News Koyra-নিউজ কয়রা

News Koyra-নিউজ কয়রা কাগজ বিহীন ২৪ ঘন্টা

29/05/2024
03/05/2024

কয়রায় বিএনপি-জামায়াতের ৪ জনসহ ১২ প্রার্থীর মনোনয়ন জমা

খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির দুই নেতাসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে সহকারি রির্টানিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে দুইজন প্রার্থী রয়েছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন- চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলার যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসীন রেজা। ভাইস চেয়রম্যান (পুরুষ) পদে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ আব্দুর রশিদ, জামায়াত নেতা শফিকুল ইসলাম মোল্লা, বর্তমান ভাইস চেয়ারম্যান কমলেশ সানা, বিএনপি নেতা আব্দুর রব খোকন, মেহেদী হাসান, আরাফত হোসেন, দিদারুল ইসলাম ও এস এম আব্দুর রাজ্জাক। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সভাপতি নাসিমা আলম ও আয়েশা খাতুন।

এবারের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। সেই ঘোষণা উপেক্ষা করে কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ রশিদুজ্জামান, উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, বিএনপি নেতা আব্দুর খোকন ও জামায়াত নেতা শফিকুল মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এবারের কয়রা উপজেলার পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৩২০, নারী ভোটার ৮৮ হাজার ২১৬ ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে। যাচাই-বাছাই ৫ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। ১৩ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

26/04/2024

সুপেয় পানির সংকটে কয়রাবাসী

সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। চর্তুদিকে নদ নদীবেষ্টিত কয়রার ৭টি ইউনিয়নের পানি লবণাক্ত হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষ গোসল, খাওয়া ও রান্নার কাজে পুকুরের পানির ওপর নির্ভরশীল। ৩টি ইউনিয়নে টিউবওয়েলের পানি আশানুরূপ না হওয়ায় লোকজনের পুকুরের পানি ছাড়া অন্য কোনো উপায় নেই। চলতি বছরে এখন পর্যন্ত বৃষ্টির দেখা না পাওয়ায় বর্তমানে প্রচণ্ড গরমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ৯০ শতাংশ পুকুরের পানি ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। এ অবস্থায় খাবার পানিসহ গোসল ও রান্নার পানির তীব্র সংকটে ভুগছে কয়রার হাজার হাজার পরিবারের লাখো মানুষ।

উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি ও কয়রা সদরের আংশিক এলাকায় টিউবওয়েলের পানি আশানুরূপ হলেও পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে টিউবওয়েলগুলোয় ঠিকমতের পানি উঠছে না।

একদিকে পুকুরের পানি প্রায় শূন্যের কোটায় অন্যদিকে নলকূপের পানি ঠিকমতো না ওঠায় পানির জন্য বর্তমানে কয়রার মানুষের মাঝে ত্রাহি অবস্থা বিরাজ করছে।

উপজেলার ৭টি ইউনিয়নে জেলা পরিষদের পুকুর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের খনন করা পুকুরের পানির ওপর হাজার হাজার মান্যুষ নির্ভরশীল হয়ে পড়েছে।

দক্ষিণ বেদকাশির গোলখালি, উত্তর বেদকাশি কাছারিবাড়ি, কয়রা সদরের ৪নং কয়রা, মহারাজপুরের কালনা, বাগালীর বামিয়া, আমাদির হাতিয়ারডাঙ্গা, মহেশ্বরীপুরের ভাগবা এলাকায় জেলা পরিষদ ও দুর্যোগব্যবস্থা অধিদপ্তরের পুকুরগুলোয় গিয়ে দেখা গেছে, পুকুরের পাড়ে বসানো পিএসএফ থেকে সকাল-বিকাল লাইন দিয়ে নারী, পুরুষরা খাবার পানি সংগ্রহ করছে। দূর গ্রামের শত শত মানুষ হুড়োহুড়ি করে কলসে পানি ভরে নিয়ে যাচ্ছে।

