OG Creations.

OG Creations. প্রথম পরিচয় - আমি মানুষ! I want to remember what I see in this beautiful genre in a new way. This is my personal blog page.

28/07/2025

পাখির চোখে খুলনা রেলওয়ে জংশন, খালিশপুর, খুলনা।

#প্রিয়খুলনা

এই ছবিটা ভয়ংকর! প্রচণ্ড ভয়ংকর। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের চারপাশে প্রায় প্রতি দশক বা তার বেশী সময়ে জনবস...
23/07/2025

এই ছবিটা ভয়ংকর!
প্রচণ্ড ভয়ংকর।
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের চারপাশে প্রায় প্রতি দশক বা তার বেশী সময়ে জনবসতি কী পরিমাণে বেড়েছে, স্যাটেলাইটের চোখ থেকে তাকালে তা এভাবে দেখা যায়। এটা দেখার পরেও যাদের হুশ হবে না, তাদের আর কখনোই হুশ হবে না।

কৃতজ্ঞতা Enayet Chowdhury ❤️❤️

স্কুলে বিমান বিধ্বস্ত: সুইডেনের মুরগি বনাম বাংলাদেশের মানুষঃঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাই...
23/07/2025

স্কুলে বিমান বিধ্বস্ত: সুইডেনের মুরগি বনাম বাংলাদেশের মানুষঃ

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এ ঘটনায় আজ থেকে প্রায় ২০ বছর আগে সুইডেনে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা মনে পড়ছে। সালটা ২০০৬ কিংবা ২০০৭ হবে।

বাংলাদেশ থেকে সুইডেনের বিখ্যাত লুন্ড ইউনিভার্সিটিতে এশিয়ান স্টাডিজে মাস্টার্স করতে গিয়েছি। এয়ারপোর্ট থেকে নেমে জেব্রা ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় দেখি, গাড়িগুলো সব থেমে গেছে। আমিও দাঁড়িয়ে আছি। ভাবছি গাড়িগুলো চলে যাওয়ার পর পার হব। কিন্তু হায়! গাড়িগুলো সব দাঁড়িয়েই আছে।

হঠাৎ একজন গাড়ি থেকে নেমে বলেন: ‘তুমি বোধ করি এখানে নতুন এসেছ। এখানে জেব্রা ক্রসিংয়ে মানুষ আগে। তুমি পার হওয়ার পরই আমরা যাব।’

সেদিন বুঝতে পেরেছিলাম মানুষ হওয়ার মূল্য কত। তবে আমার বোঝার তখনো অনেক বাকি। একদিন পত্রিকা হাতে নিয়ে একটা খবরের শিরোনাম দেখে চোখ কপালে ওঠার জোগাড়! শিরোনাম বলছে, ‘সুইডেনের বিমানবাহিনী একজন মুরগির খামারির কাছে ক্ষমা চেয়েছে’। শিরোনাম দেখে পড়ার ইচ্ছা হলো।

বিস্তারিত পড়ে যা বুঝলাম, সেটা হচ্ছে, বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমানগুলো মুরগির খামারের খুব নিচ দিয়ে উড়ে গেছে। এতে যে বিকট শব্দ হয়েছে, তাতে কিছু মুরগি অন্য রকম আচরণ করতে শুরু করেছে। খামারি ভদ্রলোক মুরগিগুলোকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন। চিকিৎসক নাকি বলেছেন, বিকট শব্দের কারণেই ওরা এমন করছে!

খামারি বেচারা বিমানবাহিনীর নামে মামলা করে দিয়েছেন! কারণ, ওই এলাকায় এত নিচ দিয়ে বিমান উড়ে যাওয়ার কোনো বিধান ছিল না। শেষমেশ সুইডেনের বিমানবাহিনী তাঁকে ক্ষতিপূরণ দিয়েছে এবং ক্ষমা চেয়েছে। তো, এই হচ্ছে সুইডেনের মানবাধিকার। সামান্য কিছু মুরগি অন্য রকম আচরণ শুরু করেছে। এ জন্য পুরো বিমানবাহিনী একজন খামারির কাছে ক্ষমা চেয়েছে।

আমরা কি এটা চিন্তাও করতে পারি? কোনো খামারির কি সাহস হবে একটা বাহিনীর বিরুদ্ধে মামলা করে দেওয়া? খামারির কথা বলছি কেন; দেশের কোনো নাগরিকেরই কি এই সাহস হবে?

