01/01/2022
: ১২ ই ফেব্রুয়ারী, ২০২২
বিটপা কনফারেন্স ২০২২ :
আলহামদুলিল্লাহ এইবার কনফারেন্স আমরা আমাদের কোম্পানি A To Z Tech Craft থেকে টাইটেল স্পনসর্শিপ করছি
---------------------------
আসসালামু আলাইকুম। আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি যে আমাদের কনফারেন্স এর ডেট এর বেপারে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইনশা-আল্লাহ ১২ ই ফেব্রুয়ারী ২০২২ এ আমরা বিটপা কনফারেন্স করবো যদি কোনো ধরণের বাধা বিপত্তি না আসে। ডেট পরিবর্তন করার কারণ হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছে ২৯ এ জানুয়ারিতে অনেকের পরীক্ষা আছে আবার বিশ্ব ইজতেমা আছে। তো সব মিলিয়ে আমরা পরিবর্তন করতে সিদ্ধান্ত নিয়েছি। সবার সহযোগিতা কাম্য করছি।
আলহামদুলিল্লাহ্, করোনা আতংকে নিস্তব্ধ দুইটা বছর পার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার রহমতে ২০১৯ সালের পরে ।
আবারো বাংলাদেশ আইটি প্রফেশনাল দের প্রানের কনফারেন্স, বিটপা কনফারেন্স-২০২২ এর আয়োজন করতে যাচ্ছি।
👉কনফারেন্সের উদ্দেশ্যঃ
খুলনা বিভাগীয় শহর আইটি প্রফেশনালদের জন্য অন্যতম স্বর্গরাজ্য। আইটি সেক্টরে কাজ করার জন্য অনেক সুযোগ সুবিধা থাকায় খুলনা বিভাগীয় শহরে অনেক আইটি প্রফেশনাল রয়েছে। যারা দীর্ঘদিন ধরে আইটি সেক্টর নিয়ে কাজ করছে এবং যারা এই সেক্টরে নতুন করে আগমন করছে এমন আইটি ব্যাক্তিত্ব ও ফ্রিল্যান্সারদের নিয়ে একত্রিত হবার জন্যই এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। একই সাথে বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন এর পথযাত্রা শুরুর মাধ্যমে আইটি প্রফেশনালদের একত্রিত করার একটি আয়োজন হিসেবে বিশেষ ভূমিকা পালন করবে।
👉কনফারেন্সের যারা আমন্ত্রিতঃ
বাংলাদেশে যারা অনলাইন প্রফেশনের সাথে যুক্ত সকল আইটি প্রফেশনাল ও ফ্রিল্যান্সার আছে তারা সকলে অংশগ্রহন করতে পারবে। এছাড়া যারা আইটি জগতে নতুন বা এই জগত সম্পর্কে জানতে আগ্রহী তারাও এই কনফারেন্সে অংশগ্রহন করতে পারবে।
👉কনফারেন্স যারা অলঙ্কিত করবেনঃ
শুরু থেকে বাংলাদেশে যারা আইটি সেক্টরে কাজ করেন এবং বাংলাদেশে অধিকাংশ মানুষের কাছে যারা এই জগতকে পরিচিত করেছেন তারা আমাদের আমন্ত্রিত বিশেষ অতিথি। যাদের অভিজ্ঞতা, জ্ঞান ও পরামর্শ সকলকে নতুন করে উজ্জিবিত করে তুলবে।
👉তারিখ: ১২ ই ফেব্রুয়ারী ২০২২
👉স্থান : খুলনা
রেজিষ্ট্রেশনঃ
👉খুব শীঘ্রই রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে। আপডেট পেতে সাথে থাকুন
👉কি কি পাচ্ছেন অংশগ্রহণে?
১। পুরো প্রোগ্রামটা উপভোগ করার সুযোগ
২। টি-শার্ট
৩। সকালের নাস্তা
৪। দুপুরের খাবার
৫। ফটোশুট কর্নার ব্যাবহারের সুযোগ
৬। আইডি কার্ড
৭। বিশেষ ব্যাক্তিদের জন্য রয়েছে স্পেশাল পুরুস্কার ও ক্রেস্ট।
৮। রেফেল ড্র সাথে আকর্ষণীয় পুরস্কার