শাকবাড়িয়া নদী সংলগ্ন ৫নং কয়রা গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মজিবার হাওলাদার, শাহিন হাওলাদার, আজিজুল গাজী, আক্কাছ হাওলাদার ও আব্দুল্লাহ সরদারের বাড়ির ৫টি পুকুরে প্রতিদিন গোসল করতে দেখা যায়। এখানকার টিউবওলের পানি আশানুরূপ না হওয়ায় এ পুকুরগুলো থেকে গ্রামের লোকজন রান্নার পানি সংগ্রহ করে থাকে।

কয়রা সদরের পাড়পাড়া গ্রামের বাসিন্দা আশরাফ পাড় বলেন, গ্রামের পুকুরগুলোয় গোসল উপযোগি পানি না থাকায় গোসলের জন্য মসজিদের পুকুরে যেতে হয়।

উত্তর বেদকাশির বড়বাড়ি গ্রামের বাসিন্দা নুরআলী সরদার জানান, তীব্র তাপদাহে পুকুরে পানির স্তর একবারে নিচে নেমে গেছে। ফলে খাবার পানি, গোসল ও রান্নার পানির চরম সংকটে ভুগছে এলাকার মানুষ। পানীয় জলের সংকট নিরসনে সরকারি উদ্যোগে উপজেলার সর্বত্র বড় বড় মিষ্টি পানির পুকুর খননের দাবি জানান এলাকার সর্বস্তরের মানুষরা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ বলেন, সুপেয় পানির সংকট নিরসনে এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। পুকুর সংস্কারে এলজিইডি কাজ করছে বলে তিনি জানান।

12/01/2024

শপথের পর এমপি রশীদুজ্জামানের এক ঘোষণাতেই এলাকায় স্বস্তি, ভাসছেন প্রশংসায়

প্রবীর জয়, কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে নছিমন করিমন ও ইজিবাইক স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রা থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

বন্ধের ঘোষণাটি অনলাইন নিউজ পোর্টাল ওয়েলকাম টু পাইকগাছাকে নিশ্চিত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান।

এতে করে কপিলমুনিসহ পার্শ্ববর্তী এলাকা সমূহের প্রায় দুই থেকে তিন শতাধিক নছিমন, করিমন, আলম সাধু ও ইজিবাইক থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যাওয়ার ক্ষুদ্র যানবাহন চালক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানাগেছে, কপিলমুনি হাসপাতাল, রবীন্দ্র হার্ডওয়ার, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংলগ্ন স্ট্যান্ডে বিগত ১৫ থেকে ২০ বছর ধরে মেইন সড়কের উপর জনসম্মুখে প্রকাশ্যে হাজার হাজার টাকা চাঁদা আদায় করা হতো। অভিযোগ রয়েছে, যখন যে এ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হতেন তখন তার নাম ভাঙ্গিয়ে তার লোকজন এসব চাঁদা আদায় করতো।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে মোঃ রশীদুজ্জামান বলেছিলেন, তিনি নির্বাচিত হলে পাইকগাছা-কয়রা উপজেলার সকল দূর্নীতি বিরুদ্ধে তিনি পূর্বেও যেমন সোচ্চার ছিলেন এখনও তেমনি পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবেন না। এরই ফলসূরতিতে তিনি নির্বাচিত হয়ে গত ১০ জানুয়ারি সকালে শপথ নেয়ার পর কপিলমুনিতে নছিমন, করিমন, আলম সাধু ও ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা বন্ধের ঘোষণা দেন বলে জানাগেছে।

স্থানীয়রা জানায়, ইজিবাইক ও নছিমন স্ট্যান্ডে চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহন চালক এবং তাদের পরিবারের সদস্যরা। ফলে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মোঃ রশীদুজ্জামানকে রায় দেন পাইকগাছা-কয়রা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উক্ত বিষয়ে নছিমন, করিমন ও ইজিবাইক চালকরা জানায়, দীর্ঘদিন আমরা এই চাঁদার টাকার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। চাঁদা দিতে রাজি না হলে চালককে নির্মম মানষিক অত্যাচার হতে হয়েছে। আমরা পেটের দায়ে ক্ষুদ্র ইঞ্জিন চালিত এ সব যানবাহন চালায়। আমাদের নিকট থেকে দৈনিক ও মাসিক বিভিন্ন হারে চাঁদা আদায় করা হতো।

