Crime Journal

Crime Journal অপরাধী আর অপরাধের খবরা-খবর জানাতে এলো বিশেষায়িত নিউজ পোর্টাল ‘ক্রাইম জার্নাল’।
(1)

ছুটি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস...
13/07/2025

ছুটি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত ২১ পুলিশ কর্মকর্তাকে এমন ব্যবস্থা নেওয়া হলো।

আত্মসমর্পণ করে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাসজুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্য...
13/07/2025

আত্মসমর্পণ করে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে অভিনেত্রী অপু বিশ্বাস জামিন পেয়েছেন।

রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন অপু বিশ্বাস আদালতে উপস্থিত হন। এরপর তার আইনজীবী আবুল বাশার কামরুল জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।

পরে গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে।

তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক।

মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানকে আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরে এ মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২০ মে জামিন পান নুসরাত ফারিয়া।

কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারকৃষক লীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপ...
13/07/2025

কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

কৃষক লীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির ডিবি সূত্র বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল করিম উজ্জ্বল (৫০)। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি। রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ডিএমপির রমনা বিভাগের ডিবির একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

ডিবির রমনা বিভাগের উপকমিশনার ইলিয়াছ কবির বলেন, রেজাউলের নামে তিনটি মামলা রয়েছে।

ডিবি বলছে, রেজাউল ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁর স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের ঘিওর।

পৌনে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় ...
12/07/2025

পৌনে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে পৌনে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

৬০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, অভিযানে মোবাইল ফোন ডিসপ্লে, সিগারেট, জিরা, বিভিন্ন রকমের ওষুধ জব্দ করা হয়। আটক করা এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনকে ক্ষমা : ট্রাইব্যুনালনিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জুলাই গণহত্যার সঙ্গে সম্পৃক্...
12/07/2025

রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনকে ক্ষমা : ট্রাইব্যুনাল

নিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জুলাই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত বিস্তারিত বিষয় তুলে ধরা ও ট্রাইব্যুনালকে সার্বিক সহায়তা করার শর্তে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে রাজসাক্ষী হওয়ায় তাকে কারাগারে অন্য বন্দীদের থেকে আলাদা জায়গায় রাখতে বলা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারে নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন।

চৌধুরী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ বলেন, রাজসাক্ষী হিসেবে জুলাই গণহত্যার সব বিষয় ট্রাইব্যুনালে তুলে ধরে বিচার প্রক্রিয়াকে সহায়তা করলে ক্ষমার আদেশ বাস্তবায়ন হবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি।

আমি রাজসাক্ষী হয়ে জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে, তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।’

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দায় স্বীকার করে এমন বক্তব্য দেন তিনি।

মহাসড়কে ঢালাই কাজের অব্যবস্থাপনায় নিত্য যানজাট আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়াঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ...
12/07/2025

মহাসড়কে ঢালাই কাজের
অব্যবস্থাপনায় নিত্য যানজাট

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড অংশ। এই দুই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৫০ কিলোমিটারে চলছে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ।

দক্ষ প্রকল্প ব্যবস্থাপনার অভাবে এই উন্নয়ন কর্মযজ্ঞই যেন খড়্গ হয়ে দাঁড়িয়েছে। একটি প্রকল্পে কাজ বন্ধ থাকলে আরেকটিতে চলমান কাজের জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে।

তিন মাস ধরে চলছে যানজটের এই তীব্র যন্ত্রণা। মহাসড়কে সৃষ্ট গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও তা বেশি দিন টিকছে না। দ্রুত সমাধানের পথও বের করতে পারছে না সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে ৯ জুলাই রাত থেকে ১১ জুলাই কয়েক দফায় মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের মাধবপুরের আগে পর্যন্ত ৩৪ কিলোমিটারে যানজট ছিল।

এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া অংশে দুটি উন্নয়ন কাজ চলছে। এর একটি আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের ছয়লেন নির্মাণের কাজ। তার নির্মাণকাজ আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত এক পাশে প্রায় শেষ হয়েছে।

এ অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে বিশ্বরোড মোড় ও আশুগঞ্জ গোলচত্বরে কাজ না হওয়ায় সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুটি স্থানে যানবাহন ধীরে ধীরে চলে। কিছু স্থানে বড় গর্ত হওয়ায় সেখানে গাড়ি আটকে যায়।

এ ছাড়া বিশ্বরোড থেকে সিলেট অভিমুখী মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে উন্নয়নকাজ চলতে থাকায় গাড়ি চলাচলের অংশ সরু হয়ে গেছে।

