মোস্তফা তামিম - Mostofa Tamim

মোস্তফা তামিম - Mostofa Tamim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোস্তফা তামিম - Mostofa Tamim, Digital creator, Khulna.

জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা মিশ হয়ে গেল🥺🥹
09/08/2024

জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা মিশ হয়ে গেল🥺🥹

😂
09/08/2024

😂

পানির বোতলের নাম মুগ্ধ, খুবই ভালো লাগছেআপনারা অবশ্যই মুগ্ধ এর পরিবারকে আপনাদের লাভের অংশীদার করবেন, এতে করে ব্যাপারটি ফে...
09/08/2024

পানির বোতলের নাম মুগ্ধ, খুবই ভালো লাগছে
আপনারা অবশ্যই মুগ্ধ এর পরিবারকে আপনাদের
লাভের অংশীদার করবেন, এতে করে ব্যাপারটি ফেয়ার হবে
মানুষ বেশি করে এই পানি কিনে খাবে

ফানি গল্প ___না হেসে উপায় নাই 🤣🥴🥴🥴বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম  দেখাও হলো মেয়েটা মোটামুটি বেশ সুন্দরী!! 🙈মেয়ে দেখার এক ...
18/04/2024

ফানি গল্প ___না হেসে উপায় নাই 🤣🥴🥴
🥴
বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম দেখাও হলো মেয়েটা মোটামুটি বেশ সুন্দরী!! 🙈

মেয়ে দেখার এক সময় দুলাভাই বললো তোমাদের তো বিয়ের কথা চলতেছে তোমরা দুজন আলাদা একটু কথা বলে নাও কেমন!😌

দুলাভাইয়ের কথায় মেয়েটা ও আমি দুজনে ফাঁকা এক জায়গায় চলে গেলাম তারপর!!

আমি~ এইযে হ্যালো কিছু বলছেন না যে
মেয়েটা~আমি বোবা কথা বলতে পারিনা!!
আমি~ হাহাহা বোবা আবার কথা বলছে সে নাকি বোবা অনেক মজার মানুষ তো আপনি।😁
আচ্চা নাম কি আপনার।

মেয়েটা~আমার নাম জান্নাতি😮
আপনার নাম কি!!
আমি~ আমার নাম সাইনসা খান।

আমি~আচ্চা আপনার সাথে তো আমার বিয়ের কথা হচ্ছে তো এই বিয়েতে আপনার কোন সমস্যা আছে নাকি!🙄
মেয়েটি~হুম অনেক সমস্যা আছে। 🙄🙄
আমি~কি সমস্যা বলতে পারেন। 🙄🙄

মেয়ে~ আসলে আমি সিগারেট খাই" রাতে ঘুমের ঘোরে পাশে যে থাকে তাকে অনেক পিটাই।। 🙄

মেয়েটার কথা শুনে মনে মনে ভাবলাম ও তাহলে এই ব্যাপার আমার সাথে চালাকি করা হচ্ছে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও প্রেম আছে কিন্তু আমিও নছর বান্দা ওকে দেখতে এসে আমার ১ হাজার টাকা গেছে তাই বুদ্ধি করে আমি বললাম।। গল্প পড়তে ভালো লাগলে রিকুয়েষ্ট দিয়ে সাথে থাকুন আরো গল্প দেওয়া হবে প্রফাইলে আরো গল্প আছে পড়বেন।

আমি~~ আসলে এতে আমার কোন সমস্যা নাই।।
মেয়েটি~~আসলে আমি সব সময় খাই!!
আমি~~ ওকে সমস্যা নাই খাওয়া তো ভালো।
মেয়েটি~~ আমার শরীলে কিন্তু চুলকানি আছে! 😂😂
আমি~~ওহহ তাই সমস্যা নাই ঔষধ এনে দিবো।😁
মেয়েটি~~আমার না আগে একবার বিয়ে হইছে!!😃😃
আমি~~ওহহ তাই তাতে কি বিয়ে হতে পারে সমস্যা নাই। 😂😂😂
মেয়েটি~~আমার আগের বরের ১ টা বাচ্চা আছে!!😁
আমি~~ সমস্যা নেই আমি তাতেও রাজি!!😂😂