ঢাকাকে বলা হয় পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। এই শহরের ওপর দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমান কেন উড়বে? দেশে কি আর কোনো জায়গা ছিল না? প্রশিক্ষণ যদি নিতেই হয়, অনেক ফাঁকা জায়গা আছে, নদী-নালা, খাল-বিল আছে; কম ঘনবসতিপূর্ণ এলাকা আছে। ঢাকায় কেন?

তা ছাড়া এর মধ্যেই প্রকাশ পেয়েছে যে এই বিমানগুলো অনেক পুরোনো। এমন বিমান আকাশে থাকারই কথা না। অথচ সেই বিমান দিয়ে চলছে প্রশিক্ষণ! এই যে একটা ঘটনা ঘটে গেছে; এই লেখা যখন লিখছি, শতাধিক বাচ্চা আগুনে পুড়ে মেডিকেলে কাতরাচ্ছে। এমন পরিস্থিতির জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?

উৎসুক মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি। রাজনীতিবিদেরা এমন একটা পরিস্থিতিতেও হাসপাতালে উপস্থিত হয়ে ভিড় আরও বাড়িয়ে দিয়েছেন। তাঁরা কি ভিড় যাতে কম হয়; সেই চেষ্টা করতে পারতেন না? আর এমন পরিস্থিতি মোকাবিলা করার কোনো প্রস্তুতি কি আমাদের নেই।

সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, অনেকগুলো মানুষের জীবনপ্রদীপ নিভে গেছে, যাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না। যারা এর জন্য দায়ী তারা কখনো ক্ষমা চাইবে? এই সংস্কৃতি কি আমাদের আদৌ তৈরি হয়েছে?

সুইডেনে ও বাংলাদেশের মাঝে কোনো তুলনাই চলে না। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কল্যাণমূলক রাষ্ট্রগুলোর একটি হচ্ছে সুইডেন। দেশটির সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি দরিদ্র দেশের কোনো তুলনাই হয় না। কিন্তু বাংলাদেশ নামক এই জনপদের নাগরিকেরা তো মানুষ। মুরগি কিংবা পশুপাখি নয়। সামান্য মানবাধিকার পাওয়ার যোগ্যতাও কি এই জনপদের মানুষের নেই? নাকি বেঘোরে মৃত্যুকেই মেনে নিতে হবে দিনের পর দিন?

লেখকঃ ড. আমিনুল ইসলাম, প্রভাষক, এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি
[email protected]

(ছবি সংগৃহীত- মাইলস্টোন স্কুল ও কলেজের নিহত ও আহত ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ)

22/07/2025

৬ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা।

১. নিহ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আ'হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নি'হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

পূর্ণ সংহতি জানাচ্ছি।

নক্ষত্র জ্বলে, নক্ষত্র ঝরে পড়ে!একজন সুপার হিউম্যানকে হারালো জাতি। যিনি ২০ জনের অধিক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজের জীবন...
21/07/2025

নক্ষত্র জ্বলে, নক্ষত্র ঝরে পড়ে!

একজন সুপার হিউম্যানকে হারালো জাতি। যিনি ২০ জনের অধিক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

মাইলস্টোন স্কুল ও কলেজের হতাহতের ঘটনায় গভীর শোখ প্রকাশ করছি।

😪😪😪

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকাহত। মৃত্যুর মিছিল যেন বিন্দুমাত্র লম্বা না হয়,  ম...
21/07/2025

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর মর্মান্তিক দুর্ঘটনায় আমি শোকাহত। মৃত্যুর মিছিল যেন বিন্দুমাত্র লম্বা না হয়, মাবুদ। 🙏🙏

20/07/2025

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যতিক্রমী, দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব ক্যাফেটরিয়া।

মানসিক চাপ সবাই সহ্য করতে পারেনা৷ 😪😪
20/07/2025

মানসিক চাপ সবাই সহ্য করতে পারেনা৷ 😪😪

19/07/2025

Shahid Hadis Park, Khulna. ( শহীদ হাদিস পার্ক, খুলনা)।

বেঁচে ফিরুক মানবতাঃজুলাই, ২০১৯। রবীন্দ্রনাথ দাসের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। পেশা‌য় একজন জেলে। তিনি ...
17/07/2025

