24/10/2025
ক্ষমা — মুমিনের সৌন্দর্য
আল্লাহ তায়ালা বলেনঃ
> “যে ক্ষমা করে এবং সংশোধন করে, তার পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে।”
— (সূরা আশ-শূরা, আয়াত ৪০)
ক্ষমা করা দুর্বলতার নয়, বরং এটা শক্ত মনের পরিচয়।
রাগ সংবরণ করে কাউকে ক্ষমা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল।
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে ক্ষমা করে দেয়,
আল্লাহ তাকে কিয়ামতের দিনে সকলের সামনে সম্মানিত করবেন।”
— (তিরমিজি)
আসুন, আমরা অন্যদের ভুলের উপর পর্দা দিই,
আর নিজের জন্য আল্লাহর ক্ষমা কামনা করি।
#ক্ষমা #ইসলাম #সহনশীলতা #সৎকাজ #আল্লাহর_ভালোবাসা