
10/07/2025
আসসালামু আলাইকুম।
প্রিয় এসএসসি/দাখিল ফল প্রত্যাশিরা,
এটা শুধু একটা ফলাফল—not the final destination. কেউ হয়তো চাওয়া মতো ফল পাবে, কেউ না-ও পেতে পারে। কিন্তু মনে রেখো—তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার সম্ভাবনা—এই একটা ফলাফলে মাপা যাবে না।
✅ যারা ভালো ফল করবে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা।
❗ আর যদি ফল প্রত্যাশার চেয়ে কম হয়, হতাশ হবে না। জীবন আরো অনেক সুযোগ দেবে নিজেকে প্রমাণ করার।
নিজেকে ছোট ভাববে না, ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও। কারণ তুমি শুধু একজন পরীক্ষার্থী নও—তুমি ভবিষ্যতের নির্মাতা।
তোমাদের প্রতি রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। ❤️
সাফল্য আসবেই—আজ না হোক, কাল।