এবিষয়ে এলাকাবাসী ও সচেতন মহল মনে করেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান গরীব অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাছ করে যাবেন। বিগত দিনে যারা এ সকল কর্মকান্ডে জড়িত ছিলেন এ নির্বাচনে তারা সঠিক জবাব পেয়েছেন। এ এলাকার মানুষ স্বস্তিতে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, স্বাভাবিক জীবনযাপন করবে। এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সমৃদ্ধ পাইকগাছা-কয়রা গড়ে তোলার লক্ষে কাজ করবেন বর্তমান এমপি এমনটি আশা ও প্রত্যাশা আমাদের সকলের।

এ বিষয়ে জানতে চাইলে নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান (ওয়েলকাম টু পাইকগাছা) কে বলেন, গরিব মানুষের কষ্ট অর্জিত টাকা যারা এভাবে লুঠ করে শুধু কপিলমুনি নয় পাইকগাছা কয়রা উপজেলায় যেখানে চাঁদাবাজি হবে সেটা বন্ধ করে আইনের আওতায় তাদেরকে আনা হবে।

02/01/2024

সমৃদ্ধ পাইকগাছা কয়রা গড়ে তোলা হবে... রশীদুজ্জামান

((মোঃ আব্দুল আজিজ,)) খুলনা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেছেন, ইউক্রেন যুদ্ধ সহ নানা বৈশি^ক নানা প্রতিক‚লতার মধ্যেও শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশী এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্রকারী দেশের উন্নয়নকে ব্যাহত করতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের সকল উন্নয়ন কর্মকান্ড স্থবীর হয়ে পড়বে, থেমে যাবে দূর্বার গতিতে এগিয়ে চলা অর্থনীতির চাকা।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার বিকল্প নাই। মোঃ রশীদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে পুনরায় সরকার গঠন করতে হলে জাতি-ধর্ম-নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে উপক‚লীয় এ জনপদকে সমৃদ্ধ পাইকগাছা কয়রা হিসেবে গড়ে তোলা হবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােত ধারায় নিয়ে আসা হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা হবে। বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজন করা হবে। তিনি সোমবার বিকালে নির্বাচনী এলাকা পাইকগাছার লতার কাঠামারী স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের জনসভায় এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল বৈদ্যের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস এবং মঙ্গল চন্দ্র মন্ডলের স ালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, এ্যাডঃ সাঈদুল ইসলাম পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, উপাধ্যক্ষ ত্রিদেব কান্তি মন্ডল, আওয়ামী লীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল মজুমদার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, গোলক বিহারী মন্ডল,

শেখ হেদায়েত আলী টুকু, ইঞ্জিঃ মেহেদী হাসান, প্রভাষক রেজাউল করিম, সোহরাব হোসেন, কৃষ্ণপদ মন্ডল, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, প্রকাশ সরকার টুকু, কালিদাশ মন্ডল, এ্যাডঃ সমীর বিশ^াস, এসএম শাহবুদ্দীন শাহীন, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, যুবলীগনেতা বাবু লাল বিশ^াস, সুকুমার বিশ^াস, পরেশ মন্ডল, দীজেন্দ্রনাথ মন্ডল, দেবাশীষ রায়, শফিকুল ইসলাম, আবুল ড্রাইভার, জগদীশ দে, কাজী জাহাঙ্গীর হোসেন, রাধিকা গোলদার, রতœা মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার ও ছাত্রনেতা রিপন রায়।

01/01/2024
24/12/2023
13/12/2023
06/12/2023

Address

Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when News Koyra-নিউজ কয়রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share