বেঁচে ফিরুক মানবতাঃ

জুলাই, ২০১৯। রবীন্দ্রনাথ দাসের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। পেশা‌য় একজন জেলে। তিনি ও তার আরও ১৫ জন সঙ্গী হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরে ট্রলার থেকে মাছ ধরছিলেন। হঠাৎ এক প্রবল ঝড় শুরু হয়। এক সময় ট্রলারটি উল্টে যায়। প্রত্যেকে বিশাল ঢেউয়ের মাঝে ভেসে যান। রবীন্দ্রনাথও ভেসে গিয়েছিলেন। পেশায় জেলে হওয়ার কারণে তার মধ্যে জলের ভয় ছিল খুবই কম এবং সাহসও ছিল প্রচুর। তাই গভীর সমুদ্রে ভেসে যাওয়ার পরেও তিনি বেঁচে থাকার আশা হারাননি। তিনি সাঁতার কাটতে থাকেন, সাঁতার কাটতেই থাকেন—উপরে আকাশ আর নিচে বিশাল জলরাশি, রবীন্দ্রনাথ সাঁতার কেটেই চলেন।

এক ঘন্টা দুই ঘন্টায় রূপান্তরিত হয়, এক দিন দুই দিনে রূপ নেয়—রবীন্দ্রনাথ সাঁতার কাটতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু বেঁচে থাকার কোনও উপায় পাচ্ছিলেন না। যখন বৃষ্টি হতো, তখন বৃষ্টির পানিই ছিল তার খাবার। কারণ সমুদ্রের নোনাজল তো পানযোগ্য নয়। তবুও রবীন্দ্রনাথ হার মানেননি। তিনি সাঁতার কেটেই চলেন, চলতেই থাকেন।

৫ দিন কেটে যায়। ৫ দিন পর প্রায় ৬০০ কিলোমিটার দূরে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছে যান তিনি। সেই সময় বাংলাদেশের জাহাজ ‘এমভি জাওয়াদ’–এর ক্যাপ্টেন দূর থেকে তাকে সাঁতার কাটতে দেখে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন তার দিকে। কিন্তু রবীন্দ্রনাথ তখন তা ধরতে পারেন না। তিনি নিচে চলে যাচ্ছিলেন। তবুও জাহাজের ক্যাপ্টেন জাত, ধর্ম, সীমান্তের কাঁটাতারের পার্থক্য ভুলে তাকে উদ্ধারের জন্য ছুটে যান। কিছুক্ষণ পর রবীন্দ্রনাথ আবার কিছুটা দূরে চোখে পড়েন। তখন ক্যাপ্টেন তৎক্ষণাৎ জাহাজ ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেন। এক পর্যায়ে রবীন্দ্রনাথ সেটি ধরতে সক্ষম হন। এবং ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে আসেন। সমুদ্রের মাঝে একটি ক্রেন ফেলে তাকে উপরে তুলে আনা হয়।

তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের এক নাবিক ভিডিও করে নেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, যখন রবীন্দ্রনাথকে সফলভাবে জাহাজে তোলা হয়, তখন জাহাজের সকল নাবিক আনন্দে চিৎকার করে ওঠেন। একজন মানুষকে বাঁচানোর আনন্দে তারা নিজেদের হারিয়ে ফেলেন। একজন মরতে থাকা মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার যে রোমাঞ্চ তা আপনি ভিডিও দেখলে অনুভব করতে পারবেন।

ধন্যবাদ এমভি জাওয়াদ-এর ক্যাপ্টেনকে, ধন্যবাদ এমভি জাওয়াদ জাহাজে উপস্থিত সকল নাবিককে। একজন মানুষকে নতুন করে জীবন দিয়ে তারা মানবতার এক দীপ্ত উদাহরণ স্থাপন করেছেন, যা বিশ্বের মানুষকে আরও মানবিক করে তুলবে।
মানুষ পারস্পরিক বিভেদ ভুলে যেতে শিখবে।
মানুষ হওয়া শিখবে।

(সংগৃহীত)

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when OG Creations. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OG Creations.:

Share