Jiban Bima Corporation জীবন বীমা কর্পোরেশন

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Jiban Bima Corporation জীবন বীমা কর্পোরেশন

Jiban Bima Corporation জীবন বীমা কর্পোরেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jiban Bima Corporation জীবন বীমা কর্পোরেশন, Khulna.

04/06/2025

জীবন বীমা কর্পোরেশন এর পলিসি মানে নিশ্চিত ও লাভজনক বিনিয়োগ।
যোগাযোগ করুনঃ ০১৯৩০-৫৮১৯৫৭

𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔.

ব্যাংক নাকি ইনসুরেন্স?ব্যাংকে টাকা রাখলেই নিরাপদ? না ভাই, ভুল ভাবছেন!আমরা অনেকেই ভাবি"ব্যাংকে টাকা রাখলে তো নিশ্চিন্ত! চ...
24/05/2025

ব্যাংক নাকি ইনসুরেন্স?

ব্যাংকে টাকা রাখলেই নিরাপদ? না ভাই, ভুল ভাবছেন!
আমরা অনেকেই ভাবি

"ব্যাংকে টাকা রাখলে তো নিশ্চিন্ত! চাইলে তুলবো, দরকারে রাখবো। ব্যাংক তো আর পালাবে না!"
এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল!

আসুন একটু চোখ খুলে বাস্তবটা দেখি

ব্যাংকে আপনার টাকা, কিন্তু আপনার নিয়ন্ত্রণে নয়!

আপনি যদি আজ ব্যাংকে ১০ লাখ টাকা রাখেন, আর কালকে সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে?
আপনি পুরো টাকাটা ফেরত পাবেন না।

বাংলাদেশ ডিপোজিট ইন্স্যুরেন্স আইন অনুযায়ী, আপনি পাবেন সর্বোচ্চ মাত্র ২ লাখ টাকা!
তাও সরাসরি ব্যাংক থেকে নয়, বরং বাংলাদেশ ব্যাংকের “ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম” থেকে বিমার আওতায়।

এই ২ লাখ টাকার বেশি? পাওয়ার কোনও গ্যারান্টি নেই।

আপনার সারা জীবনের সঞ্চয়, হাজার হাজার কষ্টের টাকা
মাত্র ২ লাখে এসে থেমে যাবে, যদি না আপনি বিকল্প চিন্তা করেন।

তাহলে উপায়?

Insurance Is The Best Policy.
কারণঃ

★ ইনস্যুরেন্স মানেই নিরাপত্তা

★ ইনস্যুরেন্স মানেই ঝুঁকির সুরক্ষা

★ ইনস্যুরেন্স মানেই দুর্যোগেও টিকে থাকার গ্যারান্টি

আপনার টাকা, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ সবকিছুকে নিরাপদ রাখতে আজই ইনস্যুরেন্স নিয়ে চিন্তা করুন।

স্মার্ট লোকেরা এখন শুধু ব্যাংকে রাখে না, ইনস্যুরেন্সেও রাখে।

জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, ইন্সুরেন্স নিয়ে বেশ ইতিবাচক ও প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তিনি একবার বলেছিলেন:"B...
19/05/2025

জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, ইন্সুরেন্স নিয়ে বেশ ইতিবাচক ও প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তিনি একবার বলেছিলেন:

"Buying insurance is not because someone will die, but because someone will live."

বাংলায় এর সারাংশ দাঁড়ায়:

"ইন্সুরেন্স কেনা মানে এই নয় যে আপনি মারা যাবেন, বরং আপনি বেঁচে থাকবেন বলেই এটি দরকার।"

জ্যাক মার মতে, ইন্সুরেন্স হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া — যাতে দুর্যোগ বা দুর্ঘটনার সময় পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, অনেকেই ইন্সুরেন্সকে ব্যয় মনে করেন, কিন্তু আসলে এটি একটি বিনিয়োগ — নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য।

18/05/2025

একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশনে পলিসি গ্রহনের মাধ্যমে ১৫% আয়কর রেয়াত গ্রহন করুন।

৩০ জুন এর আগে যে কোন একটি পলিসি গ্রহন করে আয়কর রেয়াতের সুবিধা নিন।
17/05/2025

৩০ জুন এর আগে যে কোন একটি পলিসি গ্রহন করে আয়কর রেয়াতের সুবিধা নিন।

14/05/2025
বহুকিস্তি বীমা
12/05/2025

বহুকিস্তি বীমা

01/05/2025

২৭ এপ্রিল, ২০২৫ তারিখ জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মুহিবুজ্জামান কর্পোরেশনের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ কনফারেন্স রুমে “হেলথ (একক বীমা) রাইডার (সহযোগি) সুবিধা" কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময়ে প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজারসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বীমার মাধ্যমে দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন কর্তৃক সহযোগি সুবিধা হেলথ রাইডার (একক বীমা) প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে কর্পোরেশনের বিদ্যমান স্কিম সমুহের সাথে সহযোগী সুবিধা (হেলথ বেনিফিট) শর্তসাপেক্ষে গ্রহণ করা যাবে।

কর্পোরেশনের বিদ্যমান স্কিম সমুহের সাথে সহযোগী সুবিধা (হেলথ বেনিফিট) হিসেবে (১) Health Insurance Rider (২) Major Diseases Rider এবং (৩) Waiver of Premium Rider শীর্ষক ৩ (তিন) টি নতুন সুবিধা চালু করা হয়েছে। এই সহযোগী সুবিধা (Raider) এর মাধ্যমে বীমাগ্রাহকের স্বাস্থ্য সেবার চাহিদা মেটানো সম্ভব হবে।

শুভ নববর্ষ ১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Jiban Bima Corporation জীবন বীমা কর্পোরেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share