বিশ্বরোড থেকে হবিগঞ্জের মাধবপুরের আগ পর্যন্ত তাই যানজট লেগেই থাকে। আশুগঞ্জ-আখাউড়া আশুগঞ্জ-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড অংশটি একীভূত প্রকল্পে আনার পরিকল্পনা চলছে।

এ কারণে ওই অংশের এক পাশের কাজ বন্ধ রয়েছে। ফলে এক পাশের সড়ক ভেঙে একাকার হয়ে গেছে। এই রুটের কয়েকজন বাসযাত্রীরা বলেন, ‘আমরা কয়েকজন শ্রমিক সুনামগঞ্জ থেকে ঢাকার পথে যাচ্ছিলাম। ঢাকার একটি কারখানায় আমরা শ্রমিকের কাজ করি। তবে যানজটের কারণে সঠিক সময়ে কাজে যোগ দিতে পারিনি।’

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে যানজট হচ্ছে। গর্তে গাড়ি আটকে থাকলে সমস্যা আরো বাড়ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ছাড়া থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, ‘একদিকে উন্নয়নকাজ চলায় অন্যদিকে ভাঙাচোরা সড়কের কারণে সরাইলের বিশ্বরোড মোড়সহ আশপাশে নিয়মিত যানজট হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে স্থায়ী সমাধান দরকার।

আশুগঞ্জ-সুলতানপুর-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, ঢাকা-সিলেট ও আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের যে অংশ ব্রাহ্মণবাড়িয়া অংশে পড়েছে সেটি একটি প্রকল্পের আওতায় এনে কাজ করার প্রস্তাব করা হয়েছে। এ কারণে ওই অংশটুকুর কাজ বন্ধ আছে।

সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআরপুলিশ কর্তৃক সেনা সদস্য হেনস্তা সংক্রান্ত সেনা সদরের চিঠি বিষয়ক অপব্যাখ...
12/07/2025

সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর

পুলিশ কর্তৃক সেনা সদস্য হেনস্তা সংক্রান্ত সেনা সদরের চিঠি বিষয়ক অপব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১১ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘঠিত ঘটনা সেনা সদস্যদের হেনস্তার শিকার হওয়ার কিছু অভিযোগ সম্বলিত একটি তালিকা আহ্বানের কথা উল্লেখ ছিল।”

“এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, চিঠিটি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে গঠিত 'জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে'র চাহিদার প্রেক্ষিতেই তথ্য প্রদানের উদ্দেশ্যে কেবলমাত্র প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে, যেকোনো রকম ভুল ব্যাখ্যা বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পরিহারের স্বার্থে ওই চিঠির কার্যক্রম সেনা সদর কর্তৃক তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়।”

“আইএসপিআর বলছে, একটি স্বার্থন্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিষয়টিকে অপব্যাখ্যা করে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাস্থা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।”

“বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ উভয়ই দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় ও পেশাগত সৌহার্দ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে একযোগে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে এ বিষয়ক বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যের ছড়াছড়ি, বিভ্রান্তিবর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের আদান-প্রদান যেমন দ্রুত এবং ব্যাপক, ত...
12/07/2025

সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্যের ছড়াছড়ি, বিভ্রান্তি

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের আদান-প্রদান যেমন দ্রুত এবং ব্যাপক, তেমনি এটি ভুল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ভয়াবহ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইউটিউব, টিকটকসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিনই এমন সব গুজব, মিথ্যা খবর এবং বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে, যেগুলো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক এবং সামাজিক উত্তেজনা তৈরি করছে।

যেহেতু অধিকাংশ ব্যবহারকারী সঠিক তথ্য যাচাই না করেই এগুলো বিশ্বাস করে ফেলছেন, সেজন্য এর প্রভাব আরো ভয়াবহ হয়ে উঠছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে দেশের বেশ কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এটি দেখার পর হাজারো মানুষ তা শেয়ার করেছে, মন্তব্য করেছে এবং আরো অনেকেই এই তথ্য বিশ্বাস করে নিয়েছে। কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ওই ভিডিওটির কোনো বাস্তব ভিত্তি ছিল না। ভিডিওটি সম্পূর্ণভাবে একটি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছিল; যা সমাজে আতঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনবিশ্বাসের সংকট তৈরি করার লক্ষ্যেই নির্মিত হয়েছে।

শুধু আর্থিক খাতেই নয়, বরং ধর্মীয়, রাজনৈতিক এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে নানা গুজব এবং ভুল তথ্য। অনেক সময় এমনও দেখা যায় যে, ‘কোনো এক তারকা মারা গেছেন’ কিংবা ‘কোনো নতুন ওষুধে করোনা সারবে’— এ ধরনের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। আবার অনেক ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়; যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

এভাবে বিভ্রান্তি ছড়ানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষও। ঢাকা শহরের মিরপুরের বাসিন্দা মনোয়ারা বেগম (৫২) বলেন, ফেসবুকে দেখলাম, কোথাও খুব সস্তায় গ্যাস-চালিত কুকার বিক্রি হচ্ছে। আমি অর্ডার দিলাম, কিন্তু পরে দেখলাম সেই পেজটি আর পাওয়া যাচ্ছে না। আমার তিন হাজার ৫০০ টাকা চলে গেল!

