Nastoria

Nastoria A nostalgic journey through the world of bakery and pastry. Sharing stories, traditions, and sweet moments from Dhaka and beyond.

03/09/2025

"মানুষ মানুষের জন্য "
এই কথাটা এক সময় সত্যি ছিল। কিন্তু বর্তমান সময়ে এই কথার কোনো মূল্য নাই।
নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের এটাই প্রমাণ করে।
১ সেপ্টেম্বর সোমবার "উত্তরায় মিটআপ "প্রোগ্রাম ছিল।
মিটআপ প্রোগ্রামও খুব ভালোভাবে শেষ করলাম।
প্রোগ্রাম শেষ হওয়ার পর রাস্তায় আমাদের পার্সোনাল কাজ ছিল।
কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেই। এয়ারপোর্ট থেকে বৃষ্টি শুরু হয়।
তখন হাজব্যান্ডকে স্কুটি সাবধানে চালাতে বলি। এয়ারপোর্ট পার হয়ে হাজব্যান্ড মেরিডিয়ান বাসস্ট্যান্ডে স্কুটি থামাতে যাবে তখনই স্কুটি স্লিপ কেটে আমরা দুইজন পরে যাই।
কি হলো, কিভাবে হলো কিছুই বুঝতে পারি নাই।
কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমরা দুইজন রাস্তায় পরে আছি ।
আমাদের মাথায় কোন কিছু কাজ করছিল না।
একটা বিষয় খুব অবাক হলাম যে,
কেউ আমাদের উঠানোর জন্য বা পিছন থেকে গাড়ি এসে চাপা দিতে পারে তার জন্য কেউ গাড়ি থামাতে আসবে তাও আসে নাই।
নিজেরাই উঠলাম, উঠে দাঁড়িয়ে দেখতে পেলাম বাসস্ট্যান্ডে লোকজনের অভাব নাই।
সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। কেউ আমাদের উঠানোর জন্য সাহায্য করতে এগিয়ে আসে নাই।
আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া যে, আমাদের এত বড় দূর্ঘটনা থেকে রক্ষা করেছে।
কারণ পিছন থেকে গাড়ি এসে চাপা দিয়ে চলে যেতে পারতো।
আমার সন্তানরা এতিম হয়ে যেত।
ওই সময় গাড়ি কম ছিল।
আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছে।
কি অদ্ভুত দুনিয়া তাই না!!!
কিন্তু মানুষের একটু সহযোগিতা একটি পরিবারকে বাচিঁয়ে দিতে পারে।

আসুন
"আমাদের জন্য বাঁচি এবং অন্যকে বাঁচাতে সাহায্য করি"

13/07/2025
20/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

06/06/2025

Nastahat (নাস্তাহাট) এর পক্ষ থেকেসবাইকে ঈদ মোবারক

02/06/2025
রঙিন আবহাওয়ায়, শীতল বাতাসের ঢেউ তে এক কাপ কফি না খেলে কি মন ভরে?😌
30/05/2025

রঙিন আবহাওয়ায়, শীতল বাতাসের ঢেউ তে এক কাপ কফি না খেলে কি মন ভরে?😌

20/05/2025

শুভ সকাল সবাইকে

So tasty cold coffee😋😋😋😋
08/05/2025

So tasty cold coffee😋😋😋😋

06/05/2025

হাজারো ব্যস্ততার মাঝে একটু শান্তি........😌

Address

Khilkhet
Khilkhet
1229

Alerts

Be the first to know and let us send you an email when Nastoria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share