Newsbd24x7.com

Newsbd24x7.com Be Ahead By News

🌍 ফেলোশিপের জন্যে আবেদন! 📢🚀 ৯ম বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স ২০২৫  🚀📅 আবেদন প্রদানের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৫ 💡...
09/04/2025

🌍 ফেলোশিপের জন্যে আবেদন! 📢
🚀 ৯ম বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স ২০২৫ 🚀
📅 আবেদন প্রদানের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৫
💡 আবেদন করতে ওয়েবসাইটে ভিজিট করুন! এবং ডিজিটাল গভর্নেন্স'র অংশ নিন
👉 https://bdsig.bangladeshigf.org/fellowship-application/
📍 স্থানঃ ঢাকা, বাংলাদেশ
📅 প্রোগ্রাম তারিখঃ ০২, ০৩ এবং ০৪ মে, ২০২৫
🎯 [সকলের জন্য একটি অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ডিজিটাল গভর্নেন্স]

বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স (বিডিসিগ) তিনদিনব্যাপী একটি বার্ষিক স্কুল কোর্স, যা বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) দ্বারা গৃহীত পদক্ষেপ। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম’টি ইন্টারনেট গভর্নেন্স ফোরাম সাপোর্ট অ্যাসোসিয়েশন (IGFSA) এর সাথে সম্পর্কিত। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি মাল্টিস্টেকহোল্ডার প্রতিষ্ঠান, যার লক্ষ্য হল ইন্টারনেট সম্পর্কিত জননীতি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (UN IGF) এর সহযোগিতায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত বিষয়গুলি আলোকপাত এবং ধারণা প্রদান করা হবে।

🔎 কি শিখবেন বিডিসিগ স্কুলে?
✅ ইন্টারনেট গভর্নেন্স এবং ডিজিটাল গভর্নেন্স
✅ ইন্টারনেট গভর্নেন্সের ইকোসিস্টেম/ মাল্টি-স্টেকহোল্ডার মডেল এবং গ্লোবাল ইন্টারনেট পলিসি
✅ ইমার্জিং টেকনোলোজি (যেমনঃ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ‘বিগ ডাটা’, ‘ইন্টারনেট অব থিংস’ ইত্যাদি)
✅ ডিজিটাল সম্পর্কিত আইন-কানুন এবং আন্তর্জাতিক ফেলোশিপ
✅ সাইবার সিকুয়েরিটি এবং হিউমেন রাইটস
✅ স্মার্ট বাংলাদেশ এবং ভবিষ্যতের ডিজিটাল চ্যালেঞ্জ

🎓 কারা আবেদন করতে পারবেন?
বিডিসিগ ২০২৫ ফেলোশিপ বাংলাদেশি সকল নাগরিক (১৮-৫০ বছর বয়সী) জন্য উন্মুক্ত:
🔹 সরকার ও নিয়ন্ত্রকসংস্থা
🔹 ডাটা প্রোটেকশন ও সাইবার সিকুরিটি প্রফেশনাল
🔹 ডিজিটাল রাইটস ও সিভিল সোসাইটি গ্রুপ
🔹 অ্যাকাডেমি, রিসার্চার এবং মিডিয়া প্রফেশনাল
🔹 টেক ইন্ডাস্ট্রি ও বিজনেস লিডার

💡প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে আপনার জ্ঞান এবং নেটওয়ার্ক বৃদ্ধির জন্য এই সুযোগটি গ্রহণ করুন!

🔗 আবেদন করুন : https://bdsig.bangladeshigf.org/fellowship-application/

https://web.facebook.com/events/1338954660478284/1341570813550002/
📌

28/03/2025

বাংলাদেশ বিকল্প খুজে নিতে জানে, ভারত মনে করেছিল তাদের বাংলাদেশ অচল, কিন্তু বিপরীত ঘটেছে। আজ ভারত হা হুতাশ করছে।

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে সহজশর্তে সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।নিউইয়র...
26/09/2024

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করে বাংলাদেশকে সহজশর্তে সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশেনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাক্ষাৎ করেন। এ সময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এই সহায়তার ঘোষণা দেন।

অজয় বাঙ্গা বলেন, কমপক্ষে ২ বিলিয়ন ডলার হবে নতুন ঋণ এবং আরও ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনঃব্যবহার করা হবে। তিনি জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সঙ্কট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে এই ঋণ দেবে।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত ব্যাপকভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান। তিনি বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কীভাবে ভারত ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলির সাথে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

Newsbd24x7 news desk.
26 September 2024.

Address

Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when Newsbd24x7.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsbd24x7.com:

Share