আবার, তেজগাঁওয়ের বাসিন্দা ও সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, কয়েক দিন ধরে অনেক রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ছবি এবং মন্তব্য দেখছি। এখন কোনটা সত্যি, আর কোনটা মিথ্যা, আমি নিজেই জানি না। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তারপরেও বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সাধারণ মানুষ তো আরো বিপদে পড়ে।

মনোয়ারা এবং সাবিনার মতো হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন গুজব, ভুল তথ্য এবং প্রতারণার শিকার হচ্ছেন। এসব গুজব এবং বিভ্রান্তিকর তথ্য কখনো কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত করছে, আবার কখনো এটি সামাজিক অস্থিরতা তৈরি করছে। এমনকি, এটি কখনো কখনো সহিংসতা পর্যন্ত উসকে দিতে পারে। একটি মিথ্যা পোস্ট কিংবা বিভ্রান্তিকর ছবি-ক্যাপশন অনেক সময় পুরো সমাজকে বিভ্রান্ত করতে সক্ষম। একটি গুজবের কারণে নিরপরাধ মানুষও অনাহূত বিপদে পড়তে পারেন।

বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন ভিডিও তৈরি করা এখন খুব সহজ হয়ে গেছে, যা দেখে আসল এবং নকল ভিডিও চিহ্নিত করা প্রায় অসম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা আরো সহজ হয়ে গেছে। এর ফলে মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়া এবং ভুল তথ্যের বিস্তার ঘটানো খুব সহজ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে, সরকারের পক্ষ থেকে একটি কেন্দ্রীয় ফ্যাক্টচেকিং ইউনিট গঠন করা অত্যন্ত জরুরি। অন্যান্য দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে একটি ওয়েবপোর্টাল রয়েছে, যেখানে প্রতিদিনের ভুল তথ্য যাচাই করে সঠিক তথ্য প্রদান করা হয়।

বাংলাদেশেও সরকারের উচিত এমন একটি উদ্যোগ গ্রহণ করা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আরো শক্তিশালী করতে সহায়তা করবে। একইসঙ্গে যারা এসব গুজব ছড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রযোজ্য করা উচিত।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর জোহা বলেন, অনলাইন এখন একটি প্রতারণার জায়গায় পরিণত হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন এবং প্রতারণা করা হচ্ছে। ইভ্যালির মতো প্রতিষ্ঠান থেকে মানুষ যে ধরনের প্রতারণার শিকার হয়েছে, সেটি এখনো চলমান। তাই, আমাদের উচিত যেকোনো তথ্য বা পণ্য সম্পর্কে ভালোভাবে জানিয়ে-বুঝে ব্যবহার করা এবং এটি যাচাই করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খোরশেদ আলম বলেন, বর্তমানে অনলাইনে ভুল তথ্য এবং গুজবের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এসব তথ্য মানুষকে বিভ্রান্ত করছে, সামাজিক অস্থিরতা তৈরি করছে এবং কখনো কখনো সহিংসতা পর্যন্ত উসকে দিচ্ছে। একটি মিথ্যা পোস্টের কারণে একটি নিরপরাধ ব্যক্তি হুমকির মুখে পড়তে পারেন এবং ভুয়া ছবি বা ক্যাপশন দিয়ে পুরো সমাজকে বিভ্রান্ত করা যেতে পারে। এটি যদি এখনই রোধ করা না হয়, তবে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোও এই দায় এড়াতে পারে না। অনেক সময় বারবার রিপোর্ট করার পরও কোনো গুজব বা ক্ষতিকর কনটেন্ট সরানো হয় না, এবং ‘এনগেজমেন্ট’ বাড়ানোর জন্য অ্যালগরিদম সেগুলো আরো বেশি মানুষকে দেখানোর ব্যবস্থা করে দেয়। এর ফলে, গুজব এবং ভুল তথ্যের বিস্তার আরো দ্রুত ঘটে।

