Mahmudul hasan 876

Mahmudul hasan 876 islamic video

05/10/2025

আল্লাহ আকবার

05/10/2025

কুরআন অবমাননার শাস্তি সম্পর্কে ইসলাম কী বলে?
​ #আহমাদুল্লাহ​ #কুরআনঅবমাননা​
Ahmadullah

05/10/2025

গতকাল সকাল ৯টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির NAC-2 ভবনে ঘটে গেছে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা।
এই ঘটনা কোনো ধর্মপ্রাণ মুসলমান তো দূরের কথা—একজন সাধারণ মুসলিমের পক্ষেও মেনে নেওয়া অসম্ভব।

গতকাল অপূর্ব পাল নামের এক হি*দু শিক্ষার্থী প্রকাশ্যে পবিত্র কুরআন শরীফ মাটিতে ফেলে,লা**থি মেরে,পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এবং এই জঘন্য কাজের ভিডিও করে।

মুসলমানরা কখনো গীতা পোড়ায় না, বেদ পোড়ায় না, বাইবেল পোড়ায় না। কিন্তু বারবার পোড়ানো হয় শুধু কুরআন।

এই জঘন্য অপরাধের কঠোর শাস্তি দাবি করছি।যে-ই হোক না কেন,পবিত্র কুরআনের অবমাননার শাস্তি দৃষ্টান্তমূলক হতে হবে।
যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য সাহস না করে!

04/10/2025

আওয়ামী লীগ যদি শেখ মুজিবুর রহমানের আদর্শের দেশ প্রতিষ্ঠা করতে পারে।বিএনপি যদি জিয়াউর রহমানের আদর্শের দেশ প্রতিষ্ঠা করতে পারে।তাহলে আমরা মুসলিম হয়ে কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ ﷺ এর আদর্শের দেশ প্রতিষ্ঠা করতে পারব না?
ইসলামি শাসন ব্যবস্থার কথা বললে, আমরা রাজা*কার, জ*ঙ্গী হয়ে যাই।
আমরা চাই এমন একটি দেশ যেখানে সবকিছু কুরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে।যেখানে রাষ্ট্র পরিচালনা, আইন, বিচার, অর্থনীতি, সমাজনীতি ও নৈতিকতা পুরোপুরি কুরআন ও সুন্নাহর আলোকে গঠিত থাকবে। যেখানে ন্যায় সততা কল্যাণ এবং সমান অধিকার নিশ্চিত থাকবে অন্যায় দুর্নীতি ও অত্যাচারের কোন স্থান থাকবে না এবং প্রতিটি নাগরিক নিরাপদে জীবনযাপন করবে। এটাই আমাদের লক্ষ্য।।

~~ মাহমুদুল হাসান

#ইসলামী_শাসন #কুরআন_সুন্নাহ #ন্যায়_সততা #শরীয়াহ #বাংলাদেশ #কুরআন

মোদীকে খুশি করলেও ঠিকানা জাহান্নাম। আমেরিকাকে খুশি করলেও ঠিকানা জাহান্নাম। খুশি করতে হবে আল্লাহ ও তার রাসুলকে (সাল্লাল্ল...
03/10/2025

মোদীকে খুশি করলেও ঠিকানা জাহান্নাম। আমেরিকাকে খুশি করলেও ঠিকানা জাহান্নাম। খুশি করতে হবে আল্লাহ ও তার রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।

-মাওলানা আব্দুল মালেক সাহেব দা. বা.

বিঃদ্রঃ বক্তব‍্যটি আজকের জুম’আর আলোচনা হতে নেওয়া।

আলহামদুলিল্লাহআমাদের সম্মানিত প্রিয় দুই রাহাবার - শায়খ আহমাদুল্লাহ ও শায়খ ড.মিজানুর রহমান আজহারি সাহেব কিছু দ্বীনি প্রো...
03/10/2025

আলহামদুলিল্লাহ

আমাদের সম্মানিত প্রিয় দুই রাহাবার - শায়খ আহমাদুল্লাহ ও শায়খ ড.মিজানুর রহমান আজহারি সাহেব কিছু দ্বীনি প্রোগ্রামকে সামনে রেখে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় গিয়ে পৌঁছেছেন। আমরা দু'আ করি, আল্লাহ তাদের এ সফরকে ফলপ্রসূ, কল্যাণকর ও বরকতময় করুন। তাদের মাধ্যমে দ্বীনের আলো বিশ্বব্যাপী আরো বিস্তৃত হোক এবং মানুষ হেদায়াতের পথে আসুক। আমীন🤲

02/10/2025

রাসূল ﷺ বলেছেন, "শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পুজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।"
(সুনানে ইবনে মাজাহ ৩৯৫২
আবু দাউদঃ ৪২৫২)

উমর (রাঃ) বলেন, "তোমরা মুশরিকদের (মূর্তি পুজাকারীদের) উৎসবের সময় সেখানে যেও না। কেননা, তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হয়।"
(সুনানুল কুবরা, বায়হাকীঃ ১৮২৮৮)

বর্তমানে এই হাদিস দুইটার সাথে আল্লাহর রাসূল ﷺ সাঃ এর কথা কিভাবে মিলে যাচ্ছে। হে আল্লাহ আমাদের শিরক থেকে হেফাজত করুন।

29/09/2025

বসেন বসেন বইসাজান?

29/09/2025

ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতেই ঠাই হবে, আকাশে থাকবে জোছনা, অথচ কবরে আঁধার রবে!!

29/09/2025

পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে, আপনি গুনাহ করছেন এবং বুঝতেও পারছেন। কিন্তু, ছাড়তে পারছেন না?

29/09/2025

একদিন কবরই হবে শেষ আশ্রয়,সকল অহংকার তখন মাটির ধুলোয় হারিয়ে যাবে।সেদিন কাজে লাগবে শুধু আমল আর আল্লাহর রহমত।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudul hasan 876 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmudul hasan 876:

Share