Esha's Blogging

Esha's Blogging This Is My Personal page

16/04/2025

Congratulations Noureen Afrose apu ❤️

04/03/2025

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন।

একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন। এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __

"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে, যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)
হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ!❤️

05/09/2024

কখনো কি ভেবে দেখেছেন, কান্নার পর এতো গভীরভাবে ঘুম চলে আসে কেন?
সবচেয়ে কষ্টের মুহূর্তে যখন সবচেয়ে কাছের মানুষ গুলো দূরে চলে যায় এবং আপনি নিজেকে খুব অসহায় একাকী মনে করেন তখন আপনার রব আপনাকে সবকিছু থেকে দূরে সরিয়ে গভীর ঘুম আচ্ছন্ন করে দেন। যাতে আপনার ক্লান্ত মন ও মস্তিষ্ক শান্ত হয় এবং আপনি কষ্টটা ভুলতে পারেন।

আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখবেন যে, ঘুম থেকে ওঠার পর মনে হয় মনটা অনেক হালকা হয়ে গেছে, বুক থেকে ভারী একটা কিছু নেমে গেছে। এভাবেই আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্তে আল্লাহ জানান দেন যে, তিনি আমাদের সঙ্গে আছেন।

আলহামদুলিল্লাহ ১ দিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার অনুদান জমা হয়েছে প্রায় ২০ কোটি টাকা এবং ১ দিনে টিএসসিতে জমা হয়েছে ১ ক...
24/08/2024

আলহামদুলিল্লাহ ১ দিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার অনুদান জমা হয়েছে প্রায় ২০ কোটি টাকা এবং ১ দিনে টিএসসিতে জমা হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ১৭২ টাকা।
এটাই আমাদের বাংলাদেশ। ♥

খুলনা শিববাড়ি মোড় থেকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজলন।  🇧🇩🪔আমার সোনার বাংলা...৮ আগস্ট '২৪   #শিববাড়ি
08/08/2024

খুলনা শিববাড়ি মোড় থেকে শহীদদের স্মরণে মোমবাতি প্রজলন। 🇧🇩🪔
আমার সোনার বাংলা...
৮ আগস্ট '২৪

#শিববাড়ি

28/01/2024

আবার কাউকে ভীষণ ভালোবাসবার ইচ্ছা হোক।বিশ্বাস করতে পারার ক্ষমতা হোক,সুন্দর একটা অনুভূতি হোক।দীর্ঘস্থায়ী একটা আলিঙ্গন হোক।যে আলিঙ্গনে আত্মার সাথে আত্মার কথপোকথন হবে,যেখানে শরীর এক অদৃশ্য প্ল্যাটফর্ম মাত্র।শেষ ট্রেন ধরে ভালোবাসা আবার ঘরে ফিরুক আত্মার প্রয়োজনে।

যত্রতত্র প্রেম শুধু হৃদয়ের দাগ বাড়াবে।হৃদয়ের দাগের চেয়ে অপেক্ষা অনিন্দ্য সুন্দর।🌸

19/07/2023

আমার প্রিয় শহর ❤️‍🩹

13/07/2023

এতো সুন্দর বৃষ্টিতে বের না হলেই না..!🥀🥲
Without Full Effect

04/04/2023

Helping mom in the kitchen during Ramadan... 🌙❤️

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Esha's Blogging posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esha's Blogging:

Share