Khobor 24

Khobor 24 জনতার কথা বলে...

খুলনায় লবনচরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।খুলনার রুপসা লবণচরায় মোটরসাইকেল দু'র্...
16/08/2025

খুলনায় লবনচরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
খুলনার রুপসা লবণচরায় মোটরসাইকেল দু'র্ঘ'ট'নায় একজন নি/হ/ত, একজন গুরুতর আ/হ/ত। আহত ব্যক্তির পরিচয় খুঁজে পাওয়া যাইনি। পরিচয় খুঁজে পেতে সহায়তা করুন।
আজ শনিবার খুলনায় পৃথক জায়গায় দুটি সড়ক দুর্ঘটনা ঘটে একটি ১৪:০০ ঘটিকায় খুলনা মহানগরের লবণচড়া থানাধীন রুপসা ব্রিজ ও লবনচোরা থানার মাঝামাঝি হাইওয়ে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মিকো (২৪) পিতাঃ মোঃ মিন্টু সাং- পুরাতন গল্লামারি লায়েন্স স্কুলের পাশে সোনাডাঙ্গা খুলনা মহানগরী নিহত হয়েছেন এবং তার সাথে থাকা অজ্ঞাতনামা (২৫) গুরুতর আহত হয়েছেন, আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি তিনি খুলনা মেডিকেলের জরুরি বিভাগের ৯-১০ নং ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

16/08/2025

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি | khobor 24

12/08/2025

ঠেকানো যাচ্ছে না লুটপাট; মরুভূমিতে পরিণত হলো সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র!

পরিবেশ উপদেষ্টা, সিলেটের ডিসি, এস পি এবং সাদা পাথর এলাকা সংলগ্ন প্রত্যেকটা উপজেলার ওসি এবং ইউএনও’র সাসপেন্ড এবং পদত্যাগ দাবি করছে এলাকাবাসী।

পুরো এলাকা ধুধু মরুভূমি বানিয়ে ফেলা হয়েছে। গত কয়েক মাসে অন্তত তিন থেকে চার হাজার কোটি টাকার পাথর লুট করা হয়েছে ।

08/08/2025

Khobor 24' ..LIVE: গাজীপুরে সাংবাদিক হ'ত্যার প্রতিবাদে উ'ত্তাল জাতীয় প্রেসক্লাব...

খুলনার লবণচরা থানাধীন কৃষ্ণনগর আল আকসা গলিতে মোঃ. রাজু (৩২) নামের এক যুবককে কু/পি/য়ে জখম করেছে দুর্বৃ/ত্ত/রা। গুরুতর আহ...
07/08/2025

খুলনার লবণচরা থানাধীন কৃষ্ণনগর আল আকসা গলিতে মোঃ. রাজু (৩২) নামের এক যুবককে কু/পি/য়ে জখম করেছে দুর্বৃ/ত্ত/রা। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আ/শঙ্কা/জনক,,

খুলনা নগরীর বার্মাশিল রোডে যৌথবা‌হিনীর বিশেষ অভি/যান পরিচালনা করে প্রায় সাত শত সত্তুর লিটার দে/শি বাংলা মদ জব্দ করেছেন,...
07/08/2025

খুলনা নগরীর বার্মাশিল রোডে যৌথবা‌হিনীর বিশেষ অভি/যান পরিচালনা করে প্রায় সাত শত সত্তুর লিটার দে/শি বাংলা মদ জব্দ করেছেন,,

06/08/2025
06/08/2025

খুলনা য় বিএনপির বিজয় মিছিল

খুলনায় জুলাই শহীদ স্মৃ‌তিস্ত‌ম্ভে শ্রদ্ধা নিবেদন ...
05/08/2025

খুলনায় জুলাই শহীদ স্মৃ‌তিস্ত‌ম্ভে শ্রদ্ধা নিবেদন ...

খুলনায় সাংবাদিকের ওপর মব হা'মলা: আইনের বদলে ‘রাস্তায় বিচার’ কি গ্রহণযোগ্য?নিজস্ব প্রতিবেদকঃস্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে ...
05/08/2025

খুলনায় সাংবাদিকের ওপর মব হা'মলা: আইনের বদলে ‘রাস্তায় বিচার’ কি গ্রহণযোগ্য?

নিজস্ব প্রতিবেদকঃ
স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে গাড়িতে ছিলেন এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি বিএম রাকিব হাসান। হঠাৎ করেই রূপসা বাসস্ট্যান্ড এলাকায় ঘিরে ধরল ১৫-২০ জনের একদল যুবক। জোর করে নামিয়ে নেওয়া হলো গাড়ি থেকে। শুরু হলো জনতার নামে মবের তাণ্ডব। মারধর, হুমকি, অপমান—সব ঘটল প্রকাশ্যে, নিজের পরিবারের সামনে। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ির গতিরোধ করে রাকিবকে নামিয়ে একপাশে নিয়ে যাওয়া হয়। কয়েকজন অভিযোগ তুলে বাকবিতণ্ডা শুরু করে, যা মুহূর্তেই রূপ নেয় মারধরে। শুধু মারধর নয়, রাকিবের সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগও ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ।

সাংবাদিক রাকিব হাসান বলেন, “ঘটনাটি একদম পরিকল্পিত। এমনভাবে আমাকে ঘিরে ধরা হয়েছিল যে, কিছুই করার ছিল না। আমার স্ত্রী ও সন্তানের চোখের সামনে এসব হয়েছে। আমি আতঙ্কে ছিলাম তাদের নিরাপত্তা নিয়েই।”

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছে, তবে এধরনের মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি ও মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক বলেন, “এটা নিছক মারধর নয়, এটা সমাজে আইনশৃঙ্খলা ভেঙে ফেলার একটি কৌশল। সাংবাদিক হোক বা সাধারণ মানুষ—কারো কোনো ভুল থাকলে তার বিচার রয়েছে আদালতে। রাস্তায় এভাবে মব তৈরি করে ‘বিচার’ চালানো একধরনের অপরাধ। প্রশাসনকে আরও সক্রিয় হয়ে এই সংস্কৃতি রুখতে হবে।”

এ বিষয়ে রূপসা থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সাংবাদিক রাকিব হাসানের ওপর এই হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে খুলনার সাংবাদিক সমাজ। তারা বলছে, আজ একজন সাংবাদিক, কাল হয়তো সাধারণ পথচারী। মব কালচারের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে আইনবিরোধী এই ‘সামাজিক বিচারের’ সংস্কৃতি পুরো সমাজকে গ্রাস করে ফেলবে।

04/08/2025

Khobor 24's broadcast 'ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা' শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন তারেক রহমান...সরাসরি....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Khobor 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khobor 24:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share