অপতথ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে গত ২ জুলাই এক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য শুধুমাত্র জনমতকে বিভ্রান্ত করে না, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সামাজিক শান্তিকেও বিঘ্নিত করে।

তিনি আরো বলেন, অপতথ্য প্রতিরোধে কেবল রাষ্ট্র নয়, সাধারণ মানুষেরও সচেতন ভূমিকা থাকতে হবে। গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে একটি টেকসই এবং নৈতিক তথ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু রাষ্ট্রের একার কাজ নয়, বরং ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং রাষ্ট্রসহ সব স্তরের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি রোধ করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যবহারকারীদের তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা। সরকারি পর্যায়ে দ্রুত ফ্যাক্টচেক এবং জনসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে আরো দায়িত্বশীল করে তুলতে হবে।

ডিজিটাল বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তথ্যের এই যুগে ভুল তথ্য এখন সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। বিভ্রান্তি তৈরি করে সমাজে বিভাজন, বিশৃঙ্খলা এবং ক্ষতি ডেকে আনছে। তাই, এখন সময় এসেছে ‘তথ্য’ নয়, ‘সত্য’ যাচাই করার। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করার আগে একাধিকবার ভাবতে হবে যে, এটি কোনো বিভ্রান্তি সৃষ্টি করছে কিনা বা এটি এমন কিছু তথ্য দেয় না তো, যা মানুষের মধ্যে ভুল ধারণা বা আতঙ্ক সৃষ্টি করতে পারে?

ঢাবি শিক্ষক ডা. খোরশেদ আলমের মতে, এই সংকট থেকে উত্তরণের জন্য জনগণকে তথ্য যাচাইয়ে সচেতন হতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা এবং মিডিয়া লিটারেসি বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি, সরকার, গণমাধ্যম এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভুল তথ্য ছড়ালে শুধু অনলাইন নয়, বাস্তব জীবনেও তার পরিণতি ভয়ংকর হতে পারে— এ কথা সমাজকে বুঝতে হবে।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) ও গবেষণাভিত্তিক প্রতিবেদন তৈরি অত্যন্ত জরুরি। গুজব ও অপতথ্য রোধে ডিজিটাল সাক্ষরতা বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য চিনে নিতে পারে। ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত ও রিপোর্ট করা, বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার এবং এআই প্রযুক্তি দিয়ে তথ্য বিশ্লেষণ করাও এখন সময়ের দাবি। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ, অনলাইনে নজরদারি এবং কমিউনিটি পর্যায়ে রিপোর্টিং সিস্টেম চালু করতে হবে।

তিনি বলেন, স্কুল-কলেজ পর্যায়ে ‘ডিজিটাল নাগরিকতা’ ও ‘তথ্য বিশ্লেষণ’ শিক্ষা চালু করলেই মিডিয়া লিটারেসি বাড়বে— যা গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (...
11/07/2025

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে নৃশংসভাবে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুজন পুলিশের হাতে এবং বাকি দুজনকে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে গ্রেপ্তার হয়।

তিন ঘণ্টা যানজটে আটকা উপদেষ্টার গাড়িবহর!আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়াঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে আটকা পড়ে প্রাথম...
11/07/2025

তিন ঘণ্টা যানজটে আটকা উপদেষ্টার গাড়িবহর!

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে আটকা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার গাড়িবহর।
ঢাকা-সিলেট মহাসড়কে দ্বিতীয় দিনে যানজট ভয়াবহ রূপ নিয়েছে।

মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট ছিল। সেই যানজট শুক্রবার বেড়ে ২৫ কিলোমিটারে দাঁড়িয়েছে।

ছুটির দিনে আশুগঞ্জ-ভৈরব সড়ক সেতুর উপর থেকে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয়।

এদিকে এই যানজটের মধ্যে ঢাকা থেকে হবিগঞ্জ যাওয়ার পথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর গাড়িবহর আটকা পড়ে। এরপর গাড়িবহরটি কিছুক্ষণ ভৈরব উপজেলা পরিষদে অবস্থান করে।

সেখান থেকে গাড়িবহর পুনরায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে শুক্রবার সকাল ১১টায় ভৈরবে টোলপ্লাজা পার হওয়ার পরই ভয়াবহ যানজটের কবলে পড়ে।

সবশেষ পুলিশ প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ২টায় উপদেষ্টার গাড়িবহরটি আশুগঞ্জ উপজেলা অংশের ১০ কিলোমিটার সড়ক অতিক্রম করাতে সক্ষম হয়।

বিভিন্ন যানবাহনের চালক ও হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড়ে তিন ফুট গভীর অসংখ্য গর্তে কারণে ধীরগতিতে চলছে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি।