মেয়েটি~~আরে ভাই এত সমস্যা থাকার পর ও আমাকে কেনো বিয়ে করতে চান।।
আমি~~ওকে সমস্যা নাই। 😂😂😂
মেয়েটি~~ পাগল হলেন নাকি শোনেন আমার একটা ছেলের সাথে প্রেম আছে এটা সত্যি কথা।
আমি~~এইতো লাইনে আসসেন আচ্চা ঠিক আছে আমি বিয়েতে না করে দিবো এর জন্য আমাকে ১০ হাজার টাকা দিতে হবে আপনার!! 😂😂😂
মেয়েটি~~ কি এত টাকা।
আমি~~হুম টাকা না দিলে আপনার বাসায় বলে দিবো।
মেয়েটি~~ওকে রাজি দিচ্ছি।

সালার বিয়েতো হলোনা কিন্তু ১০ হাজার টাকা তো ইনকাম হলো এখন টাকা নিয়ে বাসায় যাচ্ছি। 😁😁

তখনি কষ্ট লাগে যখন গল্প পড়ে কিছু না বলে চলে যান😔

নিয়মিত মজার সব গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন 🥰

18/04/2024
বইয়ের নাম জানতে চাওয়া আমার অবুঝ মন😌
27/03/2024

বইয়ের নাম জানতে চাওয়া আমার অবুঝ মন😌

🤣মজা পাইবেন 🤣  মন খারাপ থাকলে পড়ুন..!🌼🥹স্বামী : খেতে দাওতো বড্ড খিদে পেয়েছে..!স্ত্রী : আজ বড্ড ক্লান্তি লাগছে পুরো শরীর ...
25/03/2024

🤣মজা পাইবেন 🤣
মন খারাপ থাকলে পড়ুন..!🌼🥹
স্বামী : খেতে দাওতো বড্ড খিদে পেয়েছে..!
স্ত্রী : আজ বড্ড ক্লান্তি লাগছে পুরো শরীর ব্যা'থা করছে টেবিলে খাবার রাখা আছে বেড়ে খাও...!
স্বামী : এই যা আর হল না...!
খাওয়া শেষে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে চাইছিলাম
তোমার যে শরীর ব্যা'থা কি যে করি...!
স্ত্রী : একলাফে বিছানা ছেড়ে স্বামীর গলা জ'ড়িয়ে ধরে বললো চলো খেতে আস আমি ভাত বেড়ে দিচ্ছি..!
স্বামী : আরে কি করছ তোমার যে শরীর ব্যা'থা..!
স্ত্রী : দূর, ইয়ার্কি মা"রছিলাম.
স্ত্রী: অতি খুশিমনে ভাত বেড়ে দিল খাওয়া শেষে
স্বামী বিছানায় শুয়ে পড়ল..!

স্ত্রী : কি ব্যাপার শপিংয়ে যাবে না..?
স্বামী : আরে দূর আমিও ইয়ার্কি মা/রছিলাম..!😁🤣
স্ত্রী : বে/হুঁ/শ..!😁🤣😅
"
#ফানি_পোস্ট

#ইরতিজা_আহমেদ_শ্রাবণ ( #নষ্ট_কবি)

মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডিটা ফলো করে রাখতে পারেন " 🤍

বল্টু যখন মেধাবী ছাত্র....😂স্যারঃ বলতো বল্টু, কোন পাখির ডানা আছেকিন্তু উড়তে পারে না?বল্টুঃ ম*রা পাখি স্যার !🤭স্যারঃ বুঝ...
25/03/2024

