Voice Of KUET

Voice Of KUET Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Of KUET, Digital creator, Khulna.

Argentina’s fan be like :শুরু করে দে রে পাগলা🤲
24/11/2022

Argentina’s fan be like :

শুরু করে দে রে পাগলা🤲

17/11/2022

ধন্যবাদ জানাই কাতার কে ❣️
বিশ্বের কাছে বাংলাদেশকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ❣️❣️❣️

15/09/2022

ভুল কেন্দ্রে চলে আসা এক SSC পরীক্ষার্থীকে পুলিশ নিজেদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে।

ধন্যবাদ বাংলাদেশ পুলিশ। মানুষ আপনাদের এভাবেই পাশে চায় সবসময়।

কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক Sadman Nahian Sezan এর পেইজ থেকে নেওয়া। ইদানিং কালে কয়েকটি মিডিয়ার টার্গেটেই থাকে ছাত্রল...
14/09/2022

কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক Sadman Nahian Sezan এর পেইজ থেকে নেওয়া।

ইদানিং কালে কয়েকটি মিডিয়ার টার্গেটেই থাকে ছাত্রলীগ। এর একটা অন্যতম বড় কারণ অবশ্যই যেমন টিআরপি, আরেকটি কারণ হতে পারে লন্ডন থেকে পাঠানো এসাইনমেন্ট। আর সরাসরি শিবির এর প্রচারণা তো আছেই৷

সমস্যা হচ্ছে, অতীতের মতই অতি-উৎসাহী হয়ে আগে ভাগেই ছাত্রলীগকে জড়াতে গিয়ে তারা মূল ঘটনার মধ্যেই তালগোল পাকিয়ে ফেলেছেন। জাহিদুর রহমান যাকে বলা হচ্ছে, তিনি সিএসই বিভাগের শিক্ষার্থী না, তিনি ইসিই বিভাগ এবং ১৯ ব্যাচের শিক্ষার্থী।
একই সাথে তার নিজের স্বীকারোক্তিতেই তিনি উপস্থিত শ্রদ্ধাভাজন শিক্ষক সহ সকলের সামনেই বলেছেন যে, তিনি শিবির করেন না। তিনি খেলাফতে বিশ্বাস করেন এবং দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ এমন কিছু সংগঠন এর সদস্যদের সাথে টেলিগ্রামে তার যোগাযোগ আছে। যেখানে তিনি অন্য সকলের সাথে মিশে তাদের উপর দেওয়া এসাইনমেন্ট গুলা বাস্তবায়ন করেন। ইতিমধ্যে তাদের "লিডার শিপ" ট্রেনিংও হয়েছে বলে তিনি জানিয়েছেন!

সব চাইতে বড় মিথ্যাচার হচ্ছে, এই ঘটনার সাথে ছাত্রলীগকে জড়ানো। মিথ্যাচার এজন্য বলছি কারণ, এই অভিযুক্তের বিরুদ্ধে ড.এম.এ রশীদ হলের শিক্ষার্থীরাই বিক্ষোভ করেছেন, এই হলের সকল পর্যায়ের সচেতন শিক্ষার্থীরাই হলের প্রভোস্ট মহোদয় এর সাথে কথা বলেছেন, তাদের সন্দেহের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি সেখানে সকলের (ছাত্রকল্যাণ এর পরিচালক, হলের প্রভোস্ট, সহকারি প্রভোস্ট, সিকিউরিটি অফিসার) পরে উপস্থিত হই এবং উপস্থিত সকলের থেকে ঘটনার বিবরণ জানতে পারি এবং পরবর্তী তে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই পুলিশে সোপার্দ করা হয়। এমনকি, তার বিরুদ্ধে আইসিটি আইনে যে মামলা করা হয়েছে, সেটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায়িত্ব বোধের জায়গা থেকেই করেছে। অথচ, এত কিছুর পরও যারা ছাত্রলীগ কে টার্গেট করে নিউজ করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগকে বিতর্কিত করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য বুঝতে কারো বেগ পাওয়ার কথা না।

একটা কথা পরিষ্কার করি, যতই লেখালেখি করেন, যতই প্রোপাগান্ডা ছড়ান, বঙ্গবন্ধু আর তাঁর কন্যার প্রশ্নে এই প্রজন্মের মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী তরুণ-তরূণীরা তাদের আপোষহীন মনোভাব অব্যাহত রাখবেই!

(বিভিন্ন গ্রুপে অভিযুক্তের কথপোকথন এর পড়ার অযোগ্য কিছু ছবি সমুহ দেওয়া হলো, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। 🙏)

14/09/2022

Mashallah ❤️👍

13/09/2022

That smile! Subhan-Allah 😍❤️

13/09/2022

শীলা বৃষ্টি 🗯💭

12/09/2022

Kiya Karu Main Mar jaun!🐸

12/09/2022

ট্রেনিং চলছে 🤣

ভালোবাসার মানুষটি সঠিক হলে মেয়েরা শান্ত নদীর মত বদলে যায় । ঘোলাটে জলেও দেখা দেয় স্বচ্ছ গভীর ঢেউ । মায়েরা কখনো খারাপ হতে ...
11/09/2022

ভালোবাসার মানুষটি সঠিক হলে মেয়েরা শান্ত নদীর মত বদলে যায় । ঘোলাটে জলেও দেখা দেয় স্বচ্ছ গভীর ঢেউ । মায়েরা কখনো খারাপ হতে পারে না । অতীত যতই খারাপ হোক কিংবা সমালোচিত হোক না কেন , যখন একটি মেয়ে মা হয়ে যায় সে তার নারীত্বের সবচেয়ে সুন্দর দিকটির সাথে পরিচিত হয় । তার জীবনে শুরু হয় নতুন অধ্যায় ।পৃথিবীতে কোন খারাপ মা নেই ।

