাবারে, আমরা গরিব মানুষ! বড় মাইয়াডারে ১৪ বছর বয়সেই বিয়া দিয়া দিছি, অভাবের তাড়নায়। স্বামীর মাথায় সমস্যা আছিল, তাই মাইয়াডারে বিয়া দিছি। কিন্তু ছোটমনিরে এভাবে শেয়াল-কুকুরের ______ ক্যামনে?!"

আমার বুক ফাইটা যাইতেছে... সারাদিন রোজা রাইখা, আমার কলিজার টুকরা মাইয়াডারে এই অবস্থায় দেখতাছি। "আপনারাও তো মা-বাপ, বলেন, কেমনে সহ্য করুম?!"

মাগুরায় সেই শিশুটির মা এভাবেই যন্ত্রনা ভরা কন্ঠে আহাজারি করতেছিলেন।

ইউনিসেফের মতে, প্রায় ৯০% শিশু যৌ*ন নি*র্যা*তনের ঘটনায় অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি হয়ে থাকে, যা প্রায়শই পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ আত্মীয় হয়ে থাকে।

আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না। যতই আপন, ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু হোক না কেন! চোখে চোখে রাখুন৷

সচেতন হউন।

অনেকে আমানত এর খেয়ানত করে মজলুম কে ই মুনাফেক বলে বেড়ায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন । কারো সম্পর্কে সত্য তথ্য নাহ ...
01/01/2025

অনেকে আমানত এর খেয়ানত করে মজলুম কে ই মুনাফেক বলে বেড়ায়। আল্লাহ তাদের হেদায়েত দান করুন । কারো সম্পর্কে সত্য তথ্য নাহ জেনে তার সম্পর্কে কুৎসা রটানো গীবত নয় অপবাদ।

আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, মানুষের ত্রুটি খুঁজে বেড়ায় ও প্রচার করে।...অবশ্যই তারা হুতামায় (জাহান্নামে) নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো, হুতামা কী? তা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে।

নিশ্চয় বেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভগুলোতে।’ (সুরা-১০৪ হুমাজা, আয়াত: ১-৯)।

28/12/2024

কেন ঠোকরা ঠুকরি করে

১/ অল্প জায়গায় বেশি পাখি রাখলে
২/ জিংক এর অভাব হলে।
৩/ পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার না দিলে
৪/ দেরিতে খাবার দিলে।
৫/ লবনের ঘাটতি হলে

সমাধান

১/ জিংক খাওয়ান
২/ পানিতে লবণ খাওয়ান
৩/ সময় মত খাবার দিন।
৪/ পর্যাপ্ত খাবার দিন
৫/ বেশিক্ষণ আবদ্ধ না রেখে কিছুক্ষণ খোলা অবস্থায় রাখুন বা ছেড়ে দিন।।
৬/ খামারে নিম পাতা ঝুলিয়ে দিন।।
৭/ আর ঔষধ হিসাবে পিকাসল ব্যাবহার করুন।।
৮/ যদি কোনো কারণে এরকম ক্ষত হয় তাহলে কুসুম গরম হলুদের গুঁড়া লাগিয়ে দিন।।

এরকম সঠিক তথ্য ও পরামর্শ পেতে আমাদের পেজের সাথেই থাকুন,ধন্যবাদ।।

28/12/2024

১টা কোয়েল পাখির একমাসের খরচ :

একটা কোয়েল পাখি ১ দিনে ২৫g খাবার খায়।
মাসে:৩০*২৫=৭৫০g
১ কেজি খাবারের দাম =৬০ টাকা( ভিন্ন জায়গায় ভিন্ন হতে পারে)।
৭৫০g খাবারের দাম ৪৫ টাকা।
ঔষধ : ১টা পাখির জন্য ১০ টাকা।
মোট :৪৫+১০=৫৫ টাকা।
১ মাসে ডিম দিবে ২৫ টা ( বেশিও দিতে পারে)
১টা ডিম ৩ টাকা( ভিন্ন জায়গায় ভিন্ন হতে পারে)
মোট ডিমের দাম:২৫*৩=৭৫
১টা কোয়েল পাখিতে ১ মাসে লাভ:৭৫-৫৫=২০টাকা।
১০ টা পাখিতে ১ মাসে লাভ :২০*১০=২০০টাকা( সব ধরনের খরচ বাদ দিয়ে)

কোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে পাসে থাকবেন👏👏

Address

Khilgaon

Telephone

+8801515218421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mini Agro life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category