MD:Abid Hasan7728

MD:Abid Hasan7728 Always open,Follow me Everyone
(1)

16/01/2025
21/04/2024

অভিভাবক যদি চাকরি ছাড়া মেয়ে বিয়ে না দেয়🤔🤔🤔
তাহলে আমি কেন যৌতুক ছাড়া বিয়ে করবো😠😠😠

বোঝান আমারে🤧🤧🤧,,,

29/11/2023

সাফল্যের অর্থই হল নিজের উ‌ৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করে যাওয়া।

15/11/2023

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।......

13/07/2023

ডিপ্রেশন কি একজন পুরুষ জানে।
আর প্রোয়োজন কি
তা নারী জানে
( Dream)

10/07/2023

আমার ব্যক্তি জীবনে অনুকরণীয় কিছু বাণী:

"পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই"

"সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে"

"প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে"

"যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোন জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই"

"স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না"
(সংগৃহীত)

07/07/2023
I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
05/07/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

03/07/2023

ঈদের ছুটিতে জমিয়ে আড্ডা দিয়েছি।
আবারো ফিরে এলাম বন্ধুদের মাঝে। আড্ডা হবে লাইভে।কমেন্ট করে জানাবেন।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when MD:Abid Hasan7728 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share