Freelancer Shohan

Freelancer Shohan Hi, I am MD Shohan. I am a professional Digital Marketer And Freelancer.

20/05/2024

বুস্ট মানে কি?
বুস্ট মানে বিজ্ঞাপনের মতো।। আমরা ফেসবুক ক্রল করলে সামনে নানা পেইজের এ্যাড আসে খেয়াল করবেন।। বুস্ট করলে আপনার পেইজের নির্দিষ্ট এ্যাডটি ফেসবুকে সবাইকে দেখাবে,,সবার হোম পেইজে শো করবে তার বিনিময়ে ফেসবুক অথরিটিকে আপনার অর্থ দিতে হবে।

20/05/2024

ফেসবুক বুস্ট করা একটি প্রকারের পেইড বিজ্ঞাপন যা ফেসবুকের প্রচারণা প্রক্রিয়া ব্যবহার করে একটি পোস্ট বা বিজ্ঞাপন প্রচার করতে ব্যবহৃত হয়। এটি প্রকাশিত পোস্টকে আপনার বর্তমান অনুসরণকারীগণের বাইরে একটি বিশাল পাবলিক তারাতে পৌঁছানোর জন্য ফেসবুকে টাকা প্রদান করা হয়।

ফেসবুক বুস্ট করার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি নিম্নলিখিত ভাবে করা হয়:

১. পোস্ট তৈরি করুন: প্রথমে, আপনার ফেসবুক পেজে একটি পোস্ট তৈরি করুন। এটি একটি পাঠ্য পোস্ট, ছবি, ভিডিও, লিঙ্ক বা যে কোনও মিডিয়ার সমন্বয় হতে পারে।

২. "বুস্ট পোস্ট" ক্লিক করুন: পোস্টটি প্রকাশ করার পর, আপনার পৃষ্ঠায় একটি "বুস্ট পোস্ট" বোতাম দেখা যাবে। এটিতে ক্লিক করে প্রচারণা প্রক্রিয়া শুরু করতে পারেন।

৩. আপনার পাবলিক: ফেসবুক আপনাকে অবশ্যই আপনার টার্গেট পাবলিক নির্ধারণ করতে প্রম্পট করবে। এটি অবশ্যই আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলির সাথে মিল খাতে হবে, যেমন অঞ্চল, বয়স, লিঙ্গ, আগ্রহ, এবং আচরণ সম্পর্কে তথ্য। আপনি কাস্টম পাবলিক নির্ধারণ করতে পারেন বা ফেসবুকের স্বয়ংক্রিয় টার্গেটিং ব্যবহার করতে পারেন।

৪. বাজেট এবং সময়কাল নির্ধারণ করুন: পরবর্তীতে, আপনি বুস্টের জন্য আপনার বাজেট নির্ধারণ করবেন এবং কতক্ষণ প্রচারণা চালিয়ে যাওয়ার সময়কাল নির্ধারণ করবেন। আপনি ফেসবুকের উপলব্ধ অনুমানিত পৌঁছানোর ভিত্তিতে আপনার বাজেট এবং সময়কাল প্রদর্শন দেখতে পাবেন।

20/05/2024

কেন আপনি আপনার পণ্য / সেবার মার্কেটিং করবেন ??
বর্তমান পৃথিবীতে আপনি যদি আপনার পণ্য / সেবার ভালো একটি সেলস জেনারেট করতে চান তাহলে মার্কেটিং ছাড়া বিকল্প আর কোন উপায় নেই। সেলস বাড়াতে হলে আপনাকে মার্কেটিং করতেই হবে। মার্কেটিং আপনার জন্য একান্ত বাধ্যতামূলক।
আবার শুধুমাএ মার্কেটিং করলেই যে আপনার সুন্দর একটি সেলস জেনারেট হবে তা কিন্তু না। সুন্দর একটি সেলস জেনারেট করতে হলে আপনাকে অনেকগুলো নিয়ম বা পদ্বতি মেন্টিন করতে হবে, তাহলেই আপনি ঐ মার্কেটিং থেকে ভালোভাবে একটি সেলস জেনারেট করতে পারবেন।
নিম্নে একটি মার্কেটিং করে ঐ মার্কেটিং থেকে একটি সুন্দর এবং
লাভজনক সেলস জেনারেট হওয়ার কতগুলো পদ্বতি উল্লেখ করা হলো:-
১. সুন্দর একটি থাম্বেল বানানো
২. সুন্দর একটি কন্টেন্ট তৈরি করা।
৩. নিদিষ্ঠ একটি বাজেট তৈরি করা ( campaign / boost / promote করার জন্যে )।
৪. নিদিষ্ঠ টার্গেড়েড কাস্টমারের কাছে campaign/ boost/ promote পৌঁছে দেওয়া, যাতে করে একটি প্রপার সেলস জেনারেট হয়।
৫. সর্বোপরি একজন প্রপেসনাল ডিজিটাল মার্কেটার নিয়োগ দেওয়া মার্কেটিং করার জন্যে।
বিশেষ দ্রষ্ঠব্য:-“ আপনি মার্কেটিং যতই করেন না কেন আপনার (পণ্য / সেবার ) আপনার সেলস বাড়াতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত একজন প্রপেসনাল ডিজিটাল মার্কেটার নিয়োগ না দেন ’’।
উপরে উল্লেখিত নিয়ম / পদ্বতি গুলো মেনে ( campaign/ boost/ promote) করলে আশা করা যায় অতি শিঘ্রই আপনার সেলস বাড়ানোর মাধ্যমে আপনি সফল একজন ব্যবসায়ী হয়ে উঠবেন।