বল্টু যখন মেধাবী ছাত্র....😂

স্যারঃ বলতো বল্টু, কোন পাখির ডানা আছে
কিন্তু উড়তে পারে না?
বল্টুঃ ম*রা পাখি স্যার !🤭
স্যারঃ বুঝেছি পড়াশুনা করিসনি ;
কালকে তোর বাবাকে ডেকে আনবি
বল্টুঃ আমার বাবা কিন্তু একজন গভর্নমেন্ট।😯
স্যারঃ (নরম হয়ে) আচ্ছা, উনার নাম কি ?
বল্টুঃ বা*টা*র রেড গভর্নমেন্ট...😅
স্যারঃ মানে...?
বল্টুঃ বাটার মানে মাখন, রেড মানে লাল
আর গভর্নমেন্ট মানে সরকার ।
আমার বাবার নাম মাখন লাল সরকার।🙄
স্যারঃ তোর মায়ের নাম কি?
বল্টুঃ স্টার মাইন্ড ওয়াইফ..
স্যারঃ মানে...?
বল্টুঃ স্টার মানে তারা, মাইন্ড‌ মানে মন
আর ওয়াইফ মানে বিবি;
আমার মায়ের নাম তারামন বিবি...🙉
স্যারঃ তোর দাদার নাম কি..?
বল্টুঃ ফাদার বাস...🤭
স্যারঃ মানে...?
বল্টুঃ ফাদার মানে আব্বা আর বাস মানে বাস;
আমার দাদার নাম আব্বাস . . .!

স্যার...🤯🤯🤯🤯🤯
"

wooooooooow 🐱
24/03/2024

wooooooooow 🐱

24/03/2024

মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন,তখন তিন্নির বয়স চার বছর।তিন্নির নতুন দাদী তাকে মা'র বাসর ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন। তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি। তিন্নি কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মা'র কাছে চলে গিয়েছিল।

মা'কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলো,
– “ আমি তোমার কাছে থাকব, মা। তুমি ছাড়া আমার ঘুম আসে না। ”

মা তিন্নির মাথায় হাত বুলিয়ে হেসেছিলেন।বলেছিলেন,
– “ আচ্ছা, তুমি আমার কাছেই থাকো। ”

তিন্নির নতুন বাবা আরাফাত হাসান ঘরে প্রবেশ করেই মা'কে বলেছিলেন,
– “ তিন্নি এখানে কেন? ওঁকে মা'র কাছে পাঠিয়ে দাও। ”

মা বলেছিলেন,
– “ কান্নাকাটি করছে। থাক না আমার কাছে! ”

তিন্নি বলেছিল,
– “ এই লোক, আপনি এখানে কেন?মা'র ঘরে আপনি কেন?বেরিয়ে যান।এ ঘরে আমি আর মা থাকব। ”

সেদিন আরাফাত হাসান মা'র কথা শুনেননি। তিন্নিকে টেনে নিয়ে গিয়েছিলেন।তিন্নি কত কেঁদেছিল।লোকটার গালে গলায় নখের আঁচড় বসিয়েছিল।তা-ও শেষ রক্ষা হয়নি।লোকটা তিন্নিকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিলো।

নতুন বাবা তিন্নিকে কখনোই দেখতে পারতেন না। সামনে পড়লেই দূর দূর করে তাড়িয়ে দিতেন। তিন্নিও তার সামনে যেত না। তবে সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে মা'র কাছে চলে যেত। মা'কে জড়িয়ে রাখত অনেক্ষণ। মা-ও তিন্নিকে মন ভরে আদর করে দিতেন। অল্প সময়ের আদরে তিন্নির সব দুঃখ শেষ হয়ে যেত।

বছরখানেক বাদেই তিন্নির ছোটো ভাইয়ের জন্ম হয়।তার নাম রাখা হয় আবু হাসান।তার পর থেকে শুরু হয় তিন্নির জীবনের দুর্দশা। মা সব সময় আবু হাসানকে নিয়ে পড়ে থাকতেন।তাকে আদর করতেন।রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন।অপরদিকে তিন্নিকে দেখা মাত্রই গালাগাল করতেন।দূর দূর করে তাড়িয়ে দিতেন।তিন্নির খুব রাগ হত।হিংসে হত।

একদিন মা তাকে বিনা কারণে মারধর করেছিলেন।তিন্নি রেগে গিয়ে কোলের শিশু আবু হাসানের হাত কামড়ে দিয়েছিল।যার শাস্তি হিসেবে মা তিন্নির হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে পি'টিয়েছিলেন। শুধু তাই নয়, এ ঘটনার পর টানা চারদিন তাকে খাবার দেওয়া হয়নি।
আঠারো বছর বয়স হতেই তিন্নিকে বিয়ে দিয়ে দেওয়া হলো।বাবা-মা চাইলেই তিন্নিকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন।কিন্তু তারা তা করেননি।তারা চাননি তিন্নির দুঃখ, দুর্দশা কমুক। আর তাই তাকে বিয়ে দিয়েছিলেন রিকশা চালকের কাছে।সেই রিকশা চালক কাউসার মিয়া। চব্বিশ বছর বয়সের রোগা-সোগা একটা ছেলে।ঘরে অসুস্থ মা।ছোটো ছোটো চারটি বোন। কাউসার রিকশা চালিয়ে যা পায়

