Voice of the Ummah

Voice of the Ummah লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলূল্লাহ (সাঃ)

09/01/2025

Abdullah city PIF tower (Public Investment Fund), KSA

23/08/2023

Saudia Arabia

Cat...
22/08/2023

Cat...

31/01/2023

যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসী পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করার একমাত্র বাঁধা হলো মৃত্যু। মৃত্যু হলেই সে জান্নাতি।

আয়াতুল কুরসী,আরবি ভাষায়,উচ্চারণ বাংলা অনুবাদ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَم
َا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا ب
َيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْس
ِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم

বিসমিল্লাহির রাহমানির রাহিম।।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্।
মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

বাংলা অনুবাদ:
পরম করুণাময়, অসীম দয়াবান আল্লাহর নামে
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত,
সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর।
কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।
তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে।
আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫][১]

26/01/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারকাতুহু। রওনা দিলাম প্রিয় নবীর হযরত মুহাম্মাদ (সাঃ) দেশে।

23/01/2023

শয়তান কাউকে নামাজ পড়তে নিশেধ করে না।
শুধু বলে আজ নয়তো কাল।
আর এই আজ নয়তো কাল করতে করতে মানুষ একদিন মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

আমরা কে কখন মারা যাবো একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না।
তাই এখন থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।

আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন আমিন

Address

Shonadanga
Khulna
99880

Telephone

+8801304799880

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of the Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of the Ummah:

Share