Humaira Jahan Aqsa

Humaira Jahan Aqsa ❝সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও❞
❝রাখিও রহমান❞
যারা কোরআনের আহবানে নির্ভিক নির্ভয়ে❞
❝সব করে দান❞

29/01/2025

সাধারণ মানুষের প্রশ্ন তারা এখনো ক্ষমতায় আসে নাই, সারা দেশে চাঁদাবাজি করতেছে। আর ক্ষমতায় আসলে তখন কি করবে"?

29/12/2024

প্রথম মাহফিলেই ১৫লক্ষ মানুষের জনসমুদ্র 😲
অবাক মিজানুর রহমান আজহারী 💓
♥️-

18/11/2024

রাসূলুল্লাহ (সা) বলেছেন:
"আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের 'ইলম' দান করেন।"

- [বুখারী৩১১৬মুসলিম১০৩৭]

30/10/2024

গান : বেরিয়েছে যে কাফেলা...💞💛
শিল্পী : আহনাফ আদিল শাফী
কথা ও সুর : আবুল আলা মাসুম

30/10/2024

সবাই যখন একসাথে, নাশীদ পরিবেশন।
আলহামদুলিল্লাহ্ হে মহান রব্বী আল্লাহ,,___

30/10/2024

"২০২৪ এর আ*ন্দোল/নে শ.হী.দ হওয়া এক ভাইয়ের ছোট মেয়ের কথায় নিজেকে ধ.রে রাখতে পারিনি..😓 শায়েখ আহমাদুল্লাহ😢😢
বাবার কথা মনে পড়লে খারাপ লাগে আমার😓⁉-

28/10/2024

আল্লাহ প্রিয় রাহাবারদের জান্নাতুল ফেরদৌসের উচ্চ মোকাম দান করুক আমিন

10/10/2024

টাইমলাইনে রেখে দিলাম এই স্বাধীনতা কোনদিন ভুলবো না। 🇧🇩
-০৫ আগস্ট ২০২৪-

16/09/2024

وَ مَاۤ اَرۡسَلۡنٰكَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ
সালাম জানাই হে রাসূল -(সাঃ)-

25/08/2024

নিঃসন্দেহে
এই মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় মানবতার ফেরিওয়ালা হলেন
উলামায়ে কেরাম.!
❝ আলহামদুলিল্লাহ ❞

10/07/2024

প্রিয় রাসূল (ﷺ)
এর অবমাননার বিচার চাই।

হে দয়াময় এমন ক্ষতিগ্রস্ত সময়ের দুঃসহ অভিলাষ থেকে তোমার সাহায্য কামনা করছি…আমিন।
16/04/2024

হে দয়াময় এমন ক্ষতিগ্রস্ত সময়ের দুঃসহ অভিলাষ থেকে তোমার সাহায্য কামনা করছি…আমিন।

রাসূল (সাঃ) বলেছেন,আসমান ও যমীনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে, আল্লাহ সকল কিছুর তাকদীর নির্ধারণ করেছেন।[ তিরমিজী ২১৫...
06/04/2024

রাসূল (সাঃ) বলেছেন,
আসমান ও যমীনের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে, আল্লাহ সকল কিছুর তাকদীর নির্ধারণ করেছেন।

[ তিরমিজী ২১৫৯]

11/03/2024

রমাদান মুবারাক 🌙

আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের দরবারে !আজ প্রথম নিজ হাতে আরবি লিখেছেন, আমার ছোট্ট মামনি, (হুমায়রা জাহান আকসা) সকলের ...
06/01/2024

আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের দরবারে !
আজ প্রথম নিজ হাতে আরবি লিখেছেন, আমার ছোট্ট মামনি, (হুমায়রা জাহান আকসা) সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করেন দিনের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন এবং নেক হায়াত দান করেন আমিন 🤲🏻🕋🤲🏻

হে প্রশান্ত আত্মা!তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার (মুত্তাকী) বান্দাদ...
14/08/2023

হে প্রশান্ত আত্মা!
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার (মুত্তাকী) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে৷
— সুরা ফজর : ২৭-৩০

শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহ. আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মহান রাব্বুল আলামীন তাঁকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।

14/08/2023

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:,___
“আমি জান্নাতের মধ্যদেশে ঐ লোকের জন্য একটি গৃহের নিশ্চয়তা দিচ্ছি,যে ঠাট্টা করেও কখনো মিথ্যা বলেনা।”
📖[আবু দাউদ-৪৮০০]📖

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Humaira Jahan Aqsa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humaira Jahan Aqsa:

Videos

Share

Category