কে লিখে এসব ছড়া! 😑
24/03/2024

কে লিখে এসব ছড়া! 😑

🤣🤣বল্টু একরাতে বিশেষ 👀একটা কাজে তার বন্ধু পল্টুর বাসায়গেলো!🚶কাজ শেষ করে বাড়িফিরবে এই সময়কঠিন ঝড়-বৃষ্টি শুরুহলো!⛈️ তো...
23/03/2024

🤣🤣বল্টু একরাতে বিশেষ 👀
একটা কাজে তার বন্ধু পল্টুর বাসায়
গেলো!🚶
কাজ শেষ করে বাড়ি
ফিরবে এই সময়
কঠিন ঝড়-বৃষ্টি শুরু
হলো!⛈️ তো বল্টুর বন্ধু
পল্টু বলতেছে-
পল্টু:- “দোস্ত বাহিরে
অনেক ঝড় হচ্ছে!😰
এখন বাড়িতে যেতে
পারবি না!😟 তুই
বরং আমার বাসায়ই
আজ রাতটা থেকে যা।”
🤗
বল্টু:- “(খুব খুশি হয়ে)
আচ্ছা দোস্থ, খুব
উপকার হলো।”😍
পল্টু:- “যা তাহলে হাত-মুখ দুয়ে আয়,
খাবার খাবো।”😌
বল্টু:- “আচ্ছা।”😃
হাত-মুখ দুতে গিয়ে
বল্টু আর ফিরে
আসে না!😕 এদিকে
পল্টু খুব চিন্তিত!!🤔
অনেকক্ষন পরে বল্টু
ভিজে শরীর নিয়ে
পল্টুর কাছে
আসলো!!🥶
পল্টু:- “ঐ আমাকে না
বলে কোথায় গেছিলি এই ঝড়ের
মধ্যে ?😠
বল্টু:- “ঝড়ের জন্য যে বাড়ি যেতে
পারবো
না, আজকে রাতটা
তোর বাড়িতে থাকবো, এটা বাড়ি
গিয়ে
আম্মাকে বলে
আসলাম”🥱😇

(পল্টু অজ্ঞান)😂🤣।


মজার মজার গল্প পেতে আমার পেজটি ফলো করুন😊

গল্প: সংগ্রহীত


নিয়মিত মজার সব গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন 🥰

মেয়েঃ ভাইয়া আমি আপনার অনেক বড় ফান🙂আমিঃ ইসমেয়েঃ কি হলো ভাইয়াআমিঃ এখন তো ঠান্ডা,গরম সময় আসো ওকে🥺এখন ফান দিলে জ্বর আসবো।মেয়...
21/03/2024

মেয়েঃ ভাইয়া আমি আপনার অনেক বড় ফান🙂
আমিঃ ইস
মেয়েঃ কি হলো ভাইয়া
আমিঃ এখন তো ঠান্ডা,গরম সময় আসো ওকে🥺এখন ফান দিলে জ্বর আসবো।
মেয়েঃ আরে ভাইয়া ওই ফানের কথা বলিনি🙂
আমিঃ তাহলে কোন ফানের কথা বলছো
মেয়েঃমানে আপনার ফলোয়ার, আপনার গল্পগুলো পছন্দ করি।
আমিঃ ওও আচ্ছা ধন্যবাদ🥰
মেয়েঃআচ্ছা অভি ভাইয়া আপনার গার্লফ্রেন্ডকে 🤔
আমিঃ আমার বোন
মেয়েঃমানে,আপনার বোন কেমনে😌
আমিঃ আমার বোনের বান্ধবী মিম
মেয়েঃও মিম আপু আপনার গার্লফ্রেন্ড 🙂
আরে না মিম এর বোন নদিয়া
মেয়েঃও নদিয়া আপনার gf😵‍💫
আমিঃ উফ না নদিয়ার বড় বোনের বান্ধবীর মা
মানে আমার মায়ের কসম আমার কোনো gf নাই
মেয়েঃ 😳😲😲