16/05/2024

বুস্টিং কিংবা প্রমুট নিয়ে ভাবছেন??

🎯সঠিক সময়ে, আপনার পন্য বা সেবা সঠিক মানুষের কাছে পৌছে দেওয়াই হলো আমাদের দায়িত্ব🖤💯
🔥পেইজব্যবসা বাড়ানোর জন্যে ফেইসবুক বিজ্ঞাপনের কোন বিকল্প নেই। ৯৫% ছোট - বড় সকল ধরনের কোম্পানিগুলো ফেইসবুক বিজ্ঞাপনের মাধ্যমে হাজার হাজার পন্য বিক্রয় করছে। সবাই যখন বর্তমান ডিজিটাল দুনিয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন?

🔥আমাদের এক্সপার্ট ফেইসবুক বিজনেস মেনেজার থেকে বিজ্ঞাপনের কাজগুলো করিয়ে নিলে বেশি রিচ এবং বেশি সেল হবে কম খরচে।
♥বাজারে এতসব বুস্টিং সার্ভিস এজেন্সি থাকা সত্তেও আমাদের কাছে কেন বুস্টিং করাবেন?
✅ আপনার পন্যের ধরণ অনুযায়ী প্রথমে ডাটা এনালাইসিস ও স্ট্রেটেজি প্ল্যান তৈরী করি।
✅ আপনার স্পেসিফিক লোকেশনের কোন কোন ব্যাক্তির আপনার প্রোডাক্ট লাগবে সে অনুযায়ী টার্গেট করে থাকি।
✅ আপনার পেইজের ফলোয়ারদের সাথে মিল রেখে হুবহু অডিয়েন্স চয়েস করে বুস্ট দিয়ে থাকি।
✅ সঠিক জায়গা ও সঠিক মানুষ খোজে বের করি সেজন্যে অল্প খরচে অধিক লোকের কাছে রিচ হবে।
✅ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দিয়ে থাকি।
✅ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌছে দেওয়ার নিশ্চয়তা।
✅ বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপনের সম্পূর্ন রিপোর্ট দেখার সুবিধা।

♥দৃষ্টি আকর্ষণ
🎯 আমরা দীর্ঘদিন থেকে অনলাইন মার্কেটেপ্লেসে কাজ করছি সেই অনুযায়ি অন্যদের থেকে বাস্তব অভিজ্ঞতা বেশি।
🎯 আপনার বিজ্ঞাপনটি সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব সম্পূর্ন আমাদের।
🎯 সঠিক প্রচারণার মাধ্যমেই পন্যের বিক্রি বাড়ে, আর সেই প্রচারণার দায়িত্বটা যদি পরে এক্সপার্ট মার্কেটারদের হাতে তাহলে তো আর কথাই নেই।

📡বিস্তারিত জানতে আমাদের পেইজে ইনবক্স করুন বা
☎ফোন করুনঃ 01923-302554



20/01/2024

Facebook Reels video monetization conditions?

To monetize Facebook Reel videos you need to follow some rules. namely-

1. You must create videos in accordance with Facebook's Monetization Policy and Content Policy. That is, fights, riots, gore, bad videos etc. cannot be uploaded.
2. You must have a page or if you want to do it with your Facebook ID, the professional mode must be enabled on the Facebook ID. have to do
3. You must be 18 years old on Facebook.
4. Reels videos should be uploaded regularly.
5. Your Facebook ID should have 1000 followers within 60 days. (If you upload real videos regularly, you will already have 1000 followers)
6. You must reside in an ineligible country.

