ক্যানভাস কোচিং সেন্টার

ক্যানভাস কোচিং  সেন্টার Education creates beautiful life

ফুল আমাদের জীবনের এক অনন্য শিক্ষা দেয়। ফুল কখনো নিজের জন্য ফোটে না, বরং ফোটে অন্যকে আনন্দ দিতে, সৌন্দর্য বিলাতে, পরিবেশক...
04/08/2025

ফুল আমাদের জীবনের এক অনন্য শিক্ষা দেয়। ফুল কখনো নিজের জন্য ফোটে না, বরং ফোটে অন্যকে আনন্দ দিতে, সৌন্দর্য বিলাতে, পরিবেশকে শুভ্র ও স্নিগ্ধ করে তুলতে। একটি ফুল কত শান্তভাবে, বিনয়ের সঙ্গে চারপাশকে মুগ্ধ করে—তবুও সে কোনো শব্দ করে না, কোনো দাম চায় না, কোনো অহংকার করে না। ফুল নীরবে শিখিয়ে যায় কিভাবে ভালোবাসা দিতে হয়, কিভাবে নিজের সৌন্দর্য বিলিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে হয়।

ফুল রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড়ে কেঁপে উঠেও জীবনের হাসি হাসে। তার শিকড় থাকে মাটির গভীরে, অথচ মাথা তুলে দাঁড়ায় আকাশের দিকে, যেন বলে—“আমি নিজের কষ্টে না গিয়ে, অন্যকে শান্তি দিতে এসেছি।” আমাদের জীবনেও যদি ফুলের মতো কোমলতা, সহনশীলতা আর নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তবে এই পৃথিবী হতে পারে সত্যিকারের স্বর্গ।

তাই হিংসা নয়, অহংকার নয়—জীবনে ফুলের মতো হই। শান্তি ছড়াই, ভালোবাসা বিলাই। নিজের কাজ দিয়ে অন্যকে প্রভাবিত করি, নিজের গুণ দিয়ে সমাজে পরিবর্তন আনি। ফুলের মতো করে জীবন গড়লে, জীবনও হয়ে উঠবে এক অপরূপ সৌন্দর্যের নাম।

একাদশ শ্রেণির ভর্তির প্রয়োজনীয় তথ্য।
02/08/2025

একাদশ শ্রেণির ভর্তির প্রয়োজনীয় তথ্য।

02/08/2025

🌟🌟🌟
📢 সু-খবর! সু-খবর! সু-খবর!
আপনার শিক্ষাজীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত হোক "ক্যানভাস কোচিং"-এর সাথে!

📚 ভর্তি চলছে!
👉 HSC ২০২৭ ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে!

🎓 এছাড়াও ভর্তি চলছে:
✅ ৯ম শ্রেণি – বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক
✅ ১০ম শ্রেণি – সকল বোর্ড প্রস্তুতি ও মডেল টেস্ট
✅ দ্বাদশ শ্রেণি – বোর্ড পরীক্ষার বিশেষ প্রস্তুতি ও প্রশ্নভিত্তিক ক্লাস

🔍 কেন ক্যানভাস কোচিং?
✅ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান
✅ বিষয়ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা ও মূল্যায়ন
✅ একাডেমিক রুটিন অনুসারে নিয়মিত ক্লাস
✅ বোর্ড প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি
✅ মনোযোগী পড়ার পরিবেশ
✅ প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ
✅ অভিভাবক যোগাযোগ ও পরামর্শ সেবা

📌 ঠিকানা: মুজগুন্নি আ/এ, ২০নং রোড, খালিশপুর, খুলনা
📞 যোগাযোগ: ০১৯৭২-০৮৭৮৭৬

📅 এখনই আসুন, ভর্তি হোন এবং আপনার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যান!
✨ ক্যানভাস কোচিং – শিক্ষার আদর্শ ঠিকানা

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি -২০২৫
01/08/2025

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি -২০২৫

31/07/2025

সাম্প্রতিক বিষয়াবলি ২০২৫ (আগস্ট)

১. সম্প্রতি কোন দেশে ৮.৮ মাত্রায় ভূমিকম্প হয়?
✅রাশিয়া

২. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
✅১৯ সেপ্টেম্বর ২০২৫

৩. ফিলিস্তিন ইসরায়েল দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে কবে?
✅ ২৮ জুলাই ২০২৫

৪. ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান ফুটবল কাপের কততম আসর শুরু হবে?
✅২১তম (১-২৬ মার্চ)

৫. ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে-
✅নিউইয়র্কে (২৮-২৯ জুলাই ২০২৫)

৬. এশিয়া কাপ-২০২৫ অনুষ্ঠিত হবে-
✅১৯-২৮ সেপ্টেম্বর ২০২৫ (সংযুক্ত আরব আমিরাত)

৭. ২০২৫ সালে বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
✅আইসল্যান্ড (বাংলাদেশ ১২৩ তম)

৮. বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এর বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতা কত মেগাওয়াট?
✅১৩২০ মেগাওয়াট

৯. সম্প্রতি উৎক্ষেপণ করা নাহিদ-২ ক্ষেপণাস্ত্রটি কোন দেশের?
✅ইরান

সঠিক চিন্তা ও সঠিক সিন্ধান্ত হতে পারে তোমার স্বপ্নের কলেজ।
31/07/2025

সঠিক চিন্তা ও সঠিক সিন্ধান্ত হতে পারে তোমার স্বপ্নের কলেজ।

আবারো নতুন কোনো অনুষ্ঠানে তোমার গজল সোনার অপেক্ষায় রইলাম।
28/07/2025

আবারো নতুন কোনো অনুষ্ঠানে তোমার গজল সোনার অপেক্ষায় রইলাম।

27/07/2025

আবার চালু হচ্ছে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা!!!

শনিবারও খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্টান।
27/07/2025

শনিবারও খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্টান।

26/07/2025

Address

Abunaser Hospital More
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when ক্যানভাস কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্যানভাস কোচিং সেন্টার:

Share