মা মানেই সেক্রিফাইজের একটি পূর্ণাঙ্গ বই যেখানে লিখা থাকে সম্মান ও পবিত্রতার শত আদরের গল্প । পৃথিবীতে নারীকে বহুবার তার কৃত কর্মের জন্য সমালোচিত ও জবাবদিহীতার মুখে পড়তে হয়েছে । কিন্তু কোন মাকে মনে হয় কেউ অসম্মান করতে পারে নি ।

মা মানেই এক রাজ মুকুটের মত পালক লাগানো আব্রু । মা মানেই নারীত্বের সবচেয়ে বড় অহংকার । মায়েদের অতীত নিয়ে যতটা না ঘাটে, তারচেয়ে মানুষ যারা তারা মাতৃত্বকে সবচেয়ে সুন্দর হিসেবে গ্রহন করে ।

মাতৃত্ব আসলেই ভীষণ সুন্দর ❤️
~মাসুমা ইসলাম নদী

10/09/2022

আট মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা

09/09/2022

ট্রেনিং চলছে😆

04/09/2022

একদম....

বেশিদিন আগের কথা নয়, আমিও দেখেছি আমার দাদীকে ব্লাউজ ছাড়া শাড়ি পড়তে। আমার দাদি পাচ ওয়াক্ত নামাজ পড়তো। এখন আমার দাদির নাতির ঘরে পুতি যদি বলে ইহা বাংগালীর পোশাক সাংষ্কৃতি ছিলো না, তাহলেই কিন্তু মেজাজ ফেটে যাবে।

বাস্তবতা হচ্ছে বাংগালীর হাজার বছরের পোশাক সাংষ্কৃতি বৈচিত্রময় ছিলো বটে, তবে সেখানে বোরখা হিজাব ছিলো না।

Beautiful Bangladesh. 🇧🇩❤️Photos: GMB Akash
28/07/2022

Beautiful Bangladesh. 🇧🇩❤️

Photos: GMB Akash

জাতির বিবেক যে শিক্ষকরাই যেখানে নীতি এবং আদর্শচ্যুত, সেই শিক্ষকদের থেকে শিক্ষা নেওয়া শিক্ষার্থীরা কতটুকু নীতি-নৈতিকতায় ট...
29/12/2021

জাতির বিবেক যে শিক্ষকরাই যেখানে নীতি এবং আদর্শচ্যুত, সেই শিক্ষকদের থেকে শিক্ষা নেওয়া শিক্ষার্থীরা কতটুকু নীতি-নৈতিকতায় টইটম্বুর, সেটার নিরিক্ষকও যখন সেই শিক্ষকরাই হোন, তখন আপনারা ক্যামন বোধ করেন ইয়োর অনার??

নিচে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের প্রশ্নফাঁসের দায়ে দন্ডিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদেয় শাস্তির নোটিশ!!






15/12/2021

যেকোনো ঘটনা কে অস্বাভাবিক ভাবে উপস্থাপন করে স্বার্থসিদ্ধি করতে একটা পক্ষ সবসময়ই প্রস্তুত থাকে।
একজন শিক্ষক মারা গেছেন৷ তার অকালপ্রয়াণ নিয়ে চলছে এক পক্ষের নোংরা রাজনীতি। সত্যি মিথ্যা যাচাই না করে কুয়েটের এই শিক্ষক এর প্রয়াণের জন্য ০৯ জন কে বহিষ্কৃত করা হলো।

এই ০৯ জন ছাত্রের মধ্যে একজনের সাথে হল ব্রেইন স্ট্রোক করার পূর্বে হলের ডাইনিং নিয়ে কথা হয়েছিল।





15/12/2021

মৃত্যুর পূর্বে কুয়েট শিক্ষক এবং ছাত্রের (বহিষ্কৃত ৯ জনের একজন) হলের ডাইনিং নিয়ে কথোপকথন।

কথোপকথনে শোনা যাচ্ছে, প্রফেসর ড. সেলিম হোসেন নিজেই লালন শাহ হলের শিক্ষার্থী কামরুজ্জামান রাজ্জাক কে ফোন করেন। ফোনে তিনি বলেন, কয়েকদিন ধরেই তিনি রাজ্জাককে খুঁজে পাচ্ছেন না। একই সাথে এটাও বলেন যে, নতুন হল পরিচালনা কমিটির লিষ্ট এবং ডিসেম্বর মাসের ডাইনিং ম্যানেজার লিষ্ট রাজ্জাক যেন অতিদ্রুত তাঁর কাছে জমা দেন। কারণ নভেম্বর মাসের ডাইনিং ম্যানেজারদের পারফরম্যান্স ভালো ছিলো না। হলের সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে স্যারের কাছে অভিযোগ করেছিলো। পাশাপাশি আরো বলেন, রাজ্জাক লিষ্ট দেওয়া মাত্রই হলে যেয়ে তিনি ডিক্লেয়ার করে দিবেন।

এখানে উল্লেখ্য, কুয়েট ছাত্রলীগ এর সহ-সভাপতি রুদ্র নীল সিংহ, লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। নভেম্বর মাসে লালন শাহ হলে যারা ডাইনিং ম্যানেজার এর দায়িত্ব পালন করছিলো তারা দুইজনেই রুদ্র নীল সিংহ'র অনুসারী। মূলত, এই রুদ্র নীল সিংহই ডিসেম্বর মাসেও ডাইনিং ম্যানেজার তার অনুসারীদের দেওয়ার জন্য প্রফেসর সেলিম কে চাপ দিয়ে আসছিলেন।





Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of KUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share