17/01/2024

ফেসবুক পেজ মনিটাইজ করার শর্ত?

ফেসবুক পেজের কিছু শর্ত রয়েছে যা মেনে আপনাকে মনিটািইজেশন এর জন্য (In-stream ads এর জন্য) আবেদন করতে হবে।

১। আপনার ফেসবুক পেজে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।
২।গত ৬০ দিনে আপনার ফেসবুক পেজে অবশ্যই ৬০ হাজার যোগ্য মিনিট ভিউ থাকতে হবে। (২০২৪ এর আপডট অনুযায়ী )
৩।আপনার ফেসবুক পেজে কমপক্ষে পাঁচটি একটিভ ভিডিও থাকতে হবে।
৪। আপনার ফেসবুক পেইজে কোন প্রকার ফেসবুকের পলিসি ইস্যু এবং মনিটাইজেশন ইস্যু থাকা যাবে না।

এই শর্তগুলো ঠিক থাকলে আপনি ফেসবুক পেজ মনিটাইজেশনের এপ্লাই করার অপশন পাবেন। তখন আপনি এপ্লাই করলে আপনার পেজে মনিটাইজেশন কিছু সময় পর চালু হয়ে যাবে (যদি সব ঠিক থাকে)। তখন আপনার ফেসবুক পেজে In-stream ads এর মাধ্যমে ইনকাম হবে।

16/01/2024

Brand Collaboration/Promotion কী?

যখন আপনার ফেসবুক পেজ অনেক বড় হয়ে যায়, তখন বড় বড় ব্র্যান্ড বা কোম্পানিগুলি তাদের প্রোডাক্ট, অ্যাপস বা ওয়েবসাইট প্রচার করতে আপনার সাথে যোগাযোগ করবে। তারপর আপনি
তাদের প্রোডাক্ট, অ্যাপস বা ওয়েবসাইট প্রচার করে বা তাদের সাথে সহযোগিতা করে ভিডিও তৈরি করে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করতে পারেন।

15/01/2024

Affiliate Marketing কি?

ফেসবুক পেজের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো পরিমাণ আয় করা সম্ভব। অ্যাফিলিয়েট মার্কেটিং হল কিছু কমিশনের বিনিময়ে অন্য কোম্পানির পণ্য বা পরিষেবার প্রচার বা বিক্রয়। আপনি Amazon, Daraz, BD Shop ইত্যাদি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারেন।

আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে সেই কোম্পানির পণ্য বা পরিষেবার প্রচার বা বিক্রয় করে ভাল পরিমাণ আয় করতে পারেন।

15/01/2024

Fan subscription কী?

ফ্যান সাবস্ক্রিপশন হচ্ছে যখন আপনি কিছু বিশেষ প্রিমিয়াম ভিডিও তৈরি করবেন তখন সেই ভিডিও গুলো দেখার জন্য মানুষজনকে আপনার পেজে সাবস্ক্রিপশন নিতে হবে।

তারা সাবস্ক্রাইব করলে আপনি তাদের আপনার বিশেষ প্রিমিয়াম ভিডিও দেখাবেন। একে ফ্যান সাবস্ক্রিপশন বলা হয়। তারা টাকা দিয়ে কিনে আপনার ভিডিও দেখবে। এটি বিনামূল্যে নয়, আপনাকে টাকা প্রদান করে সাবস্ক্রিপশন নিলে তবেই তারা ভিডিও দেখতে পারবেন।

14/01/2024

What is Freelancing?

14/01/2024

Ads on Reels কী?

ভিডিও নিয়মিত আপনার ফেসবুক পেজে যদি আপলোড করেন তাহলে ফেসবুক অটোমেটিক Ads on reels অপশনটি চালু করে দিবে।

চালু করে দিলে সেখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন। তারপর আপনি যত রিল ভিডিও ছাড়বেন সেই রিয়েল ভিডিওতে ব্যানার অ্যাডস আসবে। সেই এডস থেকে যত ইনকাম হবে সেটা আপনার ব্যাংকে আসবে।

সুতরাং যত বেশি রিল ভিডিও তৈরি করবেন এবং যত বেশি ভিডিওতে ভিউ হবে তত বেশি ইনকাম হতে থাকবে। আর ১০০ ডলার কমপ্লিট হলেই সেটা অটোমেটিক ব্যাংকে ট্রান্সফার করে দিবে ফেসবুক।

06/12/2023

ফ্রিলান্সারদের জীবন কাহিনী 😑

Address

Amjhupi , Meherpur Sadar, Meherpur
Khulna
7101

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Shohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Shohan:

Share