MD:Abid Hasan7728

MD:Abid Hasan7728 Always open,Follow me Everyone
(1)

06/11/2025
কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশ বার ভাবো। একটা মানুষ কখনোই কারো পৃথিবী হতে পারে না, হওয়া সম্ভব না!কখনো কি ভেবে দেখেছ,...
07/10/2025

কাউকে তোমার পৃথিবী বানানোর আগে একশ বার ভাবো। একটা মানুষ কখনোই কারো পৃথিবী হতে পারে না, হওয়া সম্ভব না!

কখনো কি ভেবে দেখেছ, এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে, পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে, সব কিছুতে ব্যালেন্স লাগে।

শুধু চা পাতা দিয়ে চা হয় না, শুধু চিনি দিয়েও চা হয় না, দুটোই লাগে পরিমিত পরিমাণে। তোমাকে পরিমাণটা বুঝতে হবে, কতটুকু তুমি দিচ্ছ একটা মানুষকে? কতটুকু দেয়া দরকার?

সময় থাকতেই প্রশ্ন করো নিজেকে! ভালো লাগা থাকবেই, প্রয়োজনের অতিরিক্ত ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয়, অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে। সে জানে না, ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে!

অন্ধ মানুষগুলো বেশিরভাগ সময় হেরে যায়। ভুল কাউকে বিশ্বাস করে, তার ওপর ভরসা করে নিঃশেষ হয়ে যায়! তাই চোখ থাকার পরেও অন্ধ হয়ে যেও না। এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না!

কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না, কাউকে পুরো পৃথিবী দিয়েও ফেলো না। কাউকে এক আকাশ সমান ভালোবাসা দেবার আগে ভেবে নিও, এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখেছিলে যে মানুষটার সাথে, সেই মানুষটা থাকবে তো? হয়ত একদিন মানুষটা তোমার ওই আকাশটাও চুরি করে নিয়ে চলে যাবে, তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু রয়ে যাবে তখনো!

সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে, সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে, তুমি টের পাবে, তোমার আকাশ বিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা, কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে, তাকে হৃদয় নিংড়ে ভালোবাসা দিয়ে, অন্য মানুষগুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে দূরে, অনেক অনেক দূরে!

নিজের "সব" কাউকে দিয়ে দিতে হয় না, "কিছু" দিতে হয়, ওই "কিছু" নিয়ে কেউ চলে গেলে "কিছু" থেকে যায়, সেই বাকি কিছুকে আকড়ে ধরে বাঁচা যায়। সব নিয়ে কেউ চলে গেলে, শুধু শূন্যতা থেকে যায়, শূন্যতা আকড়ে ধরে বেঁচে থাকা যায় না। একদমই বেঁচে থাকা যায় না!

21/09/2025

একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে।একজন নারীর কথা পুরুষের শান্তি, সম্মান, সম্পর্ক এমনকি ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।

1. ঝগড়া অস্ত্র হয়ে যায় – তোমার ভুল, দুর্বলতা বা গোপন কথা সে জমিয়ে রাখে। রাগ হলে সব তোমার বিপক্ষে ব্যবহার করে।

2. সবার সামনে অপমান – সংসারের ভেতরের কথা বাইরে বলে, বন্ধুদের সামনে বা জনসম্মুখে হাসি-ঠাট্টা করে অপমান করে। এতে সম্মান নষ্ট হয়।

3. গসিপ বা কানাকানি – প্রমাণ ছাড়াই অন্যদের কাছে তোমার নামে বদনাম ছড়ায়। পরে সত্য প্রকাশ পেলেও ততদিনে সবাই তার কথাই বিশ্বাস করে ফেলে।

4. সন্তানদের মন বিষিয়ে দেয় – শুধু তোমার সাথে নয়, অন্যদের কাছেও, এমনকি সন্তানদের কাছেও তোমার সম্পর্কে খারাপ কথা বলে। এতে সন্তানরাও তোমাকে ভুলভাবে দেখতে শুরু করে।

5. বড় ক্ষতি ডেকে আনে – অনেক সময় পুরুষ নিজের কাজের জন্য নয়, বরং স্ত্রীর অভিযোগের কারণে বাড়ি, সম্মান, সম্পর্ক সব হারায়। একটি বাড়িয়ে বলা বা ভুল অভিযোগই তাকে আদালতে টেনে নিতে পারে।

6. তুমি ভোগ করো, সে জেতে – তার মুখ তাকে সহানুভূতি আর মনোযোগ এনে দেয়, কিন্তু এর খেসারত দিতে হয় পুরুষকে—চাপ, কষ্ট আর ভেতরের ক্ষত দিয়ে।

শেষে কথা:
সব জেলখানা লোহার শিক দিয়ে বানানো হয় না। কিছু জেলখানা তৈরি হয় অপবাদ, গুজব আর এমন কথায়, যেগুলো থেকে পালানো যায় না। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত। ভুল নারী শুধু বেশি কথা বলে না, সে পুরুষের জীবনকেই ধ্বংস করে দিতে পারে।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when MD:Abid Hasan7728 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share