Bengali Culture BD

Bengali Culture BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengali Culture BD, Digital creator, Chitalmari, Bagerhat, Khulna.

আসসালামু আলাইকুম! সবাইকে বেঙ্গলি কালচার বিডিতে স্বাগতম! ❤️❤️ বাংলার মানুষের সংস্কৃতি প্রকাশে এই পেজ কাজ করে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকুন।সবার মঙ্গল কামনা করছি🥰❤️❤️।

পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের -প্লাংকটন বলে।
23/06/2025

পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের -প্লাংকটন বলে।

সময় চলছে সময়ের গতিতে দুশ্চিন্তা নেই নেই অসচ্ছলতা আছে এক মৃত প্রাণযার ভালোলাগা নেই নেই কোন অনুভূতিশুকনো পাতার এক মরমরে ধ্...
22/06/2025

সময় চলছে
সময়ের গতিতে
দুশ্চিন্তা নেই
নেই অসচ্ছলতা
আছে এক মৃত প্রাণ
যার ভালোলাগা নেই
নেই কোন অনুভূতি
শুকনো পাতার এক মরমরে ধ্বনি !!
বৃষ্টি পারছে না প্রাণ ফেরাতে
প্রাণ এক বারই আসে আর যায়!
এই ব্যস্ত শহরে!🍂🪶

The stone is very hard! But I am a lifeless soul!
22/06/2025

The stone is very hard!
But I am a lifeless soul!

সেই রকম বাড়ি! বাড়ির মালিক গন শিক্ষিত । সুখী পরিবার 💞😁।
15/06/2025

সেই রকম বাড়ি! বাড়ির মালিক গন শিক্ষিত । সুখী পরিবার 💞😁।

07/06/2025
01/06/2025

ছোট্ট একটা জীবন
একটা মন,
প্রতিনিয়ত মনের সাথে লড়াই 😅
এত কিছুর পরেও,,,,,
ঘর, বর, সেভ জুন সবই পেলাম😁
পেলাম না তাকে, যে তীব্র ভাবে ভালো বাসে😅
যাকে বাসি😅
যার হাল চাল, আমাকে ভাবাই😅

** দিন শেষে এটাই বুঝতে পারলাম😅। তাকেই বরন করে নাও। যাকে তুমি চাও😁। যাকে তীব্র ভাবে চাও।যে তোমাকে তীব্র ভাবে চাই। 💔

17/05/2025

বেশ কিছু দিন ধরে, পরিবারের সামগ্রীক বিষয় চিন্তা ভাবনা করে; মানসিক ভাবে আমি ভিষণ অসুস্থ। মনে হলো কবিরাজের সাথে সমস্যা গুলো শেয়ার করা যেতে পারে। তাই বাড়ির কাছে এক কবিরাজের কাছে চলে গেলাম। সমস্যা গুলো শেয়ার করলাম। তিনি বললেন," বেশ কয়েকটা জ্বিন তোমাদের ক্ষতি করতেছে অনেক আগে থেকে। তোমার পূর্ব পুরুষের পোশা জ্বিন। মাটির নিচে সম্পদ রাখাতে ওরা ওখানেই থাকতো। সম্পদকে কেন্দ্র করে। যেখানে সম্পদ বা গুপ্ত ধন থাকে সেখানেই ওদের আনা গোনা থাকে। " বললাম আমাদের কেন ক্ষতি করে?? বললো" সেই সম্পদ চুরি হয়ে গেছে। তাই ওরা এভাবে ক্ষতি করতেছে। যারা চুরি করেছে তারাও ভালো নেই।
১/ শারীরিক /২ অর্থনৈতিক ৩/ মানসিক সমস্যা তাদেরও লেগে আছে।" শুনে আমি খুব হতাশ হয়ে পরলাম😟😔। আমার মাবুদ থাকতে জ্বিন বা ইনসান কেও কিভাবে ক্ষতি করতে পারে🤔। কার কি ক্ষমতা আছে। আমি এত ডাকার পরেও মাবুদ আমার ডাকে সাড়া দিলেন না🤔। অনেক বেশি অভিমানে আরো বেশি হতাশ হয়ে পরলাম। মনে হচ্ছিলো, পাগল হয়ে যাব😅।
পরে আরেক জনের কাছে গেলাম।
সংক্ষেপে বললাম, হুজুর আমার পরিবার সব দিক থেকে খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। সমস্যা শুধু বেড়েই চলেছে দিনের পর দিন। কোন কুল কেনারা পাচ্ছি না। কেও কি আমাদের ক্ষতি করতেছে???
তিনিও একই কথা বললেন😅। তবে আরো পরিস্কার করে বললেন। বললেন, " কম পক্ষে ২০ বছর ধরে জ্বিনে ক্ষতি করতেছে। এটা চলতে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।"৷৷অথচ তার জানা ছিল না যে, আমার পূর্ব পুরুষ ঘটিতে মুদ্রা+ মূল্যবান সম্পদ ভরে মাটির নিচে পুতে রাখতেন। আমার দাদা নিজেই এমন করতেন।সব কথা শুনে, তীব্র কস্ট হচ্ছিলো। কিন্তু হতাশা কিছুটা কমে গেল। এটা ভেবে যে, আমি রবের ইবাদতে মগ্ন হয়েছি কয়েক বছর হলো মাত্র। তিনি দয়া করেছেন বলেই হয়তো আজ বিষয় টা জানতে পারছি,,,,,,,। তারপর সত্যতা যাচাই বাছাই করার জন্য আরো এক জন হুজুরের কাছে গেলাম😅। তিনিও একই কথা বললেন😅💔। এখন বিশেষ ভাবে ক্ষতি কাটারোর চেষ্টা শুরু করেছি মাত্র,,,,, ,,৷
তবে তীব্র কস্ট হয়, যখন মনে পরে কতটা শারীরিক দূর্বলতার মধ্যে দিয়ে ২৭ টা বছর কেটে গেল😅। কতটা মানসিক যন্ত্রনা সইতে হয়েছে দিনের পর দিন😅। শৈশব থেকে এ পর্যন্ত ভাই ও বোনের অসুস্থতার জন্য কত শারীরিক ও অর্থনৈতিক ক্ষতি হয়ে এসেছে😅।
এসব কাওকে বলতেও পারছি না 😅। পাত্র পক্ষ জানলে বলবে, এই পরিবারে খারাপ জ্বিনের ক্ষতি আছে। এখানে যাওয়া জাবে না 😅🙄।

07/05/2025

পৃথিবীর বুকে এমন কোন ভাষার জন্ম হয়নি, যে ভাষা দিয়ে এই ঘটনার ব্যাখ্যা করা যায়,,,,,,!!

Address

Chitalmari, Bagerhat
Khulna
9360

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Culture BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengali Culture BD:

Share