কখনও সেগুলো গর্তে আটকে গিয়ে বিকল হয়েও পড়ছে। ফলে যানজট বাড়ছে। এসব জায়গায় যান চলাচলের গতি নামিয়ে আনতে হচ্ছে ঘণ্টায় ১ থেকে ৫ কিলোমিটারে।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের গাড়ি বহরটি আশুগঞ্জ উপজেলা এলাকা অতিক্রম করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভৈরব সেতুর ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য বাস, ট্রাক ও প্রাইভেটকার। অনেক যাত্রী রাত থেকে সকাল পর্যন্ত যানবাহনের মধ্যেই আটকে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন বলেন, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামগামী যানগুলোর চলাচল করে অনেকটা ধীরগতিতে।

সড়কের খারাপ অবস্থার কারণে যানগুলোকে ঘণ্টা পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। গত বৃহস্পতিবার দিন-রাত যানজট লেগেই ছিল। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটারজুড়ে। তবে শুক্রবার সকালে এই যানজট ভয়াবহ রূপ নেয়।

২৫ কিলোমিটার মহাসড়কজুড়ে যানজট লেগে আছে। সড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল সহ যানজট নিরসনে সবাই চেষ্টা করে যাচ্ছি।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে খুলনার যুবদল নেতা হত্যাখুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ...
11/07/2025

প্রত্যক্ষদর্শীদের বয়ানে খুলনার যুবদল নেতা হত্যা

খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বর্ণানায় এদিন দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাড়ির সামনেই এই হামলার ঘটনা ঘটে। মাহবুব মোল্লা তখন জুমার নামাজে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাহবুব মোল্লাকে লক্ষ্য করে প্রথমে গুলি করে করা হয়। গুলি করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ‘মৃত্যু নিশ্চিত’ করে। এরপর দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহবুব মোল্লা দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত তার গাড়ির সামনে দাঁড়ান। তৎক্ষণাৎ ওই দুর্বৃত্তরা মাহবুবকে খুব কাছে থেকে গুলি করে।

এ সময় মাহবুব মোল্লা গুলিুবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। এরপরই তারা পালিয়ে যান।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, হামলাকারীদের একজন হেলমেট পরা ছিল, তবে অন্য দুজনের মুখ খোলা ছিল। ঘটনাটি এত দ্রুত ঘটে যে প্রতিবেশীরা কিছু বুঝে উঠতে পারেননি।

জানা গেছে, ৫ আগস্টের পর এলাকায় বেপরোয়া হয়ে উঠেন মাহাবুব। মাদক বিক্রি নিয়ে এলাকার আরেকটি গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে আগেও কয়েকবার মাহাবুবের ওপর হামলা হয়।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে মাহাবুবের দ্বন্দ্ব চলছিল। এর জেরে হামলা কি না খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এসএসসির ফল ছিনিয়ে নিলো সাত প্রাণএসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে দেশের সাতটি জেলার ৭ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ...
11/07/2025

এসএসসির ফল ছিনিয়ে নিলো সাত প্রাণ

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে দেশের সাতটি জেলার ৭ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের মধ্যে কেউ কেউ ফেল করায় হতাশ হয়ে, আবার কেউ গোল্ডেন এ-প্লাস না পাওয়ায় চরম সিদ্ধান্ত নেয়। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল
বরিশালের হিজলা, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। অপর তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এরা হলো- হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের অমল মাতুব্বরের মেয়ে অর্পিতা মাতুব্বর (১৬) ও বাবুগঞ্জে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে। মীম ইসলাম (১৬)

হিলি
পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমানে বিষপানে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিতা দিনাজপুরের হাকিমপুর উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

গাইবান্ধা
জেলার পলাশবাড়ীতে এসএসসিতে ফেল করায় লাবণ্য আক্তারর (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌরশহরের নূরপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কুমিল্লা
কুমিল্লার বুড়িচংয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রভা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তাফার মেয়ে। সে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বগুড়া
বগুড়ার শেরপুরে গোল্ডেন এ-প্লাস না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার গাড়িদহ গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে ও আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

ঠাকুরগাঁও
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আত্মহত্যার চেষ্টা করেছেন দুই পরীক্ষার্থী। এর মধ্যে মিতু আক্তার রেশি (১৬) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আরমিনা আক্তার নামে অপরজন বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন হাসপাতালে ভর্তি রয়েছে ।

নিহত মিতু আক্তার রেশি বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আরমিনা অক্তার চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ছাড়াও অনেকই আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Address

Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when Crime Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crime Journal:

Share