এক লোক তার বউকে SMS করছিল।কিন্তু ভুল বশত সেই মেসেজটি চলে গেল ১বিধবা মহিলার কাছে।সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মার...
21/03/2024

এক লোক তার বউকে SMS করছিল।কিন্তু ভুল বশত সেই মেসেজটি চলে গেল ১বিধবা মহিলার কাছে।সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন।
যাই হোক,মহিলা মেসেজটি খুললেন পড়লেন এবং সাথে সাথে অজ্ঞান
হয়ে মাটিতে পড়ে গেলেন।
কি লেখা ছিল সেই মেসেজে?
মেসেজে লেখা ছিলঃআমার প্রিয় বউ,
আমি ঠিকঠাক মতই পৌঁছেছি।আমি জানি তুমি আমার কাছে থেকে মেসেজ আশা করনি।এখানেও আজকাল মোবাইল ফোন এসে পড়েছে।
আমি আসার সাথে সাথে তারা আমাকে ১টি মোবাইল ফোন গিফট করেছে।
সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম।
তুমি জেনে আরো খুশি হবে যে,তারা সবাই এখানে তোমার জন‍্য অপেক্ষা করছে।আশা করা যায়,কাল-পরশুর মধ্যেই তুমিও চলে আসবে।
আশা করি তোমার যাত্রাও হবে আমার মতো সুখের,তোমার অপেক্ষায় রইলাম।

ইতি, তোমার প্রিয় স্বামী।🤣🤣🤣🤣
©



নিয়মিত মজার সব গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন 🥰

ছেলেটা ক্লাসের 1st boy ছিল । মেয়েটা ছিল ওর Class mate. একদিন ছেলেটা মেয়েটাকে propose করল। ছেলে: আমি তোমাকে ভালবাসি. মে...
21/03/2024

ছেলেটা ক্লাসের 1st
boy ছিল ।
মেয়েটা ছিল ওর Class
mate.
একদিন ছেলেটা মেয়েটাকে
propose করল।
ছেলে: আমি তোমাকে ভালবাসি.
মেয়ে:তো আমি কি করবো?
ছেলে: আমি তোমাকে বিয়ে করতে চাই,
মেয়ে: তোমার যোগ্যতা কি আছে যে
আমায় বিয়ে করবে?
ছেলে: আমি ক্লাসের 1st boy
পাস করে বের হওয়ারর পর কিছুনা
কিছু ঠিক পেয়ে যাবো ।
মেয়ে: আমি অন্য কাউকে ভালবাসি ।
আর তার মাসিক salary 45000 টাকা ।
তুমি যদি পড়া শেষ করার পর
তিন বছরের মধ্যে তার থেকে
বেশি income করতে পারো।
তবে আমি তোমায় বিয়ে করবো ।
তিন বছর পর ছেলেটা
মেয়েটার সাথে দেখা করতে গেল ।
আজ সে একজন physics এর
নামকরা scientist. গতকাল ই
বিদেশ থেকে ফিরেছে ।
নির্দিষ্ট জায়গায় মেয়েটা হাতে
ফুল নিয়ে বসে আছে ।
আজ সে খুব সুন্দর করে সেজেছে ।
ছেলেটাকে দেখেই মেয়েটি ছুটে
গিয়ে তাকে জড়িয়ে ধরল ।
খিলখিল করে হাসতে
হাসতে বলল --
I love u ...
will u marry me ...
ছেলেটিও মেয়েটিকে
জড়িয়ে ধরল..
আজ তার খুব খুশীর দিন...
এটাই তো সে চেয়েছিল ।
ছেলেটা চোখ দুটো বন্ধ করল,
তারপর মেয়েটার কানে
কানে বলল—
"যে মেয়ে অর্থের লোভে এতো দিনের
ভালবাসা কে ছেড়ে চলে আসতে পারে!
তাকে আমি বিশ্বাস করিনা.... So sorry,
......তোমাকে আমি বিয়ে
করতে পারছি না".....
ছেলেটা_কী_ঠিক_করেছে??

#অনুগল্প


নিয়মিত মজার সব গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন 🥰

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোস্তফা তামিম - Mostofa Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share